একঝলক (১০ জুন ২০২৪)

১ / ২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইটিসি মৌর্য হোটেলে সাক্ষাৎ করেন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এ সময় সোনিয়া গান্ধীর ছেলে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন। দিল্লি, ভারত, ১০ জুন
ছবি: এএনআই
২ / ২১
সিলেটে ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ১০ জুন
ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
আকাশে মেঘের ঘনঘটা। এই বুঝি বৃষ্টি নামবে। তাই শুকানো খড় তড়িঘড়ি করে বাড়ি নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। ভক্তিপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১০ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২১
বাড়ির উঠানে যন্ত্রের সাহায্যে বোরো ধান মাড়াই করে নিচ্ছেন কৃষকেরা। ব্রাহ্মণকান্দা এলাকা, কৈজুরী , ফরিদপুর, ১০ জুন
ছবি: আলীমুজ্জামান
৫ / ২১
চাষিদের কাছে কাঁকরোল কিনে ঢাকায় পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ৩২ টাকায়। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১০ জুন
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২১
ধানের চাতালে কাজ করছেন শ্রমিক। প্রচণ্ড গরমের মধ্যে সবচেয়ে কষ্টে আছেন এমন খেটে খাওয়া মানুষেরা। মাটিবাড়িয়া, পাবনা, ১০ জুন
ছবি: হাসান মাহমুদ
৭ / ২১
পদ্মার ভাঙনে দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরি ঘাটসহ ঝুঁকিতে রয়েছে এলাকার প্রায় এক হাজার পরিবার। স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত ভাঙন-আতঙ্কে দিন পার করছেন। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ জুন
ছবি: এম রাশেদুল হক
৮ / ২১
মৌসুমে ঘরে তুলে রাখা পাট বিক্রি করতে হাটে নিয়ে যাচ্ছেন এক কৃষক। বাজারে প্রতি মন পাট ২৮০০ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। মল্লিকপুর এলাকা, কানাইপুর , ফরিদপুর, ১০ জুন
ছবি: আলীমুজ্জামান
৯ / ২১
ঈদে কোরবানির মাংস কাটাকুটির জন্য প্রয়োজন কাঠের ‘খাইট্টা’। নগরের ফৌজদারি এলাকায় সড়কের পাশে কাঠের তৈরি ‘খাইট্টা’ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন এক ব্যবসায়ী। ফৌজদারি এলাকা, কুমিল্লা, ১০ জুন
ছবি: এম সাদেক
১০ / ২১
পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে এসব কাঁঠাল নৌপথে রাঙামাটি শহরে বিক্রি করতে এনেছেন বাগানিরা। শহর থেকে আসা পাইকারেরা কিনে নিয়ে তা ট্রাকে তুলছেন। ট্রাক টার্মিনাল এলাকা, রাঙামাটি,১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
কাজের আশায় অপেক্ষা করছেন একদল দিনমজুর। বেতপট্টি এলাকা, রংপুর, ১০ জুন
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
পাহাড়ের ঐতিহ্য হাদি। কোমর তাতে হাদি বোনার কাজে ব্যস্ত পাহাড়ি নারী। তৈমিদুং গ্রাম, রাঙামাটি ,১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২১
বাড়ির উঠানে বসে ধানের কুঁড়া ঝেড়ে নিচ্ছেন গৃহিণী মনোয়ারা বেগম। রায় নগর গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ১০ জুন
ছবি: সোয়েল রানা
১৪ / ২১
সিলেট থেকে কার্গো জাহাজে নদী পথে এসেছে পাথর। সেই পাথর খালাস করে নদীর তীরে রাখছে শ্রমিকেরা। এই কাজে শ্রমিকেরা ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি পায়। লাহারহাট, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ১০ জুন
ছবি: সাইয়ান
১৫ / ২১
বিক্রির জন্য সড়কের ধারে ফুলগাছসহ নানা ধরনের চারা সাজিয়ে রেখেছেন নার্সারি ব্যবসায়ী। নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা, রংপুর, ১০ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
আড়িয়াল খাঁ নদের তীর ভেঙে যাচ্ছে। তাই ভাঙন রোধে তীরে ফেলা হচ্ছে জিও ব্যাগ। লাহারহাট ফেরিঘাট, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ১০ জুন
ছবি: সাইয়ান
১৭ / ২১
কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা চলছে। তাই জেলেরা জালসহ নৌকা ডাঙায় তুলে রেখেছেন। কাটা ছড়ি গ্রাম, রাঙামাটি, ১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২১
সাতসকালে মাটির চুলায় রান্না করছেন এক গ্রামীণ নারী। রায়নগর গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ১০ জুন
ছবি: সোয়েল রানা
১৯ / ২১
সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় ‘ফ্লাই অ্যাশ’। আমদানি করা এই উপকরণ চট্টগ্রামে সিমেন্ট ফ্যাক্টরিতে নিতে ট্রাক থেকে কার্গোতে ফেলছেন শ্রমিকেরা। পাঁচ নম্বর ঘাট, খুলনা, ১০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
নৌযানে করে গাছের গুঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এসব গুঁড়ি এসেছে পটুয়াখালীর দশমিনা থেকে। লাহারহাট ফেরিঘাট এলাকা, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ১০ জুন
ছবি: সাইয়ান
২১ / ২১
বাসা বোনার কাজে ব্যস্ত বাবুই পাখি। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা