একঝলক (১৮ মে, ২০২৪)

১ / ৯
খেতের ধান কাটছেন এক দল কৃষক। সেসব কাটা ধান আঁটি বেঁধে নিয়ে বাড়িতে ফিরছেন আরেক দল কৃষক। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৮ মে
ছবি: আলীমুজ্জামান
২ / ৯
কাপ্তাই হ্রদে পানি নেই। তাই পর্যটকের প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতুটি এখন জনমানবহীন। পর্যটক না থাকায় নৌকাগুলো অলস পড়ে আছে। পর্যটন ঘাট, রাঙামাটি, ১৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৯
দৃষ্টিনন্দন সোনালু ফুল। এর সৌন্দর্য ফোনে ধারণ করছেন এক পর্যটক। ইজোর রিসোর্ট, বড়াদম, রাঙামাটি, ১৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৯
বাসা তৈরিতে ব্যস্ত ছোট্ট পাখি মৌটুসি। মুজগুন্নী, খুলনা, ১৮ মে
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
যমুনা নদীর কিনারায় শুকাতে দেওয়া হয়েছে পাকা মরিচ। সেই পথ ধরে গবাদিপশুর খাবার নিয়ে আসছেন নদীতীরবর্তী এলাকার এক নারী। হাসনাপাড়া স্পার এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ মে
ছবি: সোয়েল রানা
৬ / ৯
খেতে ধান কেটে রাখা হয়েছে। সেই ধান আনতে খেতের আল ধরে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। বাহাদুরসিং এলাকা, রংপুর, ১৮ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৯
সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে পাটি বিক্রি করেন এই বিক্রেতা। এক নারী ক্রেতাকে বিভিন্ন ধরনের পাটি দেখাচ্ছেন তিনি। নাচনিয়া এলাকা, রংপুর, ১৮ মে
ছবি: মঈনুল ইসলাম
৮ / ৯
বাঁশের চিকন কাঠি ও পলিথিন দিয়ে ঘুড়ি তৈরি করছে শিশু–কিশোরেরা। তুলাগ্রাম এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৮ মে
ছবি: আলীমুজ্জামান
৯ / ৯
জ্বালানির জন্য তালের ডগা কাটছেন এই কৃষক। বর্ষাকালে ব্যবহারের জন্য এগুলো সংরক্ষণ করা হবে। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৮ মে
ছবি: আলীমুজ্জামান