একঝলক (৩০ মে ২০২৪)

১ / ১৭
ঘূর্ণিঝড় রিমাল কেটে যাওয়ার পর আবহাওয়া স্বাভাবিক হওয়ায় জেলেরা জীবিকার তাগিদে ছোট নৌকা নিয়ে মাছ শিকারে বের হয়েছেন। আড়িয়াল খাঁ নদ, পূর্ব হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৩০ মে
ছবি: সাইয়ান
২ / ১৭
গাছের পাকা কাঁঠাল খাচ্ছে কাঠবিড়ালি। আদিনামুড়া, লালমাই, কুমিল্লা, ৩০ মে
ছবি: এম সাদেক
৩ / ১৭
ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও বৃষ্টির পানি এখনো শহরের সড়কে রয়ে গেছে। দুর্বল নর্দমা–ব্যবস্থার কারণে একটু বৃষ্টি হলেই সড়ক ডুবে যায়। স্টেশন সড়ক, বগুড়া, ৩০ মে
ছবি: সোয়েল রানা
৪ / ১৭
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন। বাংলাবাজার, জৈন্তাপুর, সিলেট, ৩০ মে
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৭
তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে পাবনায়। অসহ্য এই ভ্যাপসা গরমে কষ্টে আছেন মাঠে কাজ করা কৃষকেরা। তৃষ্ণা মেটাতে দূর থেকে মাঠে সুপেয় পানি নিয়ে যাচ্ছেন এই কৃষক। নাজিরপুর, পাবনা, ৩০ মে
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৭
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছেন এলাকাবাসী। পাইকগাছা, পটুয়াখালী, ৩০ মে।
ছবি: প্রথম আলো
৭ / ১৭
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক চারুকলা প্রদর্শনীতে গ্যালারি ঘুরে শিক্ষার্থীদের আঁকা ছবি দেখছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ৩০ মে
ছবি: দিনার মাহমুদ
৮ / ১৭
পাহাড়ি ঢলের কারণে সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কে ট্রাকে আশ্রয় নিয়েছে একটি পরিবার। বিরাইমারা, জৈন্তাপুর, সিলেট, ৩০ মে
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৭
কুড়িগ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি, তাই বিকেলে একটু বৃষ্টি কমতেই খোলা মাঠে ছাগলের পালকে চড়াতে নিয়ে যাচ্ছেন এই নারী। টগরাইহাট এলাকা, কুড়িগ্রাম, ৩০ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
ঘূর্ণিঝড় রিমালে মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। কলাপাড়া, পটুয়াখালী, ৩০ মে
ছবি: প্রথম আলো
১১ / ১৭
ঘূর্ণিঝড় রিমালে উচ্চ জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। পানির স্রোতে ভেঙে গেছে যাতায়াতের সড়ক। কামারপাড়া, শায়েস্তাবাদ, বরিশাল, ৩০ মে
ছবি: সাইয়ান
১২ / ১৭
ব্যস্ত সড়কে দিনের বেলায় চলছে ওয়াসার সংস্কারকাজ। কেটে ফেলা হয়েছে সড়কের এক পাশ। এতে লেগে আছে দীর্ঘ যানজট। পোর্ট কানেকটিং সড়কের বড়পোল এলাকা, চট্টগ্রাম, ৩০ মে
ছবি: জুয়েল শীল
১৩ / ১৭
ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে ভোর থেকে দাঁড়িয়েছেন নারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়তে থাকে। এই প্রচণ্ড গরমে তাঁদের কাহিল অবস্থা। শোভারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৩০ মে
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৭
রিমালের প্রভাবে তিস্তা নদীতে পানি বেড়েছে। চরের নতুন পানিতে মাছ ধরতে জাল ফেলেছেন এই ব্যক্তি। বালাপাড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ৩০ মে
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
নিষিদ্ধ এই পরিবহনে গরু নিয়ে হাটে যাচ্ছেন গরু ব্যবসায়ীরা। তিস্তা সড়ক সেতুর রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক, রংপুর, ৩০ মে
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উচ্চ জোয়ারের পানিতে খেত ডুবে গেছে। এতে চাষি ফারুক শিকদারের এক বিঘা জমিতে লাগানো ভুট্টা নষ্ট হয়ে যায়। খেত থেকে নষ্ট ভুট্টা বস্তায় করে নিয়ে আসছেন চাষি। কামারপাড়া, শায়েস্তাবাদ, বরিশাল, ৩০ মে
ছবি: সাইয়ান
১৭ / ১৭
প্রতিদিন তিস্তায় পানি বাড়তে শুরু করেছে, তাই তড়িঘড়ি করে চরের বাদাম তুলছেন চাষিরা। পাঞ্জরভাঙ্গা এলাকা, কাউনিয়া, রংপুর, ৩০ মে
ছবি: মঈনুল ইসলাম