পাবনায় গরমে কাজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠা দুই শ্রমিক গাছের ছায়ায় বসেছেন বিশ্রাম নিতে। বালিয়াহালট, পাবনা, ১৬ মেছবি: হাসান মাহমুদ
৭ / ২১
বিক্রির জন্য কাঁচকলা নিয়ে বের হয়েছেন এক ব্যক্তি। কলেজ সড়ক, রংপুর, ১৬ মেছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
প্রখর রোদে ঝুলন্ত মাচার ওপর ঝুঁকি নিয়ে নতুন পদচারী–সেতু রং করার কাজ করছেন শ্রমিকেরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকা, খুলনা, ১৬ মেছবি: সাদ্দাম হোসেন
৯ / ২১
অসহনীয় গরমে ঘেমে গেছেন রিকশাচালক। তিনি গামছা দিয়ে ঘাম মুছে নিচ্ছেন। রোদ থেকে বাঁচতে মাথায় দিয়েছেন ছোট ছাতা। বন্দরবাজার, সিলেট, ১৬ মেছবি: আনিস মাহমুদ
১০ / ২১
বৃষ্টিতে কয়েক দিন স্বস্তিতে থাকলেও আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। অস্বস্তিকর গরমে নাকাল জনজীবন। গন্তব্যের পথে রোদ থেকে শিশুকে বাঁচাতে কাপড় দিয়ে মাথা ঢেকেছেন বাবা। জিরো পয়েন্ট, খুলনা, ১৬ মেছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
মহাসড়কের পাশে গাছের নিচের ছায়ায় গাড়ি দাঁড় করিয়ে খাবার খাচ্ছেন চালক। ধর্মদাস এলাকা, রংপুর, ১৬ মেছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
সকাল সকাল বাড়ির পাশে তাফালে ধান সেদ্ধ করছেন এক গৃহবধূ। পরে এই ধান শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে চাল করে আনা হবে। মদনখালী এলাকা, ডিক্রীর চর, ফরিদপুর, ১৬ই মেছবি: আলীমুজ্জামান
১৩ / ২১
বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লন কার্পেট ঘাস। এই ঘাসের জমিতে পানি দিচ্ছেন এক ব্যক্তি। লক্ষ্মীপুর এলাকা, চাঁদপুর, ১৬ মেছবি: এম সাদেক
১৪ / ২১
মোটরসাইকেলে দুজনের বেশি ওঠা নিষেধ। তার ওপর আবার আরোহীদের কারও মাথায় নেই হেলমেট। তাই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোটরসাইকেলটি আটকানোর চেষ্টা করছে পুলিশ। ব্রাহ্মণ কান্দা এলাকা, ফরিদপুর, ১৬ মেছবি: আলীমুজ্জামান
১৫ / ২১
প্রচণ্ড গরম ও রোদের মধ্যে ওএমএসের পণ্য নিতে এসেছেন লোকজন। একপর্যায়ে কয়েকজন প্রাচীরের ছায়ার আড়ালে বসে অপেক্ষা করছেন। মাহিগঞ্জ এলাকা, রংপুর, ১৬ মেছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
ট্রাকবোঝাই বস্তার ওপরে বসে ঝুঁকি নিয়ে যাচ্ছেন কয়েকজন। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। ছিলিমপুর এলাকা, বগুড়া, ১৬ মেছবি: সোয়েল রানা
১৭ / ২১
গাছ থেকে জামরুল সংগ্রহ করছে এক কিশোরী। কুতুক ছড়ি নীচ পাড়া, রাঙামাটি, ১৬ মেছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২১
সরকারি নির্দেশনা অনুযায়ী রাজধানীর সড়কে সব ধরনের ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করেই চলছে অটোরিকশা। মগবাজারের ওয়্যারলেস এলাকা, ঢাকা, ১৬ মেছবি : তানভীর আহাম্মেদ
১৯ / ২১
হাটে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বাঁশের তৈরি মই। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ১৬ মে।ছবি: সোয়েল রানা
২০ / ২১
কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে চর জেগে উঠেছে। পানি শুকিয়ে যাওয়ায় নৌকা চলাচলও সীমিত হয়ে এসেছে। ডিয়ার পার্ক এলাকা, রাঙামাটি, ১৬ মেছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২১
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে নানা ধরনের প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে শহরের প্রধান সড়ক। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৬ মে।ছবি: হাসান মাহমুদ