একঝলক (১৩ জুলাই, ২০২৩)

১ / ৭
আড়ত থেকে ঠেলাগাড়িতে নিয়ে আসা হয়েছে পেঁয়াজের বস্তা। নদীপথে নিয়ে যাওয়া হবে মুলাদী, খাসেরহাট অঞ্চলে। সেখানের দোকানে বিক্রি করা হবে। বালুঘাট, বরিশাল নগর, ১৩ জুলাই
ছবি: সাইয়ান
২ / ৭
অন্যের জমিতে দিনমজুরিতে আউশ ধানের চারা রোপণ করছেন কৃষক নান্নু মিয়া। রহিমার পাড়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ১৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৩ / ৭
সাইকেলে স্কুলে যাচ্ছে দুই শিক্ষার্থী। রহিমার পাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৪ / ৭
জাল নিয়ে মাছ ধরতে বেড়িয়েছে শিশুরা। শংকরদহ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৭
তিস্তার চরে এখন চারদিকে পানি। তাই কলাগাছের ভেলা দিয়ে চলাফেরা করে অনেকেই। ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৭
কুচিয়া মাছ শিকার করতে নেপাল সরকার খাঁচা নিয়ে (ফাঁদ) বিলে যাচ্ছেন। বাগমারা গ্রাম, দেবিদ্বার উপজেলা, কুমিল্লা, ১৩ জুলাই
ছবি: এম সাদেক
৭ / ৭
রূপসা নদীতে ভাটার অল্প পানিতে মাছ শিকারে নেমেছে বকটি। দশগেট, বটিয়াঘাটা, খুলনা, ১৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন