একঝলক (২০ মে ২০২৪)

১ / ১৩
খাবারের খোঁজে কাঠঠোকরা পাখিটি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণে। খুলনা, ২০ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৩
বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে চলছে নিষিদ্ধ যানবাহন। এসব যানবাহনের কারণে দুর্ঘটনাও ঘটছে প্রতিদিন। পাবনা-ঢাকা মহাসড়ক, মহেন্দ্রপুর, পাবনা, ২০ মে
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৩
খামার থেকে ডিম কিনছেন ব্যবসায়ীরা। প্রতি ১০০টি ডিম পাইকারি কিনছেন ৯৬১ টাকায়। বেতারপাড়া এলাকা, রংপুর, ২০ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৩
চাষিদের কাছ থেকে ১৩ থেকে ১৪ টাকা কেজিতে শসা কিনে পাইকাররা ঢাকার কারওয়ান বাজারে পাঠাচ্ছেন। বৈরাগীগঞ্জ বাজার, মিঠাপুকুর, রংপুর, ২০ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
কাজে আসার সময় বাড়ি থেকে খাবার নিয়ে আসেন তাঁরা। বেলা বাড়ায় কাজের ফাঁকে গাছের ছায়ায় বসে খেয়ে নিচ্ছেন সড়ক নির্মাণশ্রমিকেরা। আদমপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ মে
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৩
জীবিকার তাগিদে জয়পুরহাট থেকে কুমিল্লায় এসেছেন সেলিম মিয়া। বিভিন্ন দোকানে পাইকারি চিপস বিক্রি করেন তিনি। আলেখারচর এলাকা, কুমিল্লা, ২০ মে
ছবি: এম সাদেক
৭ / ১৩
ইউপিডিএফের ডাকা আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কর্মী–সমর্থকেরা। এ সময় বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। রাঙামাটি–চট্টগ্রাম সড়কের সাপছড়ি ফুরমোন পাড়া এলাকা, রাঙামাটি, ২০ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৩
নিজের নৌকা নদীর পাড়ে উঠিয়ে ফুটো–ফাটা মেরামত করছেন গৃহবধূ ফাতেমা বেগম। বালিয়াডাঙ্গী এলাকা, ডিক্রিরচর, ফরিদপুর, ২০ মে
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৩
পড়ে আছে সড়ক বিভাজক বেষ্টনী। এতে রাস্তা পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। দুই নম্বর রেলগেট এলাকা, নারায়ণগঞ্জ, ২০ মে
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৩
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাথাল মাথায় দিয়ে করলা খেতের পরিচর্যায় ব্যস্ত চাষি। উপজেলার ভিমেরগড় এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ মে
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
বাজারে আসতে শুরু করেছে নানা জাতের লিচু। চায়না থ্রি, কাঁঠালিভোগ, বোম্বাই ইত্যাদি জাতের লিচু বিক্রি করছেন এক বিক্রেতা। মান অনুযায়ী প্রতি ১০০ লিচু ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলপট্টি, বরিশাল, ২০ মে
ছবি: সাইয়ান
১২ / ১৩
প্লাস্টিকের ভিড়ে অ্যালুমিনিয়ামের তৈজসের কদর অনেকটাই কমেছে। তবু বিলীন হয়নি শিল্পটি। আজও অ্যালুমিনিয়ামের পুরোনো জিনিসপত্র মেরামত করে জীবন চালাচ্ছেন রবিন চন্দ্র মহন্ত। সাজাপুর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২০ মে
ছবি: সোয়েল রানা
১৩ / ১৩
বাড়ন্ত মরিচ খেতের পরিচর্যা করছেন কৃষক। ঘাষিড়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২০ মে
ছবি: সোয়েল রানা