নারায়ণগঞ্জের দাপা ইদ্রাকপুর ও ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়–সংলগ্ন সব রাস্তা দীর্ঘ তিন বছর ধরে ডাইং কারখানা ও ড্রেনের দূষিত নোংরা পানিতে নিমজ্জিত থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীসহ এলাকাবাসীর। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। উপজেলা পরিষদ প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ১ নভেম্বরছবি: দিনার মাহমুদ
২ / ২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসনকল্পে মানববন্ধন করে সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ। জিরো পয়েন্ট, সাহেববাজার, রাজশাহী, ১ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
৩ / ২১
স্কুল ছুটি শেষে দোলনায় খেলায় মেতে উঠেছে শিশুরা। সাহস স্কুল, বরুড়া, কুমিল্লা, ১ নভেম্বরছবি: এম সাদেক
৪ / ২১
কাদা মাটি আর পানিতে তলিয়ে থাকা আধা পাকা ধান কাটছেন পাহাড়ি নারীরা। গত সপ্তাহে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন ধানচাষিরা। শূকরছড়ি খামারপাড়া, রাঙামাটি, ১ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২১
রবিশস্য রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ করছেন এক কৃষক। নতুনপাড়া, গাবতলী, বগুড়া, ১ নভেম্বরছবি: সোয়েল রানা
৬ / ২১
শামুকখোল পাখি শামুক মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। সুখানপুকুর, গাবতলী, বগুড়া, ১ নভেম্বরছবি: সোয়েল রানা
৭ / ২১
বাঁশ দিয়ে কুলা ও চালুন তৈরি করেন চন্দনা রানি। নিজেই সেগুলো গ্রামে ফেরি করে ১২০ টাকায় বিক্রি করেন। চার ছেলেমেয়ে নিয়ে কুলা ও চালুন বিক্রির লাভের টাকায় দুঃখ–কষ্টে সংসার চলে তাঁর। সুখানপুকুর, গাবতলী, বগুড়া, ১ নভেম্বরছবি: সোয়েল রানা
৮ / ২১
পদ্মা নদীতে ধরা পড়ে ২১ কেজি ওজনের এই কাতল মাছ। স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয় ২৮ হাজার টাকায়। দৌলতদিয়া বাজার, গোয়ালন্দ, রাজবাড়ী ১ নভেম্বরছবি: এম রাহুল হক
৯ / ২১
পিকআপযোগে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে শ্রমিক দল। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১ নভেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২১
চান্দিনায় গতকাল সড়ক দুর্ঘটনায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার চার আরোহী মারা যায়। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে অবাধে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১ নভেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২১
সিলেট বিমানবন্দর এলাকার নতুনবাজার এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে অজগরটি। এলাকাবাসীর সহযোগিতায় সিলেট বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করেন। গতকাল সন্ধ্যায় সিলেট নগরের টিলাগড় বন্য প্রাণী সংরক্ষণকেন্দ্রে অজগরটি অবমুক্ত করা হয়ছবি: আনিস মাহমুদ
১২ / ২১
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরের সংরাইশ সরকারি শিশু পরিবারের মধ্যে দুপুরের খাবার বিতরণ করে প্রথম আলো কুমিল্লা বন্ধুসভা। কুমিল্লা, ১ নভেম্বরছবি: এম সাদেক
১৩ / ২১
ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার রেললাইন প্রস্তুত করা হয়েছে। পরীক্ষামূলকভাবে চালানো হলো রেল। পদ্মা স্টেশন, নাওডোবা, জাজিরা, ১ নভেম্বরছবি: সত্যজিৎ ঘোষ
১৪ / ২১
সোমবার সকাল ছয়টা থেকে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। এতে পুরো জেলায় পণ্যবাহী যান চলাচল বন্ধ আছে। সিলেট-তামাবিল মহাসড়ক, খাদিমনগর, সিলেট ১ নভেম্বরছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
বেশি দামে বিক্রির আশায় কৃষকেরা মৌসুমের সময় ঘরে তুলে রেখেছিল পেঁয়াজ। বাজারে এখন পেঁয়াজের দাম ভালো যাচ্ছে। তাই বিক্রির জন্য হাটে নেওয়ার আগে বাড়ির উঠানে পেঁয়াজ বাছাই করে নিচ্ছেন কৃষক পরিবার। প্রতাপপুর, ফরিদপুর, ১ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১৬ / ২১
সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও ঘন বৃষ্টিতে তলিয়ে ছিল কৃষক মধু রায়ের খেতের পাকা আমন ধান। সেই ধান এখন খেত থেকে তুলে পলিথিনে করে ভাসিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন তিনি। ইছাইল, ফরিদপুর, ১ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১৭ / ২১
ওএমএসের দোকান থেকে চাল, আটা কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ। পূর্ব ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১ নভেম্বরছবি: দিনার মাহমুদ
১৮ / ২১
সারা বিশ্বে বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। এই দূষণের পেছনে যানবাহনের কালো ধোঁয়ার ভূমিকা অনেক। গাড়ির এই ধোঁয়া বাতাসে মিশে মানবদেহে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। গাবতলী, ঢাকা, ১ নভেম্বরছবি: আশরাফুল আলম
১৯ / ২১
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের এলাকায় পদচারী–সেতু না থাকায় দৌড়ে সড়ক পার হন পথচারীরা। এতে সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গাবতলী, ঢাকা, ১ নভেম্বরছবি: আশরাফুল আলম
২০ / ২১
বাড়ির সামনে ছোট্ট জলাশয়। সেখানেই ফুটে আছে সারি সারি লাল শাপলা। ভোরে ঘুম থেকে উঠেই সেই সৌন্দর্য উপভোগ করতে পারেন এই বাড়ির সদস্যরা। নুরপুর বাইপাস, পাবনা, ১ নভেম্বরছবি: হাসান মাহমুদ
২১ / ২১
ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ফাঁক গলে রাস্তা পার হচ্ছে অটোরিকশা। শিবু মার্কেট, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ১ নভেম্বরছবি: দিনার মাহমুদ