একঝলক (২০ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ১৭
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি সামনে রেখে শহীদ মিনারে নতুন করে রং করছেন শিক্ষক নয়ন সরকার। মোকামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২০ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
২ / ১৭
বোরো ধানের খেতে সার দিচ্ছেন কৃষক মো. হানিফ। জেলখানাবাড়ি এলাকা, কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ১৭
কৃষক ইদ্রিস মিয়া নিজের ২৮ শতাংশ জমিতে শর্ষের চাষ করেছিলেন। খেত থেকে তোলার পর যন্ত্রের সাহায্যে শর্ষের দানা আলাদা করছেন তিনি। দক্ষিণ বিজয়পুর এলাকা, কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৪ / ১৭
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে শ্রদ্ধাঞ্জলির ফুলের ডালা তৈরি করা হচ্ছে। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া, ২০ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ১৭
মধ্যম বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই। তাই একুশে ফেব্রুয়ারি সামনে রেখে শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার বানাচ্ছে। মধ্যম বিজয়পুর, কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৬ / ১৭
ঢ্যাঁড়সখেতে নিড়ানি দিচ্ছেন কৃষক। উলিপুর গ্রাম, বগুড়া, ২০ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৭ / ১৭
গাছের মগডাল থেকে উড়ে যাচ্ছে একঝাঁক বক। তেলিহারা গ্রাম, বগুড়া, ২০ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৮ / ১৭
বিক্রির জন্য বাগান থেকে তোলা হচ্ছে উচ্চফলনশীল জাতের বরই। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৭
পেঁয়াজখেতের পরিচর্যায় ব্যস্ত এক ব্যক্তি। পারঘাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২০ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
গ্রামের খেত থেকে ব্রকলি তুলে বিক্রির জন্য শহরে এসেছেন কৃষক সিরাজুল ইসলাম। প্রতিটি বিক্রি করছেন ১৫ টাকা করে। শাপলা চত্বর এলাকা, রংপুর, ২০ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
টিসিবির চাল বিক্রির জন্য পাঁচ কেজি করে প্যাকেট বানানো হচ্ছে। স্টেশন সড়ক, রংপুর, ২০ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৭
পলাশ ফুলে বসেছে মৌটুসি পাখি। শহীদ হাদীস পার্ক, খুলনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৭
অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার সাজিয়ে তোলার কাজ চলছে। শহীদ হাদীস পার্ক, খুলনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৭
কৃষকের ঘরে উঠছে রসুন। কুমার নদের পাড়ে রোদে শুকাতে দিয়ে সেখান থেকে বাজারে পাঠানোর মতো রসুন বাছাই করে নিচ্ছেন গৃহবধূ লায়লা বেগম। বাজারে প্রতি মণ রসুন ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বরান বিশ্বাসের ডাঙ্গী এলাকা, ফরিদপুর ২০ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
আজ শাহপরীর দ্বীপ এলাকায় শোনা যায়নি কোনো ধরনের গোলাগুলির শব্দ। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদল পুলিশ স্থানীয় লোকজনকে নিজেদের ভিজিটিং কার্ড দিয়ে বলে দেয়, যেন কোনো রোহিঙ্গা এলে তাদের জানানো হয়। শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায়, ২০ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
১৬ / ১৭
বাবা জাহিদুল কাইয়ুম ও মা জাকিয়া জাহিদের সঙ্গে ভাষাশহীদের ছবি দেখছেন সারাফ জাহিদ। আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে, ২০ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম
১৭ / ১৭
জীবিকার তাগিদে বইমেলায় ফুল, বেলুন বিক্রি করে রুপালি ও ইজাজুল। কাজের ফাঁকে একটু অবসর পেলেই স্টলে স্টলে ঘুরে বইয়ের পাতায় ডুব দেয় তারা। বিকেলে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের শিশু চত্বরের। ঢাকা, ২০ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার