একঝলক (৫ মে ২০২৪)

১ / ২৪
আড়তে হাঁকডাক করে বিক্রি হচ্ছে লিচু। স্টেশন সড়ক, বগুড়া, ৫ মে
ছবি: সোয়েল রানা
২ / ২৪
বোরো ধান কাটতে ব্যস্ত একদল কৃষক। রামচন্দ্রপুর সাতবিল মাঠ, শাজাহানপুর, বগুড়া, ৫ মে
ছবি: সোয়েল রানা
৩ / ২৪
গাছের ডালে বসে আছে একটি কোকিল। কালশিমাটি এলাকা, বগুড়া, ৫ মে
ছবি: সোয়েল রানা
৪ / ২৪
তীব্র গরমের কারণে কয়েক দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। রিকশায় চেপে বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। সাতমাথা, বগুড়া, ৫ মে
ছবি: সোয়েল রানা
৫ / ২৪
বিশেষভাবে ছাউনি দিয়ে ঘর তৈরি করে সংরক্ষণ করা হয়েছে আলু। হোসেন নগর, রংপুর, ৫ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২৪
বুড়িগঙ্গার তীরে ডকইয়ার্ডে বাল্কহেড নির্মাণে ব্যস্ত কারিগরেরা। ফতুল্লা লঞ্চঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ৫ মে
ছবি: দিনার মাহমুদ
৭ / ২৪
ওএমএসের চাল কিনতে ভোর থেকে অপেক্ষায় কামিনী বর্মণ। গরমে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। মাহিগঞ্জ, রংপুর, ৫ মে
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৪
গরমে বেড়েছে ডাবের চাহিদা। যশোর থেকে বিক্রির জন্য আনা হয়েছে ডাব। একেকটি ডাব আকারভেদে ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সিটি বাজার, রংপুর, ৫ মে
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৪
বিক্রির জন্য বাঙ্গি সাজিয়ে রাখছে এক কিশোর। ওমরাকান্দা, মেঘনা, কুমিল্লা, ৫ মে
ছবি: আবদুর রহমান
১০ / ২৪
বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। এ সময় তৃষ্ণা মেটাতে পানি পান করছে এক শিক্ষার্থী। জিলা স্কুলের মোড়, খুলনা, ৫ মে
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৪
ইন্টারনেটের পুড়ে যাওয়া তার মেরামত করছেন দুই ব্যক্তি। শিববাড়ি মোড়, খুলনা, ৫ মে
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৪
প্রখর রোদে তপ্ত সড়কে তাপ কমাতে পানি দেওয়া হচ্ছে। জোড়া গেট এলাকা, খুলনা শহর, ৫ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২৪
খাবারের সন্ধানে ভুবন চিল। ভাটি লক্ষ্মীপুর এলাকা, ফরিদপুর ৫ মে
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২৪
একসময় বাড়ি বাড়ি মেজবান খাওয়ানোর প্রচলন ছিল। মেজবানে সবচেয়ে আকর্ষণীয় খাবার গরুর মাংস। রান্না শেষে মেহমানদের জন্য মাংস রাখা হতো মাটির পাতিলে। এখন আর আগের মতো মেজবান খাওয়ানোর প্রচলন নেই বললেই চলে। এতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির পাতিল। পাতিল তৈরি শেষে স্তূপ করে রাখছেন এক কারিগর। ভারাপাড়া গ্রাম, কুমিল্লা, ৫ মে
ছবি: এম সাদেক
১৫ / ২৪
ধান কাটার মৌসুমে চাহিদা বেড়ে গেছে বাঁশের তৈরি ভারের। প্রতিটি ভার আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ২০০ টাকায়। বিজয়পুর এলাকা, কুমিল্লা, ৫ মে
ছবি: এম সাদেক
১৬ / ২৪
কুমার নদে চায়না দুয়ারি থেকে মাছ সংগ্রহ করছেন পাড়ের এক বাসিন্দা। মদনখালী এলাকা, ডিক্রীচর, ফরিদপুর, ৫ মে
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৪
বিক্রির জন্য সড়কের পাশে মুরগি ও কবুতরের খোপ সাজিয়ে রেখেছেন বিক্রেতা আবু বক্কর ফকির। আকারভেদে প্রতিটি খোপ ১০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি করছেন তিনি। আদমপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৫ মে
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২৪
সকালে ঝাঁকা কোদাল হাতে কাজের সন্ধানে শহরে যাচ্ছেন মাটিকাটার তিন শ্রমিক। আদমপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৫ মে
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৪
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রোববার বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা টার্মিনালে এসে বাস না পেয়ে ভোগান্তিতে পড়েন। অনেকে আবার ব্যাটারিচালিত যান, ভ্যানে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। নথুল্লাবাদ এলাকা, বরিশাল নগর, ৫ মে
ছবি: সাইয়ান
২০ / ২৪
শিকারের অপেক্ষায় বসে আছে মাছরাঙা। ভাটি লক্ষ্মীপুর এলাকা, ফরিদপুর, ৫ মে
ছবি: আলীমুজ্জামান
২১ / ২৪
সড়ক দখল করে শাকসবজি বিক্রেতারা প্রতিদিন পণ্য বিক্রি করেন বনরূপা দেওয়ান পাড়া এলাকায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকাবাসীর পথ চলতে সমস্যা হয়। দেওয়ান পাড়া, রাঙামাটি, ৫ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২২ / ২৪
বিক্রির জন্য বাগান থেকে কলার কাঁদি নিয়ে আসছেন দুই কৃষক। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ৫ মে
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৪
খেত থেকে ভুট্টা তুলে এনে বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন এক কৃষক দম্পতি। বাজারে প্রতি মণ ভুট্টা ১২০০ থেকে ১৪০০ টাকা বিক্রি হচ্ছে। চর নসিপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৫ মে
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৪
রোদ থেকে বাঁচতে অনেকেই রাস্তার পাশের দোকান থেকে টুপি (ক্যাপ) কিনছে। এগুলো ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। ডাকবাংলো এলাকা, খুলনা, ৫ মে,
ছবি: সাদ্দাম হোসেন