কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে গরু আনা হচ্ছে শহরে। মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁয়ের, নারায়ণগঞ্জ, ৭ জুনছবি: দিনার মাহমুদ।
গোলার ভেজা ধান বাড়ির সামনের চাতালে শুকিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। বাঘমারা, গৌরনদী উপজেলা, বরিশাল, ৭ জুনছবি: সাইয়ান
৪ / ৮
ঈদবাজারের প্রস্তুতিতে প্রসাধনসামগ্রী গোছগাছে ব্যস্ত এক দোকানি। দৌলতপুর বাজার, খুলনা শহর, ৭ জুনছবি: সাদ্দাম হোসেন
৫ / ৮
ভাটা থেকে ট্রলারে ইট বিক্রির জন্য নামাচ্ছেন শ্রমিকেরা। দৌলতপুর, খুলনা শহর, ৭ জুনছবি: সাদ্দাম হোসেন
৬ / ৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত ট্রাক মৎস্য প্রকল্পের খাদ থেকে উত্তোলন করার সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৭ জুনছবি: আবদুর রহমান ঢালী
৭ / ৮
ফুটবল খেলা শেষে ক্লান্ত শিশুরা নলকূপে মুখ লাগিয়ে পানি পান করছে। রংপুর জিলা স্কুল চত্বর, ৭ জুনছবি: মঈনুল ইসলাম
৮ / ৮
প্রথম আলোর আয়োজনে ইউএসএইড ও আইসিডিডিআরবির সহযোগিতায় স্বাস্থ্য অলিম্পিয়াড। দেয়ালপত্রিকা নিয়ে অনুষ্ঠানস্থলে এসেছে শিক্ষার্থীরা। রংপুর জিলা স্কুল, ৭ জুনছবি: মঈনুল ইসলাম