একঝলক (২৫ মার্চ ২০২৪)

১ / ১৮
মাছের আড়ত থেকে মাছ কিনে এসব টুকরিতে নিয়ে বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রি করবেন। কাজীরবাজার মাছের আড়ত, সিলেট, ২৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২ / ১৮
আড়ত থেকে মৌসুমি ফল তরমুজ ও বাঙ্গি কিনে খুচরা বিক্রির জন্য নিয়ে এসেছেন তাঁরা। ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। খোজারখলা এলাকা, সিলেট, ২৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
দোল উৎসবে আবির খেলায় মেতেছেন তরুণীরা। চেলোপাড়া নব বৃন্দাবন হরিবাসর মন্দির এলাকা, বগুড়া, ২৫ মার্চ
ছবি: সোয়েল রানা
৪ / ১৮
গাছের ডালে দুর্লভ দাগিগলা কাঠঠোকরা। পুলেরঘাট এলাকা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ২৫ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১৮
আখখেতে আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত পাহাড়ি এক তরুণ, মনি চাকমা। রং বিলাস জাতের আখের ফলন বেশ ভালো হয় পাহাড়ি এলাকায়। তাই এ জাতের আখের চাষ করেন চাষিরা। নারাইছড়ি গ্রাম, রাঙামাটি, ২৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চাঁদাবাজি। ট্রাক থামিয়ে চাঁদা আদায় করতে দেখা যায়। জেনারেল হাসপাতাল বাজার এলাকা, মেহেরপুর, ২৫ মার্চ
ছবি: আবু সাঈদ
৭ / ১৮
সনাতন ধর্মাবলম্বীদের দোলপূর্ণিমায় রং খেলায় মেতে উঠেছেন বিভিন্ন বয়সের নারীরা। ঈশ্বর পাঠশালা, কুমিল্লা, ২৫ মার্চ
ছবি: এম সাদেক
৮ / ১৮
বসন্তের দোলপূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা উদ্‌যাপন করেন হোলি উৎসব। উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। মির্জাজাঙ্গাল এলাকার নিম্বার্ক আশ্রম প্রাঙ্গণ, সিলেট, ২৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
চৈত্রের খরতাপের মধ্যে মাথায় ছাতা দিয়ে বসে আছেন এক রিকশা মেরামতকারী। পুলিশলাইনস এলাকা, সিলেট, ২৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
কৃষক খেত থেকে মসুর ডাল তুলে এনে মাড়াই করেছেন। এখন বাড়ির সামনে সড়কের ওপর গাছের ছায়ায় বসে চালনি দিয়ে ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন গৃহবধূ রোকেয়ার বেগম। রঘুনন্দনপুর এলাকা, অম্বিকাপুর , ফরিদপুর, ২৫ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৮
বাড়ির পাশেই উঠানে ভুট্টা তুলে নিয়ে এসে স্তূপ করছেন কৃষক মোতাহার হোসেন। তিনি এবার প্রায় পাঁচ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। ফলনও হয়েছে বেশ। পেঁচিবাড়ি এলাকা, ধনুট, বগুড়া, ২৫ মার্চ
ছবি: সোয়েল রানা
১২ / ১৮
পথের ধারে বসে বাঁশের তেমাল দিয়ে টোপা তৈরি করছেন আজহার আলী। টোপা স্থানীয় হাটে নিয়ে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করবেন তিনি। মাঠপাড়াগ্রাম, ধুনট, বগুড়া, ২৫ মার্চ
ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
৪৫ শতক জমিতে মাঘ মাসের তৃতীয় সপ্তাহে করলার আবাদ করেছেন কৃষক বিল্লাল হোসেন শিকদার। সাথি ফসল হিসেবে একই জমিতে শসার আবাদও করেছেন। খরচ হয়েছে এক লাখ টাকা। চৈত্র মাসের শেষ দিকে খেত থেকে করলা সংগ্রহ করতে পারবেন। করলাখেত পরিচর্যা করছেন কৃষক। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ২৫ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ১৮
পাখির হাত থেকে ফসল বাঁচাতে ধানের খেতে রাখা হয়েছে বিশেষ কাকতাড়ুয়া। যার হাতে রয়েছে টিন ও দড়িতে বাঁধা ইট। দূর থেকে দড়ি টেনে শব্দ করা হয় আর পাখি বসে না খেতে। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
খাগড়াছড়ি থেকে ট্রাকে খুলনায় এসেছে ঝাড়ু ফুল গাছ। প্রতি মন ঝাড়ু ফুল গাছের দাম ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে কেনা হয়। শুকনা ঝাড়ু ফুল গাছ দিয়ে কারখানায় তৈরি হবে ফুল ঝাড়ু। চক্রাখালি, বটিয়াঘাটা, খুলনা, ২৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৮
পুকুর থেকে ছোট মাছ ধরে বিদ্যুতের তারে বসছে ভুবন চিল। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২৫ মার্চ
ছবি: সাদিক মৃধা
১৭ / ১৮
বাজারে বিক্রির জন্য খেত থেকে পুঁইশাক সংগ্রহ করছেন কৃষক শামসুল হক ভূঁইয়া। ভালো ফলনে কৃষক শামসুল হক ভূঁইয়ার মুখে হাসি। বর্তমানে প্রতি কেজি পুঁইশাকের পাইকারি দাম ১০ থেকে ১৫ টাকা। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২৫ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ১৮
দীর্ঘদিন ধরে সিলেট নগরের চৌহাট্টা-আম্বরখানা সড়কের দরগাগেট এলাকায় সড়ক খুঁড়ে ড্রেনেজ নির্মাণের কাজও চলছে। একযোগে নগরের কয়েকটি সড়কে উন্নয়নকাজ চলায় নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কে নির্মাণসামগ্রী পড়ে থাকায় সংকুচিত সড়কে সারাক্ষণ লেগে থাকে যানজট। আম্বরখানা সড়ক, সিলেট, ২৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ