একঝলক ( ২৫ মার্চ ২০২৩)

১ / ২০
কুমিল্লার কান্দিরপাড় থেকে রাজগঞ্জ পর্যন্ত প্রধান সড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ আছে। এতে নিউমার্কেট, রাজগঞ্জ ও চকবাজার থেকে মানুষেরা পায়ে হেঁটে গন্তব্যে ফিরছেন। কান্দিরপাড়, কুমিল্লা, ২৫ মার্চ
ছবি: এম সাদেক
২ / ২০
সাইকেলে প্লাস্টিকের চেয়ার নিয়ে ফেরি করে বিক্রি করেন এই বিক্রেতা। মিরসরাই, ২৫ মার্চ।
ছবি: ইকবাল হোসেন
৩ / ২০
গাছের ডালে বসে বটফল খাচ্ছে একটি হরিয়াল পাখি। বটতলি মোন পাড়া, রাঙামাটি, ২৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
শুকনা মৌসুমে প্রায় শুকিয়ে যায় সিলেটের বড়গাঙ নদ। সেখান থেকে উত্তোলন করা বালু ট্রাকে তোলা হচ্ছে। জৈন্তাপুর, সিলেট, ২৫ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
৫ / ২০
শুকিয়ে যাওয়া পুকুরে শিকারের আশায় এসেছে একটি কানি বক। মুসলিমপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
৬ / ২০
ট্রাক থেকে মিষ্টি কুমড়া নামিয়েছেন এক শ্রমিক। আকারভেদে প্রতিটি মিষ্টি কুমড়া বিক্রি হয় ৪০ থেকে ৬০ টাকায়। সোবহানীঘাট, সিলেট, ২৫ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
৭ / ২০
পবিত্র রমজানের শুরুতে বেড়েছে লেবুর দাম। এক দিনের ব্যবধানে ২০ টাকার ১ হালি লেবু ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। রাজাবাজার, বগুড়া, ২৫ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ২০
ছয় শ বছরের পুরোনো ঐতিহ্য ধারণ করে চার খুঁটিতে দাঁড়িয়ে আছে খুলনার মসজিদকুঁড়ের মসজিদ। শত শত মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন সেখানে। দূরদূরান্ত থেকে এর চমৎকার স্থাপত্যশৈলী দেখতে আসেন দর্শনার্থীরা। আমাদী ইউনিয়ন, কয়রা, খুলনা, ২৪ মার্চ।
ছবি: ইমতিয়াজ উদ্দিন
৯ / ২০
ঘরের পাশে টমেটো চাষ করা হয়েছে। সেখান থেকে টমেটো এনে হাটে বিক্রির জন্য বাছাই করা হচ্ছে। প্রতি কেজি টমেটো বিক্রি হবে ১২ টাকায়। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ২৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২০
গোলকিপার হিসেবে ফুটবল খেলায় মেতেছেন এ তরুণ। গ্লাভসের বদলে স্যান্ডেল হাতে বল থামানোর চেষ্টা করছেন। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৫ মার্চ।
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২০
জামায়াত–শিবিরের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ছাত্রলীগের নেতা–কর্মীদের মানববন্ধন। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২০
স্বাধীনতা দিবসে ফুল ও পুষ্পস্তবকের চাহিদা বাড়ে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে পুষ্পস্তবক তৈরির কাজে ব্যস্ত এ দোকানি। চৌহাট্টা, সিলেট, ২৫ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
সাভার জয়নাবাড়ি এলাকায় প্রধান সড়কে ইউটার্ন নিতে গিয়ে উল্টে যায় একটি মালবাহী ট্রাক। সাভার, ২৪ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ২০
বিক্রির আশায় মিষ্টি আলুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতি কেজি মিষ্টি আলু ২৫ টাকায় বিক্রি করেন তাঁরা। দুবলাগাড়ী হাট, শাজাহানপুর, বগুড়া, ২৫ মার্চ।
ছবি: সোয়েল রানা
১৫ / ২০
খেতের পাকা গম কেটে মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষকেরা। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২৫ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২০
ভুট্টা শুকাতে দিচ্ছেন এক কৃষক। শুকানোর পর তা মাড়াই করবেন তিনি। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ২৫ মার্চ।
ছবি: সোয়েল রানা
১৭ / ২০
স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হচ্ছে ফুলের ডালা। রামবাবু রোড, ময়মনসিংহ, ২৫ মার্চ
ছবি: আনোয়ার হোসেন
১৮ / ২০
স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়ামোছার কাজ। সিলেট, ২৫ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
ভ্যানে করে ইসবগুলের ভুসি, তোকমা, তিসি বিক্রি করছেন এক বিক্রেতা। রোজায় এসবের চাহিদা বেশি থাকে। সুরমা পয়েন্ট, সিলেট, ২৫ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
খাবারের খোঁজে গাছে বসে আছে একঝাঁক বক। গোদারপাড়া, বগুড়া, ২৫ মার্চ।
ছবি: সোয়েল রানা