একঝলক (৬ নভেম্বর ২০২৩)

১ / ৯
পাকুড় ফল খেতে ডালে বসেছে বুলবুলি ও হলদে বউ পাখি। তৈমিদুং গ্রাম, রাঙামাটি, ৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৯
বাঁশ–বেতের ঝুড়ি তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি এক কারিগর। আউশ ধান ঘরে তোলার মৌসুমে এ পণ্যের চাহিদা বাড়ছে। আকার, মানভেদে প্রতিটি ঝুড়ি ৩৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি করেন তিনি। কাটাছড়ি, রাঙামাটি, ৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৯
যন্ত্রের সাহায্যে বাড়ির উঠানে আমন ধান মাড়াই করছেন কৃষক পরেশ চন্দ্র বিশ্বাস ও তাঁর স্ত্রী সবিতা রানী বিশ্বাস। পাচ্চর, কৃষ্ণনগর, ফরিদপুর, ৫ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ৯
সুরমা নদীর পানিতে থালা–বাসন পরিষ্কার করছে এক শিশু। কাজীরবাজার, সিলেট, ৬ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ৯
মধুপুর থেকে খুলনার ফলের আড়তে এসেছে আনারস। আকার অনুযায়ী প্রতিটি আনারস ৪০ থেকে ৬০ টাকায় আড়ত থেকে কিনে ভ্যানে তুলছেন বিক্রেতা। কদমতলা, খুলনা, ৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৯
অবরোধে কর্মচাঞ্চল্য কমেছে খুলনার বড়বাজারে। ক্রেতাশূন্য অলস সময় পার করছেন শ্রমিকেরা। বড়বাজার, খুলনা, ৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
ভ্যানে করে মটরশুঁটি বিক্রি করছেন এক বিক্রেতা । প্রতি কেজি মটরশুঁটি ১০০ টাকায় বিক্রি করছেন তিনি। কলোনী, বগুড়া, ৬ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ৯
বিক্রির জন্য উজিরপুরের সাতলা বিল থেকে শাপলা এনেছেন এই ব্যক্তি। প্রতি মুঠো শাপলা ৩০ টাকা দরে বিক্রি করবেন তিনি। সারসি বাজার, কাশিপুর, বরিশাল, ৬ নভেম্বর
ছবি: সাইয়ান
৯ / ৯
শিল্পী রফিকুন নবীর আনুপূর্বিক শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষ, জাতীয় জাদুঘর, ঢাকা, ৬ নভেম্বর
ছবি: আশরাফুল আলম