একঝলক (০১ সেপ্টেম্বর ২০২৪)

১ / ২০
বাঁশের খুঁটিতে বসে আছে সুন্দর একটি পাখি। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ১ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
২ / ২০
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শহর থেকে আসা এক দল মানুষ। মাঝিপাড়া পাহাড়, বাঘাইছড়ি, রাঙামাটি, ১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
খামার থেকে ট্রাকে করে এনে আড়তে ডিম নামাচ্ছেন শ্রমিকেরা। এখান থেকে পাইকারি দরে কিনে নেন খুচরা বিক্রেতারা। লালবাজার, সিলেট, ১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২০
বুকপানিতে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে ডিঙিনৌকা করে ডাঙায় নেওয়া হচ্ছে। কুমারখালী শিবরামপুর গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া, ১ সেপ্টেম্বর
ছবি: তৌহিদী হাসান
৫ / ২০
সিলেটে টানা কয়েক দিন রোদ ও গরমের পর রোববার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কমেছে ভাদ্রের তালপাকা গরম। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। কোর্ট পয়েন্ট, সিলেট, ১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
গোমতী নদীতে কলাগাছের ভেলায় চড়ে জাল ফেলে মাছ ধরছেন এক মৎস্যশিকারি। কামারখাড়া এলাকা, বুড়িচং, কুমিল্লা, ১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৭ / ২০
আমন ধানে যাচ্ছে সেচের পানি। সেখানে বসে সকালের খাবার খাচ্ছে দুজন কৃষক। রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ২০
নতুন জাল কিনেছেন। মাছ ধরতে যাওয়ার আগে সড়কের পাশে বসে তা ভালোভাবে পরীক্ষা করে নিচ্ছেন দুই মৎস্যশিকারি। পালপাড়া এলাকা, কুমিল্লা, ১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৯ / ২০
আমন ধানের খেতে খাবারের খোঁজে এসেছে পাখিরা। উনঞ্চুরকি গ্রাম, গাবতলী, বগুড়া, ১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ২০
মুড়ি ভাজার জন্য দিনাজপুর থেকে চাল এসেছে ট্রলারে। তার পাশের (বাঁয়ের) ট্রলারে ভাজা মুড়ির ৫০ কেজির বস্তা তোলা হচ্ছে। এসব মুড়ি বিক্রির জন্য চাঁদপুর, মুন্সিগঞ্জ প্রভৃতি এলাকায় নিয়ে যাওয়া হবে। হাজীগঞ্জ এলাকা, নারায়ণগঞ্জ, ১ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১১ / ২০
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে খুদে শিক্ষার্থীরা। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
তিন মাস বন্ধ থাকার পর রোববার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটকদের আবারও সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনে যাওয়ার পর্যটকবাহী নৌযানগুলো প্রস্তুত করা হচ্ছে। জেলখানা ঘাট, খুলনা, ১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২০
তিস্তা নদীতে পানি কমেছে, জেগে ওঠা চরের একটি অববাহিকায় হাত দিয়ে খুঁজে মাছ ধরছেন গ্রামবাসী। কলাগাছি, গঙ্গাচড়া, রংপুর, ১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
চাল ভাঙানোর কল মেরামত চলছে ওয়ার্কশপে। পাখির খাবার বা অন্য কোনো খাদ্য দানাদার করে ভাঙাতে এই কল ব্যবহৃত হয়। আকারভেদে প্রতিটি কল বিক্রি হয় ১০ থেকে ১৬ হাজার টাকায়। বুদেরহাট, হিমাইতপুর, পাবনা, ১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
গবাদিপশুর জন্য দূরের চর থেকে ঘাস সংগ্রহ শেষে ফিরছেন কৃষক। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
পদ্মা নদীতে পানি বাড়ছে। আর খাল-বিল-নদীতে পানি বাড়লে চাঁইয়ের চাহিদাও বেড়ে যায়। মাছ শিকারের জন্য বড় আকৃতির চাঁই কিনে নিয়ে যাচ্ছেন জেলেরা। পদ্মা ঘাট, পাবনা, ১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
টাঙ্গাইল থেকে ট্রাকে আসা আনারস খালাস করে সাজিয়ে রাখছেন পাইকার। বালুঘট, বরিশাল, ১ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৮ / ২০
লাভ বেশি হওয়ায় ধানের বদলে শীতকালীন সবজি শিমের চাষ করেছিলেন এক কৃষক। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমে মারা যায় বেশির ভাগ শিমগাছ। সেই মাচায় শিমের পরিবর্তে করলা ও শসার চারা রোপণ করে পরিচর্যা করছেন তিনি। মনিদহ, মালিগাছা, পাবনা, ১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
বিলের মাঝখানে মাঁচা করে বড়শি দিয়ে মাছ শিকার করছেন শৌখিন এক মৎস্যশিকারি। আদমপুর, অম্বিকাপুর ফরিদপুর, ১ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
২০ / ২০
১১. সড়কে সংস্কারকাজ চলার সময় দীর্ঘ যানজট। এতে  যাত্রী ও গাড়িচালকেরা প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে, পাঠানীপুল, সাতকানিয়া, চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর
ছবি: মামুন মুহাম্মদ