একঝলক (১৪ অক্টোবর ২০২৫)

১ / ২৭
সবুজ ঘাসে ফুটে আছে নীল রঙের চিত্রপত্রী ফুল। ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ১৪ অক্টোবর
ছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২৭
কলার মোচার ওপর উড়ে এসে বসেছে একটি পাখি। সাগাটিয়া, গাবতলী, বগুড়া, ১৪ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ২৭
ফেরি করে মশারি বিক্রি করছেন এক ব্যক্তি। মুজগুন্নী, খুলনা, ১৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৭
খেত থেকে ফসল তুলে আনছেন পাহাড়ি এক চাষি। শুকরছড়ি, রাঙামাটি, ১৪ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৭
বেগুনখেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। মধ্যকাতুলী, গাবতলী, বগুড়া, ১৪ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৬ / ২৭
ঘেরে জাল টেনে পাঙাশ মাছ ধরছেন জেলেরা। রায়ের মহল, খুলনা, ১৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২৭
রাজহাঁসের ঝাঁক নিয়ে বাড়ি ফিরছে এক শিশু। মাধবপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ১৪ অক্টোবর
ছবি: সাইয়ান
৮ / ২৭
কচুপাতায় জমে আছে শিশির বিন্দু। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৯ / ২৭
শিমখেত পরিচর্যা করছেন একজন কৃষক। চণ্ডীপাশা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ১৪ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
১০ / ২৭
বাঁশ দিয়ে ঝুড়ি বানাচ্ছেন একজন। গেৎশিমানী পাড়া, বান্দরবান, ১৪ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
১১ / ২৭
ট্রেন আসছে, রেলক্রসিংয়ে থাকা দায়িত্বরত ব্যক্তি সাবধান করছেন। এরপরও ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পথচারী। লালবাগ রেলক্রসিং, রংপুর, ১৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৭
ফেরি করে পিঠা বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। লালবাগ, রংপুর, ১৪ অক্টোবর।
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৭
শরতের পড়ন্ত বিকেলে হাওরের পানিতে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১৪ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২৭
মহাসড়ক দখল করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকানপাট, এতে সৃষ্টি হচ্ছে যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর বাসস্ট্যান্ড, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ২৭
বাড়ির সামনে পুকুরে নজরকাড়া কচুরিপানা ফুল। সেই ফুল তুলছে এক কিশোরী। মধ্য পানবাড়ি, রংপুর, ১৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৭
ট্রলারের সামনের অংশে বসে আছে জাতীয় পাখি দোয়েল। কামারপাড়া, শায়েস্তাবাদ বরিশাল, ১৪ অক্টোবর
ছবি: সাইয়ান
১৭ / ২৭
ফুলের কাছে ভ্রমরের আনাগোনা। নিয়ামতপুর, কিশোরগঞ্জ, ১৪ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২৭
লুঙ্গি বোনার আগে তাঁতের সুতায় দেওয়া হয় মাজন। সে কাজে ব্যস্ত এক শ্রমিক। একদন্ত, আটঘরিয়া, পাবনা, ১৪ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৭
পদ্মার চর থেকে ঘোড়ার গাড়িতে করে মরা ধঞ্চেগাছ নেওয়া হচ্ছে বাড়িতে। জ্বালানি হিসেবে এর কদর আছে। পদ্মাঘাট, পাবনা, ১৪ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
২০ / ২৭
দুই হাত না থাকায় পা দিয়েই জীবনের স্বপ্ন আঁকছে হিয়া। শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ, মৌলভীবাজার, ১৪ অক্টোবর
ছবি: শিমুল তরফদার
২১ / ২৭
বাড়িতে পোষা মুরগি কাঁধে করে হাটে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি। মহালছড়ি বাজার, খাগড়াছড়ি, ১৪ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
২২ / ২৭
রাকসু নির্বাচনের প্রচারণার ফাঁকে কোলাকুলি করেন ছাত্রশিবির ও ছাত্রদল মনোনীত ভিপি (সহসভাপতি) প্রার্থী। পরিবহন মার্কেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
২৩ / ২৭
কাঁঠালগাছের শুকনা ডালে খাবারের খোঁজে কাঠঠোকরা পাখি। নিজমাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৪ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
২৪ / ২৭
শৌচাগার নির্মাণের জন্য পালপাড়া থেকে মাটির চাড়ি নিয়ে ফিরছেন এক ব্যক্তি। কোমরপুর, ফরিদপুর, ১৪ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
২৫ / ২৭
চট্টগ্রামে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সামনে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা। চট্টগ্রাম, ১৪ অক্টোবর
ছবি: জুয়েল শীল
২৬ / ২৭
গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচারের অগ্রগতির দাবিতে মায়ের ডাকের মানববন্ধন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–সংলগ্ন হাইকোর্ট ভবনের প্রধান ফটকের সামনে, ঢাকা, ১৪ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ
২৭ / ২৭
উচ্চমাধ্যমিক চালু রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করে সাত কলেজ অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, ঢাকা, ১৪ অক্টোবর
ছবি: মীর হোসেন