ডাকাত ও নাশকতাকারীদের প্রতিরোধে চলছে রাত জেগে পাহারা। দায়িত্বরতদের জন্য রান্না হচ্ছে খিচুড়ি-ডিম। লালুপাড়া, সদর উপজেলা, দিনাজপুর, রাত ২টা, ৮ আগস্টছবি: প্রথম আলো
২ / ১০
চাকরিচ্যুতদের চাকরি ফেরত এবং কারাবন্দী নিরীহ বিডিআর (বর্তমান) সদস্যদের মুক্তি চেয়ে মানববন্ধন ও মিছিল করেছেন চাকরিচ্যুত জোয়ান ও তাঁদের স্বজনেরা। শাহবাগ, ঢাকা, ৯ আগস্টছবি: আশরাফুল আলম
৩ / ১০
কয়েক দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে সুন্দরবন সুরক্ষায় টহল শুরু করেছেন বন বিভাগের কর্মীরা। শাকবাড়িয়া টহল ফাঁড়ি এলাকা, সুন্দরবন, খুলনা, ৯ আগস্টছবি: প্রথম আলো
৪ / ১০
উৎপাদন বেড়ে যাওয়ায় সবজির পাইকারি বাজারে বেড়েছে কচুমুখির সরবরাহ। দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পুরাতন বাজারে প্রতি মণ কচুমুখি ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৯ আগস্টছবি: নূরে আলম সিদ্দিকী
৫ / ১০
‘জলের গান’-এর সংগীতশিল্পী রাহুল আনন্দের বাড়িতে ৫ আগস্ট হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে ভস্মীভূত হয়েছে রাহুল আনন্দের বাড়ি ও বাদ্যযন্ত্র। এর প্রতিবাদে ‘এ লজ্জা আমাদের’ লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ করেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, ৯ আগস্টছবি: আনিস মাহমুদ
৬ / ১০
শহর থেকে আসা পাইকারেরা কিনেছেন এসব কলা ও বাতাবিলেবু। নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ৯ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১০
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হচ্ছে কি না, তা যাচাই করছেন শিক্ষার্থী-তরুণেরা। বন্দরবাজার এলাকা, সিলেট, ৯ আগস্টছবি: আনিস মাহমুদ
৮ / ১০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেন পাবনা জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। সেখানে আয়োজকদের কাছ থেকে ৩০ থেকে ১০০০ টাকা দামে একেকটি মোমবাতি কেনেন আগত প্রাক্তন শিক্ষার্থীরা। এই আয়োজন থেকে পাওয়া প্রায় ২০ হাজার টাকা তুলে দেওয়া হবে পাবনার আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার কাজে। শহীদ মিনার, জিলা স্কুল, পাবনা, ৮ আগস্টছবি: হাসান মাহমুদ
৯ / ১০
ছুটির দিনে টিকিট কেটে পুকুরে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। মাছও পাচ্ছেন বেশ ভালো। আলালপুর এলাকা, কৈজুরী ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৯ আগস্টছবি: আলীমুজ্জামান