একঝলক (১৯ ফেব্রুয়ারি, ২০২৩)

১ / ১৮
মৌসুমের প্রথম তরমুজ কুয়াকাটা থেকে এসেছে খুলনার পাইকারি ফলের আড়তে। প্রতিটি তরমুজ আকার অনুযায়ী পাইকারিভাবে ১০০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কদমতলা, খুলনা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সার্টিফিকেট হাতে শিক্ষার্থীরা ছবি তুলছে। জেলা শিল্পকলা একাডেমি, বরগুনা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৩ / ১৮
কালোমুখো কয়েকটি হনুমান দীর্ঘদিন ধরে গোয়ালন্দ শহর ছেড়ে এখন গ্রামাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। তবে মানুষের সাহচার্যে আসায় সবার সঙ্গে অনেকটা সখ্য গড়ে উঠেছে। দেখা মাত্র পথচারীরা মাঝেমধ্যে পাউরুটি, কলা, বিস্কুট কিনে খাওয়াচ্ছেন। বাহাদুরপুর, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ১৯ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৪ / ১৮
আজ সকাল থেকে দেশের অনেক এলাকায় ঘন কুয়াশা পড়েছে। কুয়াশা ভেদ করে কর্মে ছুটছেন মানুষ। সকাল ৮টা, কাথুলী গ্রাম, গাংনী উপজেলা, মেহেরপুর, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আবু সাঈদ
৫ / ১৮
আজ হিন্দুধর্মাবলম্বীদের শিব চতুর্দশী পূজা। শিব পূজার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মহাশিবরাত্রি। বিভিন্ন বয়সের নারীরা বাড়িতে কাঁচা দুধ, গঙ্গাজল, দেশি ঘি এবং মধু ভালো করে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়ে অপেক্ষা করছেন পূজার জন্য। কাত্যায়নী কালীবাড়ি মন্দির, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৬ / ১৮
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়ে–মুছে আলপনা আঁকছেন পথিকৃৎ চারুশিল্পী পরিষদ ও আর্ট স্কুলের শিক্ষার্থীরা। ১৯ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৭ / ১৮
শুকনা মৌসুমে সড়ক বিভাজকের গাছের ওপর ধুলার আবরণ পড়েছে। গাছগুলোয় পানি ছিটাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের এক কর্মী। কদমতলী এলাকা, সিলেট, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
প্লাস্টিকের বস্তায় ভেলা তৈরি করে সেই ভেলায় ভেসে নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। সুরমা নদী, মাছিমপুর এলাকা, সিলেট, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
বাজপাখি আকাশে উড়ছে শিকারের জন্য। ওপর থেকে দেখে ঝাপটিয়ে শিকার ধরে এ পাখি। ঝগড়াবিল পাহাড়, রাঙামাটি, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
পেঁয়াজখেতে নিড়ানি দিচ্ছেন এক কৃষক। রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
পথের ধারে মাচায় বসে নকশিকাঁথা সেলাই করছেন জরিনা বেগম। নকশিকাঁথাটি সেলাই করতে সময় লাগবে প্রায় ছয় মাস। মানিকদিপা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ১৮
গ্রামে ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করেন সুমন মিয়া। প্রতিটি হাওয়াই মিঠাইয়ের দাম রাখেন ১০ টাকা। খলিশকান্দি গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
গরম পুরোপুরি না এলেও সড়কের পাশে ঘুরে ঘুরে কাপড়ের তৈরি হাতপাখা বিক্রি করেন মো. সেলিম মিয়া। প্রতিটি হাত পাখা বিক্রি করেন ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পদুয়ার বাজার, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৪ / ১৮
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারের পরিচর্যা চলছে। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
জমিতে রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলছেন কয়েকজন কৃষক। কর্ণঘোষ গ্রাম, দেশীগ্রাম ইউনিয়ন, তাড়াশ, সিরাজগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সাজেদুল আলম
১৬ / ১৮
ময়মনসিংহ নগরে নিবন্ধন করা রিকশাগুলোকে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে রং করা হচ্ছে। জয়নুল উদ্যান, ময়মনসিংহ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১৭ / ১৮
আড়াই ঘণ্টা অপেক্ষায় ওএমএসের ট্রাক থেকে পাঁচ কেজি চাল ও চার কেজি আটা কিনতে পেরেছেন রিকশাচালক শেখ ফরিদ। পাঁচ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম তিনি। বাসায় চাল নেই, চাল কিনে ফেরার পরই রান্না হবে ভাত—তাই সদাই গুছিয়ে দ্রুত রওনা হলেন তাঁর ধলপুরের বাসায়। ধোলাইখাল, ১৯ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১৮ / ১৮
হঠাৎ ভিআইপি সড়কে চলাচলকারী রিকশা আটকানো শুরু করে পুলিশ। এরপর রিকশাগুলো ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এ সময় চালক আহাদ অসহায় হয়ে নিজের রিকশার পাশে দাঁড়িয়ে থাকেন। রাজধানীর সার্ক ফোয়ারার মোড় থেকে তোলা
ছবি: সাজিদ হোসেন