একঝলক (৬ সেপ্টেম্বর ২০২২)

১ / ২৯
কুমিল্লা নগরের বিভিন্ন সড়কে চলছে ট্রাফিক সচেতনতার লক্ষ্যে যানবাহনের অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে অভিযান। এটি পরিচালনা করে জেলা পুলিশ। অভিযানে কাগজপত্র ও হেলমেট না থাকলে চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। কান্দিরপাড়, কুমিল্লা, ৬ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
২ / ২৯
পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু উদ্বোধনের পর বেড়াতে আসছেন সাধারণ মানুষ। কচা নদী, পিরোজপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: এ কে এম ফয়সাল
৩ / ২৯
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএসের ট্রাক থেকে চাল ও আটা কিনছেন সাধারণ মানুষ। সুরমা পয়েন্ট, সিলেট, ৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৯
খুলনা সিটি করপোরেশন এলাকায় ৫ থেকে ১১ বছর বয়সী ৮৮ হাজার শিশুকে বিভিন্ন স্কুলে করোনার টিকা দেওয়া হচ্ছে। খুলনা পুলিশ লাইনস স্কুল, ৬ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৯
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে রাঙামাটি শহরে আজ সকাল থেকে আগামীকাল বুধবার বেলা দুইটা পর্যন্ত ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। যানবাহন চলাচল বন্ধ। খেয়াঘাটে নৌকায় মানুষ পারাপার হচ্ছেন। কালিন্দীপুর-সুখী নীলগঞ্জ হ্যাচারি খেয়াঘাট, রাঙামাটি, ৬ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৯
ব্যক্তি উদ্যোগে অনেকেই এখন গরুর খামার গড়ে তুলছেন। খামারের গরুর জন্য ডোবা থেকে ঘাস কেটে নৌকায় করে আনছেন দুই ব্যক্তি। ষাটঘর, দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট, ৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৯
এখন শরৎকাল। শীত আসতে এখনো ঢের বাকি। শীতকালে লেপ-তোশকের চাহিদা থাকায় বেশ আগে থেকে সরব লেপ-তোশকের ব্যবসায়ীরা। নিজের ভ্যানে করে লেপ-তোশক ও তুলা বিক্রির জন্য গ্রামের দিকে যাচ্ছেন রফিকুল ইসলাম। দক্ষিণ সুরমার পারাইরচক, সিলেট, ৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৯
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে শূন্যরেখায় গড়ে ওঠা আশ্রয়শিবিরের বাসিন্দা রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন মিয়ানমারের সীমান্তরক্ষী। কাঁটাতারের ভেতরে রোহিঙ্গাদের আশ্রয়শিবির, বাইরে মিয়ানমারের রাখাইন রাজ্য। তুমব্রু সীমান্ত শূন্যরেখা, নাইক্ষ্যংছড়ি, ৬ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত
৯ / ২৯
সিলেট নগরের বিভিন্ন এলাকায় যাচ্ছেতাইভাবে চলছে নর্দমা সংস্কারের কাজ। নির্মাণসামগ্রী ও নর্দমার পানিতে একাকার ব্যস্ততম সড়কগুলো। এর পাশ দিয়ে ভোগান্তি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ। কদমতলী, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, ৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৯
বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয় টুকরি। বালু, পাথর, ইট বহনে নির্মাণশ্রমিকেরা এই টুকরি ব্যবহার করেন। সিলেটের জৈন্তাপুরের নয়াখেল এলাকার বাসিন্দা আবুল কাশেম সিলেটের বিভিন্ন এলাকা ঘুরে প্রতিটি টুকরি পাইকারিতে বিক্রি করেন ৮০ থেকে ৯০ টাকা। দোকান থেকে শ্রমিকেরা একটি টুকরি কেনেন ১০০ থেকে ১২০ টাকায়। সিলেট থেকে ওসমানীনগর উপজেলায় যেতে গাড়ির অপেক্ষায় আবুল কাশেম। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ২৯
স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণার পর জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতা–কর্মীরা। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, ৬ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
১২ / ২৯
মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্র উদ্বোধন করেন ওবায়দুল কাদের। দিয়াবাড়ী, ৬ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৩ / ২৯
গাজীপুর থেকে কাশবনের ডাঁটা ও পাটের সুতলি দিয়ে তৈরি দৃষ্টিনন্দন তৈজসপত্র নিয়ে ময়মনসিংহ শহরে এসেছেন মতি মিয়া। প্রতিদিন এসব সামগ্রী পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিক্রি করেন তিনি। রামবাবু রোড, ময়মনসিংহ, ৬ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১৪ / ২৯
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামকে নদীভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেন ভাঙনকবলিত এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজাবাড়ি মোড়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক, ৬ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৫ / ২৯
সবুজের মধ্যে সরু মেঠো পথ চলে গেছে অন্য গ্রামে। সেই পথে জ্বালানির লাকড়ি নিয়ে বাড়িতে ফিরছেন এক নারী। বড় দিকশাইল, দাপুনিয়া, পাবনা, ৬ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২৯
পাহাড়ি মিষ্টিকুমড়া সমতলের বাজারে নেওয়ার জন্য স্তূপ করে রাখা হচ্ছে। পাবলা হেডম্যানপাড়া, চিম্বুকপাহাড়, বান্দরবান, ৩ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১৭ / ২৯
কয়েক দিনের বৃষ্টিতে মাঠে জমেছে পানি। তাই রোপণের জন্য হাট থেকে আমন ধানের চারা কিনে বাড়িতে ফিরছেন তিন কৃষক। সাকপালদিয়া, নগরকান্দা, ফরিদপুর, ৬ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২৯
বিদ্যালয়ের কুচকাওয়াজ পর্বে শপথবাক্য পাঠ করছে শিক্ষার্থীরা। শশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর, ৬ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৯
একপশলা বৃষ্টির পর খাদ্যের সন্ধানে ঘুরছে একজোড়া লাল ঘুঘু। বনজঙ্গল ও ঝোপঝাড় উজাড় হওয়া এবং শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বেই ধীরে ধীরে হ্রাস পাচ্ছে নিরীহ ও শান্ত প্রকৃতির এই পাখির সংখ্যা। দাপুনিয়া, পাবনা, ৬ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২০ / ২৯
ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির বৃষ্টিতে ছাতা মাথায় বাড়িতে ফিরছে দুই শিক্ষার্থী। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, জেলা পরিষদ এলাকা, ৬ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
২১ / ২৯
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী ছিল আজ মঙ্গলবার। নব্বইয়ের দশকে রুপালি পর্দায় রাজত্ব করা অকালপ্রয়াত এই চিত্রনায়ক আজও ভক্তদের কাছে জনপ্রিয়। সালমান শাহর ব্যবহৃত মাথার ক্যাপ ছুঁয়ে দেখছেন চট্টগ্রাম থেকে সিলেটে আসা এক নারী। সালমান শাহ ভবন, সিলেট, ৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২২ / ২৯
পরিবেশকের গুদাম থেকে সার কিনে বাড়িতে ফিরছেন কৃষকেরা। শাহবাজপুর বাজার, জামালপুর, ৬ সেপ্টেম্বর
ছবি: আব্দুল আজিজ
২৩ / ২৯
রাজধানীতে নেমেছে বৃষ্টি। এ বৃষ্টিতে স্বস্তি পেতে ভিজতে দেখা যায় শিক্ষার্থীদের। টিএসসি, ঢাকা, ৬ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
২৪ / ২৯
বাসের জানালার কাচ ভেঙে গেছে। অর্ধেক কাচের পাশে বসে ঝুঁকি জেনেও গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। সোমবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের চার রাস্তার মোড়ে
ছবি: আশরাফুল আলম
২৫ / ২৯
রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন মাথায় নিরাপদে ছুটছে মানুষ। বেড়িবাঁধের বউবাজার এলাকা, হাজারীবাগ, ৬ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
২৬ / ২৯
জমি, বসতবাড়ি, জীবন ও সম্মান রক্ষার দাবিতে সাঁওতালদের জমি ও জীবন রক্ষা আন্দোলনের সংহতি সমাবেশ। জাতীয় প্রেসক্লাব, ৬ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২৭ / ২৯
সারা দিনের বৃষ্টিতে রাজধানীর অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টিতে দোকানপাটের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন ব্যবসায়ীরা। তেজতুরী বাজার, ঢাকা, ৬ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
২৮ / ২৯
নোঙর করে রাখা জাহাজ থেকে পণ্য খালাসে ব্যস্ত শ্রমিকেরা। সড়কপথে এসব পণ্য পৌঁছে যায় দেশের বিভিন্ন স্থানে। বন্দরের এনসিটি টার্মিনাল, চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
২৯ / ২৯
এস্ককাভেটর গাড়ির পুরোনো চেইন আকার ও মানভেদে ২০ হাজার থেকে ৩ লাখ টাকা দামে বিক্রি করা হয়। ফৌজদারহাট কালুশাহ মাজার, চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল