উচ্চফলনশীল জাতের ঘাসের আবাদ বেশ লাভজনক। একবার ঘাস কেটে বিক্রির পর গাছের গোড়া থেকে আবার গজাবে ঘাস। তাই পরিচর্যায় ব্যস্ত এই কিষানি। জমিদারপাড়া, রংপুর, ১২ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
শীতের সকালে পুকুর থেকে পানি নিয়ে বোরো ধানের বীজতলায় সেচ দিচ্ছেন কৃষক। জগদীশপুর, রংপুর, ১২ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
শীতকালে গ্রামাঞ্চলে পিঠা তৈরির ধুম পড়ে। এ সময় চাহিদা বেড়ে যায় পিঠা তৈরির ছাঁচের। পালপাড়ায় মাটির ছাঁচ তৈরি শেষে রোদে শুকাচ্ছেন গৃহবধূ কামনা রানী পাল। এসব ছাঁচ পাইকারি ৬০ টাকা ধরে বিক্রি করবেন তিনি। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুরছবি: আলীমুজ্জামান
১২ / ১৬
গরু নিয়ে মাঠে যাচ্ছেন এক প্রবীণ। দলদলি চা-বাগান, সিলেট, ১২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৩ / ১৬
শীত মৌসুমে চা-বাগানে পাতা তোলা কমে যায়। এ সময় চা–গাছের মাথা ছাঁটাই করার কাজে ব্যস্ত থাকেন শ্রমিকেরা। মালনীছড়া, সিলেট, ১২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
রাজধানীতে চলছে তীব্র গ্যাস–সংকট। বাসাবাড়ির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও থাকছে না গ্যাস। বেশির ভাগ সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নেই এই নোটিশ দেখা যায়। তেজগাঁও সাতরাস্তা, ঢাকা, ১২ জানুয়ারিছবি: সাজিদ হোসেন
১৬ / ১৬
নিজেরা খাওয়ার জন্য মুলা তুলে বাড়ি ফিরছেন এই কৃষক। ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ১২ জানুয়ারিছবি: হাসান মাহমুদ