ঝেড়ে কলাই ডালের ময়লা পরিষ্কার করছেন গ্রামের এক নারী। পাইকাররা এসে প্রতি মণ ডাল দুই হাজার টাকা দরে কিনে নিয়ে যান। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৭ এপ্রিলছবি: সাইয়ান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা মানববন্ধন করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৭ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৭ / ২২
ধান মাড়াইয়ের পর খড়কুটো ঝাড়ছেন এক পাহাড়ি নারী। হেডম্যানপাড়া, কুতুকছড়ি, রাঙামাটি, ১৭ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২২
সফেদা ফল। ফলটি খেতে যেমন ভালো, পুষ্টিতেও ভরপুর বলে জানান পুষ্টিবিদেরা। ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী সাইফুল ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন ফলটি। কান্দিরপাড়, কুমিল্লা, ১৭ এপ্রিলছবি: আবদুর রহমান
গবাদি পশুর খাবার ধানের খড় শহরে বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। গোয়ালচামট, ফরিদপুর, ১৭ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১১ / ২২
সুরমা নদীর ওপর নির্মিত শাহজালাল সেতুর পাশের ফুটপাতের ঢাকনার অংশ ভেঙে গেছে। ভাঙা স্থান দিয়ে হাঁটতে গিয়ে বিপাকে পড়েন লোকজন। এতে দুর্ঘটনা ঘটে। শাহজালাল সেতু, সিলেট, ১৭ এপ্রিলছবি: আনিস মাহমুদ
বিক্রির জন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে মাটির হাঁড়ি। টেংরা এলাকা, বগুড়া সদর, ১৭ এপ্রিলছবি: সোয়েল রানা
১৮ / ২২
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। তাঁকে অক্ষত ফিরে পাওয়ার দাবিতে সিলেট জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৭ এপ্রিলছবি: আনিস মাহমুদ
দেশের অনেক অঞ্চলের মতো রংপুরে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই ছাতা কিনতে দোকানে ভিড় বেড়েছে। প্রতিটি ছাতা প্রকারভেদে ১০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তালতলা বাজার, রংপুর, ১৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২১ / ২২
বৃষ্টিতে ভিজে স্বল্প আয়ের মানুষ ওএমএসের চাল ও আটা কিনছেন। আদর্শপাড়া, রংপুর, ১৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম