একঝলক (১৮ নভেম্বর ২০২৩)

১ / ১৪
শীত আসছি আসছি করছে। এরই মধ্যে পরিযায়ী পাখিদের আগমন শুরু হয়েছে। এই সময় শীতপ্রধান দেশ থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে প্রতিবছর আমাদের দেশে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। মাজারদিয়ার, পদ্মার চর, রাজশাহী, ১৮ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১৪
গ্রামবাংলার চিরায়ত নবান্ন উৎসব উপলক্ষে দিনব্যাপী মেলা বসেছে উথলী গ্রামে। সেখানে মাটির তৈরি খেলনার পসরা সাজিয়ে বসেছে শিশুরা। উথলী, শিবগঞ্জ, বগুড়া, ১৮ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১৪
রাজশাহীতে শিশুদের মধ্যে নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তেমনই এক শিশুকে স্যালাইন দেওয়ার জন্য ক্যানুলা করতে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, ১৮ নভেম্বর
ছবি শহীদুল ইসলাম রাজশাহী
৪ / ১৪
দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে আমন ধান কাটার মৌসুম। বাজারে মানভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে। কৃষকের কাছ থেকে কেনা এসব ধান ওজন করে বস্তায় ভরছেন ব্যবসায়ীরা। বোদা বাজার, ধানহাটি, পঞ্চগড়, ১৮ নভেম্বর
ছবি: রাজিউর রহমান
৫ / ১৪
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুদিন টানা বৃষ্টি। ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে শুয়ে পড়েছে ধানের গাছগুলো। এভাবে পড়ে থাকলে ধান চিটা হওয়ার আশঙ্কা থাকে। তাই ধানের শিষ তোলার চেষ্টা করছেন এক কৃষক। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ১৮ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৪
নবান্ন উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের আগে অডিটরিয়ামের বাইরে কিছুটা প্রস্তুতি নিয়ে নিচ্ছে খুদে শিল্পীরা। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে, নারায়ণগঞ্জ, ১৮ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৪
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে। হেমন্তের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, বরিশাল, ১৮ নভেম্বর
ছবি: সাইয়ান
৮ / ১৪
ভরাট করা বালুর মাঠে ক্রিকেট খেলায় মগ্ন শিশুরা। ছয় ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৮ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৪
আড়ত থেকে পাইকারি দরে কলা কিনে খুচরা দরে বিক্রির জন্য ঠেলায় সাজিয়ে পথ চলেছেন তিনি। মজুমদারী, সিলেট, ১৮ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৪
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার সারা দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে ইটভাটায় নতুন তৈরি করা কয়েক লাখ ইট। নষ্ট হওয়া এসব ইট এক জায়গায় স্তূপ দিচ্ছেন এক শ্রমিক। সোয়াগাজী, কুমিল্লা, ১৮ নভেম্বর
ছবি: এম সাদেক
১১ / ১৪
হাওরের পানি কমেছে। উড়ালজাল দিয়ে হাওরের হাঁটুপানিতে নেমে মাছ শিকার করছে এক কিশোর। উফতার হাওর, সিলেট, ১৮ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৪
গাছে গাছে খাবারের খোঁজে ঘুরছে একটি কাঠবিড়ালি। বয়রা, খুলনা, ১৮ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৪
কলাগাছের চারার ফাঁকে আলু রোপণের জন্য জমি চাষ করছেন চাষি। নয়াপুকুর, রংপুর, ১৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৪
সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে বাবুবাজার ব্রিজসংলগ্ন সড়কটি। এতে নিয়মিতই ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। বাবুবাজার, ঢাকা, ১৮ নভেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ