একঝলক (১৩ মার্চ ২০২৪)

১ / ১৮
নিজের জমিতে শখের বসে এনামুল হক গড়েছেন শস্যচিত্র। এর আগে একই জমিতে ২০২২ সালে ‘মা’ ও ২০২৩ সালে জাতীয় পতাকার আদলে শস্যচিত্র গড়েছিলেন তিনি। বেকাশাহরা, শ্রীপুর, গাজীপুর, ১৩ মার্চ
ছবি: সাদিক মৃধা
২ / ১৮
গরমের মৌসুম এলেই পাটির কদর বাড়তে শুরু করে। তাই প্লাস্টিকের তৈরি এসব পাটি নিয়ে গ্রামের পথে বিক্রি করতে ঘুরছেন এই ফেরিওয়ালা। প্রতিটি পাটি আকারভেদে বিক্রি করছেন ২০০ থেকে ৬০০ টাকায়। রামজীবন এলাকা, রংপুর, ১৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
প্রায় এক বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন কৃষক মোহাম্মদ আলী শেখ। খেত থেকে তোলা ভুট্টা রোদে শুকিয়ে নিচ্ছেন। মহিষাবান গ্রাম, গাবতলী, বগুড়া, ১৩ মার্চ
ছবি: সোয়েল রানা
৪ / ১৮
পরিপক্ব হওয়ার আগেই দাম ভালো পাওয়ার জন্য পেঁয়াজ তুলে বিক্রি করছে অনেক কৃষক। বিক্রির জন্য গাছ থেকে পেঁয়াজ আলাদা করছেন নারী কৃষিশ্রমিকেরা। নতুন এই পেঁয়াজ পাইকারি বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকা প্রতি কেজি। ফতেপুর এলাকা, রংপুর, ১৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৮
আলু তোলা শেষে সেই জমিতে বোরো ধান রোপণ হবে। তাই জমি সমান করতে কাদাপানিতে নেমে মই দিচ্ছেন চাষি। ভুরারঘাট এলাকা, রংপুর, ১৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৮
রমজানে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। বেড়েছে সবজির দামও। গ্রামে আবাদ করা লাউ বিক্রির জন্য অধিক দামের আশায় শহরে নিচ্ছেন চাষি। দর্শনা এলাকা, রংপুর, ১৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৮
খেত থেকে চৈতালি ফসল ওঠার সঙ্গে সঙ্গে কৃষক ব্যস্ত হয়ে পড়েছেন পাট চাষের জন্য। পাট চাষ করতে খেত প্রস্তুত করছেন দুই কৃষক। হাফেজ ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ১২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৮
স্রোতহীন সুরমা নদীতে মাছ শিকার করছেন দুই মৎস্যজীবী। মাছিমপুর এলাকা, সিলেট, থেকে তোলা। ১৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
কংক্রিটের তৈরি শাপলা ফুলসহ নানা জীবজন্তু ও নকশা করা পিলারের চাহিদা বেড়েছে। বাড়ির ফটক, পার্কসহ নানা জায়গায় এসব নেওয়া হয়। তৈরি করে রাখা প্রতিটি শাপলা ৩০০০ থেকে ৫০০০ টাকায় বিক্রি হচ্ছে। ভরারদিয়া এলাকা, কটিয়াদী, কিশোরগঞ্জ, ১৩ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
১০ / ১৮
ইফতারের সময় তৃষ্ণা মেটাতে বেলের শরবতের চাহিদা বেশ। ফলের আড়ত থেকে বেল কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। কদমতলী এলাকা, সিলেট, ১৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
সুরমা নদীতে মাছ শিকারের জন্য বড়শি পেতে বসে আছেন এক ব্যক্তি। ঝালোপাড়া এলাকা, সিলেট, ১৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৮
রমজানে বাড়তি চাহিদা থাকায় আড়াই হাজার তরমুজ নিয়ে ভোলা থেকে খুলনায় এসেছেন পাইকার। আকার অনুপাতে প্রতিটি তরমুজ আড়ত থেকে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বড়বাজার কদমতলা, খুলনা, ১৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৮
বাঁশের তৈরি টুকরি বিক্রির জন্য বেরিয়েছেন এক ব্যক্তি। বাসাবাড়িতে ধান-চাল সংগ্রহে রাখতে এসব টুকরির চাহিদা রয়েছে। প্রতিটি টুকরি ১৩০ টাকায় বিক্রি করেন। ঝালোপাড়া এলাকা, সিলেট, ১৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
মুক্ত আকাশে চিলের ডানা মেলা। দৌলতপুর, খুলনা, ১৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
বাজারে বিক্রি হচ্ছে বাঁশের তৈরি ঝাঁকাসহ বিভিন্ন প্রকারের ঝুড়ি। দূরদূরান্ত থেকে অনেকে এখানে পণ্য নিয়ে আসেন। গোয়ালন্দ বাজার, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ মার্চ
ছবি: এম রাশেদুল হক
১৬ / ১৮
মাটির হাঁড়িপাতিলসহ হরেক রকমের তৈজসপত্র বিক্রি করেন আবুল হাসান। পাহাড়ের গ্রামীণ মানুষ দেদার এসব পণ্যের ব্যবহার করেন। বিশেষ করে গ্রীষ্মে মাটির পাত্র কুট্টিতে পানি ঠান্ডা থাকে, গরমে এটির বেশ চাহিদা থাকে। ঘাগড়া, কাউখালী, রাঙামাটি, ১৩ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৮
ধনিয়ার জমিতে মধু সংগ্রহ করতে ফুলে ফুলে ঘুরছে মৌমাছি। মির্জাপুর, দাপুনিয়া, পাবনা, ১৩ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৮ / ১৮
এক বিঘা জমিতে করলার আবাদ করেছেন মজনু মিঞা। এখন পরিচর্যায় বেড়ে ওঠা গাছ থেকে করলা সংগ্রহ শুরু হবে চৈত্র মাস থেকে। মির্জাপুর, দাপুনিয়া, পাবনা, ১৩ মার্চ
ছবি: হাসান মাহমুদ