কাপ্তাই হ্রদে কাঁচকি জাল ফেলে মাছ ধরা। কাটাছড়ি, রাঙামাটি, ৩০ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
খেজুরগাছে জোড়া কাঠবিড়ালি। ভাসুবিহার ধাপ, বগুড়া, ৩০ অক্টোবরছবি: সোয়েল রানা
৩ / ২১
দূর আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে এক জোড়া পাখি । ভাসুবিহার ধাপ, বগুড়া, ৩০ অক্টোবরছবি: সোয়েল রানা
৪ / ২১
পদ্মাবেষ্টিত এলাকায় মাছ ধরার চাঁইয়ের চাহিদা আছে। মাগুরা থেকে চাঁই সংগ্রহ করে দৌলতদিয়া ঘাটে পদ্মাপারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। বারোখাদা, ফরিদপুর, ৩০ অক্টোবরছবি: আলীমুজ্জামান
৫ / ২১
কাঠগোলাপের সৌন্দর্য। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ৩০ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে রংপুরে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই ছাতা বেঁধে ফল বেচা চলছে। রাজা রামমোহন মার্কেটের সামনে, রংপুর, ৩০ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
সৈয়দপুর থেকে শনপাপড়ি নিয়ে এসে শহরে বিক্রি করতে ঘুরছেন এই ব্যক্তি। গ্র্যান্ড হোটেল মোড়, রংপুর, ৩০ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
সকালে ঝুঁকি নিয়ে ঝালাই কাজ শুরু করেছেন এই শ্রমিক। ঠিকাদারপাড়া, রংপুর, ৩০ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
জমির আলপথ ধরে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। নোয়াপাড়া, বান্দরবান, ৩০ অক্টোবরছবি: মংহাইসিং মারমা
১০ / ২১
বুনো ফুলের ওপর বসেছে বর্ণিল প্রজাপতি। কালাঘাটা, বান্দরবান, ৩০ অক্টোবরছবি: মংহাইসিং মারমা
১১ / ২১
ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা। কুন্দারদিয়া, ফরিদপুর, ৩০ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১২ / ২১
চাষনী পীরের মাজারের আশপাশে টিলায় বাস করে শতাধিক বানর। মাজার পরিদর্শনে আসা দর্শনার্থীদের দেওয়া খাবার খাচ্ছে বানরগুলো। গোয়াইটুলা, সিলেট, ৩০ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
সন্ধ্যা নেমেছে। হাওরে থাকা হাঁসগুলো তখনো বাড়ি ফেরেনি। হাঁসগুলোকে বাড়ি ফেরাতে নৌকা নিয়ে এসেছে দুই শিশু। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ৩০ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৪ / ২১
বাড়ির আঙিনায় এ ডাল থেকে ও ডালে, কখনো কাপড় শুকাতে টানানো তারে উড়ে উড়ে খাবার খোঁজ করছে দোয়েল পাখিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৩০ অক্টোবরছবি: সাদিক মৃধা
১৫ / ২১
চায়নিজ ল্যান্টার্ন ফুল। এর পাপড়ির ওপর থাকা লাল ও হলুদের শিরা—চিত্রের মতো নকশা এ ফুলের সবচেয়ে বড় সৌন্দর্য। শাকতলা, কুমিল্লা, ৩০ অক্টোবরছবি: আবদুর রহমান
‘স্তন ক্যানসারে নয় ভয়, সাহসী হোন করুন জয়’ স্লোগানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের আয়োজনে স্তন ক্যানসার সচেতনতা মাস উদ্যাপন উপলক্ষে কেক কাটা হয়। এতে ক্যানসারজয়ী রোগী ও চিকিৎসকেরা অংশ নেন। প্রশাসনিক ভবনের সামনে, রংপুর মেডিকেল কলেজ, ৩০ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
২০ / ২১
রাঙামাটির রাজ বনবিহারে ৪৯তম দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে বানানো কল্পতরু (নগদ টাকার কৃত্রিম গাছ) অর্থ দান করছেন এক বৌদ্ধ পুণ্যার্থী। বিহার প্রাঙ্গণ, রাঙামাটি, ৩০ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২১
ঐতিহ্যবাহী বলদা বিলে ‘হাইত উৎসবে’ মাতেন মৎস্যশিকারিরা। পলো ও জাল নিয়ে ভোর থেকে মাছ শিকারে নামেন তাঁরা। নান্দাইল, ময়মনসিংহ, ৩০ অক্টোবরছবি: মোস্তাফিজুর রহমান