একঝলক (১৮ মার্চ ২০২৪)

১ / ১৭
আখের ছোবড়া রোদে শুকাচ্ছেন এক নারী। গাজীপুর, চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ১৮ মার্চ
ছবি: সাইয়ান
২ / ১৭
সুরমা নদীর ঘাটে নৌকা বেঁধে রেখেছেন মৎস্যজীবীরা। সেখানকার নদীতে ধোয়ামোছার কাজ সেরে নিচ্ছেন দুজন। টুকেরবাজার এলাকা, সিলেট, ১৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৭
গাছের ডালে বসে আছে এক প্যাঁচা। রহমতপুর, বাবুগঞ্জ, বরিশাল, ১৮ মার্চ
ছবি: সাইয়ান
৪ / ১৭
ইট ভাঙার সময় তৈরি হওয়া গুঁড়া বিক্রি করা হয়। সড়ক ও বাসাবাড়ির বিভিন্ন নির্মাণকাজে ব্যবহার করা হয় এই গুঁড়া। ট্রাকে ইটের গুঁড়া তুলছেন শ্রমিকেরা। অনন্তপুর এলাকা, সিলেট, ১৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৭
খেতে চাষ করা আখ মেশিনে মাড়াই করে রস সংগ্রহ করা হয়। পরে সেই রস আগুনে জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছে আখের গুড়। গাজীপুর, চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ১৮ মার্চ
ছবি: সাইয়ান
৬ / ১৭
মেশিনের সাহায্যে গমমাড়াইয়ের কাজ চলছে। চৌপুকুরিয়া গ্রাম, দুর্গাপুর, রাজশাহী, ১৮ মার্চ
ছবি: শফিকুল ইসলাম
৭ / ১৭
কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার নজরুল অ্যাভিনিউয়ের কাত্যায়নী কালীবাড়ির সামনের সড়ক ভেঙে গেছে। সেখানে পানি জমে আছে। কান্দিরপাড়, কুমিল্লা, ১৮ মার্চ
ছবি: এম সাদেক
৮ / ১৭
সাইকেলে করে ঘুরে ঘুরে দেশি মোরগ বিক্রি করছেন এক বিক্রেতা। ক্লে রোড, খুলনা, ১৮ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৭
ছাতা খাটিয়ে পাটের খেতে নিড়ানি দিচ্ছেন কিষান-কিষানি। নয়াপুকুর এলাকা, রংপুর, ১৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
নিষিদ্ধ যানবাহনের ছাদে উঠে ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন। পালিচড়া এলাকা, রংপুর, ১৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
গবাদিপশুর জন্য উচ্চফলনশীল জাতের ঘাসের আবাদ করা হয়েছে। বিক্রির জন্য সেই ঘাস কাটছেন চাষিরা। পুটিমারি এলাকা, রংপুর, ১৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৭
মাছ ধরা শেষে বাড়ি ফিরছে একদল শিশু-কিশোর। বালাচড়া এলাকা, রংপুর, ১৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
ভাটায় ইট তৈরি করছেন এক শ্রমিক। লাহিড়ীহাট এলাকা, রংপুর, ১৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৭
রোদ উপেক্ষা করে ভুট্টার খেতে নিড়ানি দিচ্ছেন কৃষিশ্রমিকেরা। ঈশ্বরপুর এলাকা, রংপুর, ১৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
বাড়ির উঠানে বসে রসুনের আঁটি বাঁধছেন এক নারী। আকন্দপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১৬ / ১৭
নদীতে বড়শি ফেলে মাছ শিকারের চেষ্টায় শৌখিন মৎস্যশিকারি। দেবডাঙ্গা এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১৭ / ১৭
ঈদ সামনে রেখে পাঞ্জাবি, জামা ও সালোয়ার-কামিজ তৈরির জন্য থানকাপড় কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। টেরিবাজার, চট্টগ্রাম, ১৮ মার্চ
ছবি: জুয়েল শীল