একঝলক (২৪ মার্চ, ২০২৩)

১ / ১৭
পবিত্র রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ দোকান থেকে সুলভে দুধ, ডিম ও মাংস কিনছেন ক্রেতারা। খামারবাড়ি, ঢাকা, ২৪ মার্চ
ছবি: আশরাফুল আলম
২ / ১৭
টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। আজিমপুর, ঢাকা, ২৩ মার্চ
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৭
পবিত্র রমজান উপলক্ষে বাজারে ভিড়। কারওয়ান বাজার, ঢাকা, ২৩ মার্চ
ছবি: জাহিদুল করিম
৪ / ১৭
দেশের বিভিন্ন এলাকা থেকে নদীপথে ঢাকায় আসছে তরমুজ। বাদামতলী, ঢাকা, ২৩ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১৭
পয়োনিষ্কাশন পাইপ বসানোর জন্য রাজধানীর পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়ক কাটা হয়েছে। এতে সড়কটিতে চলাচলকারী লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা, ২৩ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৭
সড়ক দখল করে বসেছে ভ্রাম্যমাণ দোকান। এতে সংকুচিত হয়ে এসেছে যানবাহন চলাচলের জায়গা। যাত্রাবাড়ী, ঢাকা, ২৩ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১৭
তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজার এলাকার পলিটেকনিক্যাল মাঠ বেহাল। মাঠে ফেলে রাখা হয়েছে পুলিশের জব্দ করা গাড়ি ও রিকশা। আবার ময়লা-আবর্জনা দিয়েও ভাগাড় বানিয়ে রাখা হয়েছে জায়গাটি। তেজগাঁও, ঢাকা, ২৩ মার্চ
ছবি: সাজিদ হোসেন
৮ / ১৭
দুপুরের গরমে প্রশান্তি পেতে পদ্মা নদীতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। সাঁড়াঘাট, ঈশ্বরদী, পাবনা, ২৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৭
বেল বিক্রিতে ব্যস্ত বিক্রেতা। আকারভেদে এক জোড়া বেল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। লামাবাজার, সিলেট, ২৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৭
নর্দমায় ভাসছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধ চড়াচ্ছে চারপাশে। শাহজালাল, সিলেট, ২৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৭
চরে গম মাড়াই করছেন নারীরা। জয়দেব, গঙ্গাচড়া, রংপুর, ২৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৭
বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দুধ বিক্রি করতে এসেছেন খামারিরা। প্রতি লিটার দুধ ৪৫ থেকে ৫২ টাকায় বিক্রি করেন তাঁরা। ভাঙ্গুড়া, পাবনা, ২৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৭
সূর্যমুখী ফুলে মধু আহরণ করছে এক ভ্রমর। দক্ষিণ মিলনপুর, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
১৪ / ১৭
চৈত্র মাসজুড়ে নানা জায়গায় বসে গ্রামীণ মেলা। এসব মেলায় বিক্রির আশায় মাটির তৈরি বিভিন্ন জিনিস তৈরিতে ব্যস্ততা এক কারিগরের। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: সাজেদুল আলম
১৫ / ১৭
খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে এক বানর। এইচ এম সেন রোড, বন্দর, নারায়ণগঞ্জ, ২৪ মার্চ
ছবি: দিনার মাহমুদ
১৬ / ১৭
খেত থেকে ভুট্টা তোলার পর রোদে শুকাচ্ছেন এক নারী। গোলাবাড়ি, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২৪ মার্চ
ছবি: এম সাদক
১৭ / ১৭
রোজার প্রথম দিনে সিলেট নগরের ইফতারির বাজার জমজমাট। ইফতারি সাজাতে ব্যস্ত এক দোকানি। জিন্দাবাজার, সিলেট, ২৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ