একঝলক ( ১২ মে ২০২৪)

১ / ১৫
গাছের মগডালের বটফল খাচ্ছে হরিয়াল। ধর্মগাছা, গাবতলী, বগুড়া, ১২ মে
ছবি: সোয়েল রানা
২ / ১৫
ধানখেতে মুনিয়া পাখি। সতর্ক দৃষ্টিতে খাবারের সন্ধান করছে। রায়েরমহল, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৫
গাছে বসে পাকা পাকুড় খাচ্ছে কাঠশালিক। বেড়াইদেরচালা, শ্রীপুর,গাজীপুর, ১২ মে
ছবি: সাদিক মৃধা
৪ / ১৫
সাইকেলে করে ফলদ গাছের চারা বিক্রি করতে বের হয়েছেন এই মৌসুমি ব্যবসায়ী। বিভিন্ন জাতের আম ও পেয়ারার চারা বিক্রি করছেন ১০০ থেকে ১৫০ টাকায়। বুড়িরহাট সড়ক, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৫
খেত থেকে ভুট্টা তুলে সড়কে শুকানোর কাজে ব্যস্ত কিষানিরা। বত্তরবিল এলাকা, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৫
সকালে কাজের সন্ধানে জড়ো হয়েছেন মাটিকাটা শ্রমিকেরা। আলীপুর এলাকা, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৫
মা দিবসে মাকে শুভেচ্ছা জানাতে কলেজ শেষে দোকান থেকে ফুল কিনছে শিক্ষার্থীরা। জিলা স্কুল এলাকা, কুমিল্লা, ১২ মে
ছবি: এম সাদেক
৮ / ১৫
মৌসুমি ফল তালের শাঁসের বেশ চাহিদা রয়েছে। প্রতিটি শাঁস বিক্রি হচ্ছে ১০ টাকায়। নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৫
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে শোভাযাত্রা। চর কমলাপুর এলাকা, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৫
ধান সেদ্ধ করছেন কৃষক আমির হোসেন। ছান্দ্রা, দাউদকান্দি, কুমিল্লা, ১২ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ১৫
গ্রামীণ পাকা সড়ক ধরে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। কাপুরা এলাকা, গেরদা, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৫
বোরো ধান কেটে উঠানে রেখেছেন কৃষক। চুপিচুপি সেখান থেকে ধান খাচ্ছে দুটি কাঠবিড়ালি। বিল মামুদপুর এলাকা, গেরদা, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৫
দুপুরে স্কুল ছুটির সময় শুরু হয় বৃষ্টি। ছাতা মাথায় দিয়ে রিকশায় করে বাড়ি ফিরছে এক শিক্ষার্থী। গোয়ালখালী, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৫
পাবনার সবচেয়ে বড় ডিমের আড়তে পাইকারিতে ১০০টি ডিম বিক্রি হয় ১ হাজার ৬০ থেকে ১ হাজার ১০০ টাকায়। এসব ডিম বিক্রির জন্য চলে যাবে জেলার বাইরে। ডিমের আড়ত, টেবুনিয়া, পাবনা, ১২ মে
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৫
ধান কেটে মাড়াইয়ের জন্য গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের ওপর রাখা হয়েছে। মৈজদ্দিন মণ্ডলপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ মে
ছবি: এম রাশেদুল হক