বাঁশ দিয়ে গৃহস্থালি পণ্য তৈরি করছেন সাধন চন্দ্র রায়। তৈরি করা পণ্য সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য। বেতগাড়ি হাট, গঙ্গাচড়া, রংপুর, ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
১১ / ২১
গ্রামে গ্রামে ঘুরে কাগজের তৈরি খেলনা বিক্রি করছেন এক ব্যক্তি। বুড়িরহাট, রংপুর, ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। নতুন নতুন এলাকা ডুবছে প্রতি রাতে। রিজার্ভ বাজার মহসিন এলাকা, রাঙামাটি, ২৭ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২১
গবাদিপশুকে খাওয়ানোর জন্য কচুরিপানা কাটছেন এক ব্যক্তি। আরাজি নিয়ামত এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
কাজীবাছা নদী থেকে বহমান শোলমারী নদীটি শুকিয়ে এখন নালায় পরিণত হয়েছে। ভাটায় শোলমারী নদীতে মাছ ধরতে ব্যস্ত স্থানীয় ব্যক্তিরা। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৭ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২১
বিলে মাছ ধরা শেষে বাজারে বিক্রি করতে যাচ্ছেন মৎস্যশিকারিরা। শুকানচকি, রংপুর, ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
আমন ধানের চারা রোপণ করছেন মানিক হাওলাদার ও তাঁর ছেলে। বর্ষার কারণে বীজতলায় থাকা চারা নষ্ট হয়ে যাওয়ার কারণে সময়মতো জমিতে চারা রোপণ করতে পারেননি। তাই এখন বর্ষা কমে যাওয়ায় কিছু ভালো থাকা ধান রোপণ করছেন। চরাইচা, বরিশাল, ২৭ আগস্টছবি: সাইয়ান
১৭ / ২১
সাইকেলে সেচযন্ত্র নিয়ে ধান খেতে সেচ দিতে যাচ্ছেন একজন কৃষক। পানাপুকুর,গঙ্গাচড়া, রংপুর, ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
গ্রামবাংলার সবুজ-শ্যামলা ধানখেত। সেখানে খাবারের খোঁজে ওড়াউড়ি করছে সাদা বক। চরপাড়া গ্রামের মাঠে, সোনাতলা, বগুড়া, ২৭ আগস্টছবি: সোয়েল রানা
১৯ / ২১
থেমে থেমে বৃষ্টি পড়ছে। ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষ। মল্লিকের মোড়, বটিয়াঘাটা, খুলনা, ২৭ আগস্টছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
বন্যার্তদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ত্রাণসামগ্রী প্রস্তুত করতে ব্যস্ত। রাতে এসব ত্রাণ কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও খুলনা অঞ্চলের বন্যার্তদের জন্য পাঠানো হবে। গ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৭ আগস্টছবি: সাইয়ান