বাগানে ফুটে আছে গোলাপি পিটুনিয়া ফুল। বেগম রোকেয়া প্রশিক্ষণকেন্দ্র, ময়মনসিংহ, ১৩ জানুয়ারিছবি: মোস্তাফিজুর রহমান
৩ / ২৩
কাপ্তাই হ্রদে জাল ফেলেছিলেন এই নারী। সেই জালে ধরা পড়েছে মাছ। আজ মঙ্গলবার সকালে জাল তুলে আনছেন। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৩ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৩
খাবারের খোঁজে মা মুরগির সঙ্গে দুটি ছানা। চর আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৩ জানুয়ারিছবি: সাইয়ান
৫ / ২৩
শুষ্ক মৌসুমে বগুড়ার প্রসিদ্ধ নুরুইল বিলে বোরো ধানের চাষ করা হচ্ছে। সেখানে খাবারের খোঁজে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। নুরুইল বিল, বগুড়া, ১৩ জানুয়ারিছবি: সোয়েল রানা
৬ / ২৩
তফসিল ঘোষণার পর সব ধরনের ব্যানার–ফেস্টুন প্রার্থীদের নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু এখনো অনেক এলাকায় সেটি বাস্তবায়ন হয়নি। লামচরী, চরবাড়িয়া, বরিশাল, ১৩ জানুয়ারিছবি: সাইয়ান
৭ / ২৩
মহাসড়কের ধারে স্তূপ করে রাখা হয়েছে তেলের ড্রাম। ড্রাম পরিষ্কারের সময় কিছু তেলও পাওয়া যাচ্ছে। নিশিন্দারা মধ্যপাড়া এলাকা, বগুড়া শহরতলি, ১৩ জানুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ২৩
ঐতিহ্যবাহী ‘টাউন খালকে’ নান্দনিক করতে দূষণমুক্তকরণ ও খননকাজ শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। টাউন খাল, ব্রাহ্মণবাড়িয়া, ১৩ জানুয়ারিছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বড় মাঠ, নীলফামারী, ১৩ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৩
গাঁদা ফুলের চারা বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। মাগুড়া, নীলফামারী, ১৩ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২০ / ২৩
গাড়ির পুরোনো টায়ার ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। এসব টায়ার সংস্কার বা মেরামতের পর ব্যবহারোপযোগী করে বিক্রি করা হবে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৩ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
২১ / ২৩
শীতের সকালে নরম রোদের উষ্ণতা পেতে শিশুকে নিয়ে বসেছেন এক নারী। আজগড়া, তেরোখাদা, খুলনা, ১৩ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২২ / ২৩
এখন পিঠা খাওয়ার মৌসুম। পিঠার জন্য বাড়ির আঙিনায় দুই নারী ঐতিহ্যবাহী উড়ুন-গাইন দিয়ে চালের গুঁড়ি (আটা) তৈরি করছেন। উত্তর খলেয়া, রংপুর, ১৩ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৩
জমি থেকে আলু তোলা শেষে পানিতে ধুয়ে বস্তায় ভরছেন চাষিরা। পঞ্চপুকুর, নীলফামারী, ১৩ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম