তীব্র তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবনে স্বস্তি দিতে সকালে একপশলা বৃষ্টির ছোঁয়া পেয়েছে চট্টগ্রামবাসী। প্রবর্তক মোড় এলাকা, চট্টগ্রাম, ২ মেছবি: জুয়েল শীল
৯ / ১২
পদচারী–সেতুর একপাশজুড়ে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সংকীর্ণ হয়ে পড়া সেতুটি দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ২ মেছবি: দিনার মাহমুদ
১০ / ১২
তীব্র তাপপ্রবাহের পর চট্টগ্রামে বেশ কিছু এলাকায় একপশলা বৃষ্টি হয়েছে। অনেক প্রতীক্ষার পর স্বস্তির বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে ঘরের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেখার চেষ্টা করছেন তিনি। নন্দনকানন, চট্টগ্রাম, ২ মেছবি:সৌরভ দাশ
১১ / ১২
৩০ শতাংশ জমিতে শসার বীজ বুনেছিলেন তিনি। সেই বীজ থেকে চারা গজিয়েছে। এখন মাচা তৈরি করছেন তিনি। ধুলদি এলাকা, মাচ্চর, ফরিদপুর, ২ মেছবি: আলীমুজ্জামান
১২ / ১২
চলনবিলের চরে মহিষের পাল চরাতে গেছেন তিনি। তীব্র রোদের কারণে ছাতা মাথায় দিয়ে আলপথে বসে আছেন এই রাখাল। কয়রাবাড়ি গ্রাম, সিংড়া, ২ মেছবি: সোয়েল রানা