একঝলক (১৫ সেপ্টেম্বর ২০২২)

১ / ৯
সিলেট নগরের বিভিন্ন এলাকায় ৩০ টাকা কেজিতে খোলাবাজারে ওএমএসের চাল বিক্রি হচ্ছে। সেই চাল কিনতে আসা মানুষ ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়েছেন। সুরমা পয়েন্ট, সিলেট, ১৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ৯
১৫ দিন পর শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। রাজেশ্বরী কালীবাড়ি, কুমিল্লা, ১৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৩ / ৯
বড় ফেনী নদীতে ইলিশের পাশাপাশি জেলেদের জালে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছও ধরা পড়েছে। বিক্রির জন্য আড়তের সামনে সড়কে ঝুড়িতে সাজিয়ে রেখেছেন মৎস্যজীবীরা। চর খোন্দকার, সোনাগাজী, ফেনী, ১৫ সেপ্টেম্বর
ছবি: আমজাদ হোসাইন
৪ / ৯
বৃষ্টির দিনে অন্যতম অনুষঙ্গ ছাতার চাহিদা বেড়ে যায়। বাড়িতে ছেঁড়া ও ভাঙা ছাতা মেরামত করতে গ্রামে গ্রামে ঘুরছেন এক ব্যক্তি। এ উপার্জনেই চলে তাঁর সংসার। দিঘি, মানিকগঞ্জ, ১৫ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন
৫ / ৯
সরকারিভাবে খোলাবাজারে ন্যায্যমূল্যের (ওএমএস) চাল কেনার জন্য প্রখর রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়েছেন নারীরা। লারমা স্কয়ার, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৬ / ৯
দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এ সময় যানজটে আটকে পড়ে এসএসসি পরীক্ষার্থীদের কেউ হেঁটে আবার কেউ দৌড়ে গন্তব্যে ছোটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ৯
সিলেটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। ভাদ্রের শেষ দিনের বৃষ্টি বাড়িয়ে দেয় ভোগান্তি। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় পথ চলেছে দুই শিক্ষার্থী। বারুতখানা,সিলেট, ১৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ৯
সকালেই অঝোরে বৃষ্টি নামে বগুড়ায়। ঝুম বৃষ্টিতে বের হয়ে অনেকেই বিপাকে পড়েন। সাতমাথা এলাকা, বগুড়া, ১৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ৯
বিমানবন্দর সড়কে র‌্যাডিসন হোটেলের সামনে কালশী-বনানী উড়ালসড়কে ওঠার মুখে হাঁটুপানি, গাড়ি চলাচলে ভোগান্তিতে যাত্রী ও চালকেরা। ঢাকা
ছবি: খালেদ সরকার