মিষ্টিকুমড়ার ফুল নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ, ১১ সেপ্টেম্বরছবি: মোস্তাফিজুর রহমান
২ / ১৯
করলার খেতে সাথি ফসল হিসেবে শিমের বীজ বপন করছেন কৃষক। শৈলধুকরী, শাজাহানপুর, বগুড়া, ১১ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৩ / ১৯
পথের ধারের দূর্বা ঘাসে জমেছে ভোরের শিশিরবিন্দু। নতুন বসতি, মানিকগঞ্জ, ১১ সেপ্টেম্বরছবি: আব্দুল মোমিন
৪ / ১৯
নিজের জুম খেত থেকে ভুট্টা সংগ্রহ করে সড়কের পাশে বসে সেদ্ধ করছেন এক নারী। পর্যটকসহ স্থানীয় লোকজন এই খাবার কিনে খান। সাপছড়ি যৌথ খামারপাড়া, রাঙামাটি, ১১ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৯
গবাদিপশুর খাবার ধানের খড় শহরে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। তবে তিনি বসেছেন ঝুঁকি নিয়ে। টেপাখোলা, ফরিদপুর, ১১ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৬ / ১৯
ভ্যানে তোলা হচ্ছে কলা। টেবুনিয়া, পাবনা, ১১ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৭ / ১৯
বাজার থেকে আড়তে নেওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছে সোনালি আঁশ পাট। টেবুনিয়া, পাবনা, ১১ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৮ / ১৯
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আজ বৃহস্পতিবার সকালে এই ঢাঁই মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৫০০ টাকায়। বিলুপ্তপ্রায় মাছটির ওজন প্রায় ২২ কেজি ৬০০ গ্রাম। দৌলতদিয়া, রাজবাড়ী, ১১ সেপ্টেম্বরছবি: এম রাশেদুল হক
৯ / ১৯
আমন ধানের খেতে সেচ দিতে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন কৃষক। রঘু, রংপুর, ১১ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৯
বাঁধাকপিখেত পরিচর্যা করছেন চাষি। পূর্ব বকচি, রংপুর, ১১ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
গাছ থেকে পাকা তাল পাড়ছেন এক ব্যক্তি। বকচি, রংপুর, ১১ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ১৯
নৌকা চড়ে সাঙ্গু নদীতে মাছ ধরে বাড়ি ফিরছেন দুই জেলে। সাঙ্গু ব্রিজ, বান্দরবান, ১১ সেপ্টেম্বরছবি: মংহাইসিং মারমা