বাড়ির আঙিনায় ফুটে আছে কাটামুকুট ফুল। সুয়ালক বঙ্গপাড়া, বান্দরবান, ২ ফেব্রুয়ারিছবি: মংহাইসিং মারমা
২ / ১৬
শিশিরভেজা সকালে ঝোপঝাড়ে ফুটে আছে তিত বেগুন ফুল। নূরনগর, খুলনা, ২ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
আর কদিন পরই বসন্ত আসবে প্রকৃতিতে। ইতিমধ্যে ফুটতে শুরু করেছে বিভিন্ন ফুল। গাছ বেয়ে ওঠা গোল্ডেন শাওয়ার লতায় ফুটেছে ফুল। খেপ্পোপাড়া, রাঙামাটি, ২ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৬
কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে গতকাল শনিবার রাত থেকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। পারাপার হতে না পারায় ভোগান্তিতে পড়তে হয় যানবাহনের চালকসহ যাত্রীদের। বসে থাকতে থাকতে চালকসহ অন্যরা গাড়িতে ঘুমিয়ে পড়েছেন। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ২ ফেব্রুয়ারিছবি: এম রাশেদুল হক
৫ / ১৬
ঘন কুয়াশায় ছেয়ে আছে পথঘাট। সামনের বাতি (হেডলাইট) জ্বেলে চলছে যানবাহন। বেতারপাড়া, রংপুর-দিনাজপুর মহাসড়ক, ২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
জ্যোৎস্না রানী পাল দীর্ঘ ৩৫ বছর ধরে মৃৎশিল্পের কাজের সঙ্গে যুক্ত। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি মৃৎশিল্প কারখানায় কাজ করেন। প্রতিটি কলস বানানোর জন্য ২২ টাকা করে পান তিনি। বারপাড়া, কুমিল্লা, ২ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
৭ / ১৬
গাছের মগডালে বসে আছে এক প্যাঁচা। ডেমাজানী, শাজাহানপুর, বগুড়া, ২ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ১৬
রাজধানীর কুড়িল উড়াল সড়কের নিচে আজ রোববার ভোরে একটি গাড়ি উল্টে যায়। এতে চালকসহ এক আরোহী মারাত্মকভাবে আহত হন। কুড়িল, ঢাকা, ২ ফেব্রুয়ারিছবি: সুমন ইউসুফ
৯ / ১৬
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। টঙ্গী, ঢাকা, ২ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১০ / ১৬
কুয়াশামোড়া ভোরে এক ব্যক্তি রিকশায় শাকসবজি নিয়ে বাজারে যাচ্ছেন বিক্রির জন্য। বিরুলিয়া ব্রিজ, সাভার, ঢাকা, ২ ফেব্রুয়ারিছবি: সুমন ইউসুফ
১১ / ১৬
কর্মজীবনের শেষ দিন ব্যান্ড বাজিয়ে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় সংবর্ধনায় বাড়িতে পৌঁছে দেওয়া হয় বিদ্যালয়ের অফিস সহকারী নুরুল আবছারকে। জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়, মিরসরাই, চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারিছবি: ইকবাল হোসেন
১২ / ১৬
আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজের ভাড়া কেজিপ্রতি চার টাকা বাড়ানোর প্রতিবাদে রাজশাহী–নওগাঁ মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেন আলুচাষিরা। মোহনপুর, রাজশাহী, ২ ফেব্রুয়ারিছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৬
টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া সংরক্ষিত বনে কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা বনবিদ পরিষদের ব্যানারে কর্মবিরতি পালন করেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। শেখঘাট, সিলেট, ২ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১৪ / ১৬
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যানবাহনের গতি ঘণ্টায় ২০ কিলোমিটার হলেও বেপরোয়া গতিতে চলার এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকে গাড়িটি। ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২ ফেব্রুয়ারিছবি: শিমুল তরফদার
১৫ / ১৬
সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। গোয়ালচামট, ফরিদপুর, ২ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
১৬ / ১৬
দিন শেষে পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। পাটিকাবাড়ী, পাবনা, ২ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ