দুর্গম এলাকা থেকে বাঁশ ও কাঠ কেটে কাপ্তাই হ্রদে ভাসিয়ে রাঙামাটি শহরে বিক্রির জন্য নিয়ে আসা হয়। দীর্ঘ এ যাত্রায় বাঁশের ভেলায় ছাতা টাঙিয়ে সেই ছায়ায় আরাম করে ঘুমিয়ে আছেন একজন। রিজার্ভ বাজার এলাকা, রাঙামাটি, ২৫ মেছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
নদীর চরে ঘুঘু পাখি। শহড়াবাড়ি খেয়াঘাট এলাকা, ধুনট, বগুড়া, ২৫ মেছবি: সোয়েল রানা
৩ / ২১
প্রচণ্ড রোদে শ্রমিকেরা কাজ করে যাচ্ছেন। স মিলে আসা গাছ আনা–নেওয়ার কাজ করে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন ৪৫০ থেকে ৮০০ টাকা মজুরি পান একেকজন শ্রমিক। লবণচরা, খুলনা, ২৫ মেছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠছে। সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। কুয়াকাটা সমুদ্রসৈকত, পটুয়াখালী, ২৫ মেছবি: প্রথম আলো
৫ / ২১
বিদ্যালয় ছুটি শেষে বাড়িতে ফিরছে সহপাঠী দুই বন্ধু। প্রচণ্ড রোদ থেকে রক্ষা পেতে পাঠ্যবই মাথায় দিয়ে রোদকে আড়াল করার চেষ্টা। খটখটিয়া এলাকা, রংপুর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
৬ / ২১
বাজারে ধান বেচাকেনার জন্য প্রসিদ্ধ বিজরাবাজার। স্থানীয় ও আশপাশের কৃষকদের থেকে ধান সংগ্রহ করে বিভিন্ন চালকলে বিক্রি করেন ব্যবসায়ীরা। লাকসাম, কুমিল্লা, ২৫ মেছবি: এম সাদেক
৭ / ২১
নীল আকাশে সাদা মেঘের ছোটাছুটি। প্রাকৃতিক সৌন্দর্যের এমন রূপ মুঠোফোনে ধারণ করছেন পর্যটকেরা। মোরঘোনা এলাকা, বড়াদম, রাঙামাটি, ২৫ মেছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২১
নদীতীরবর্তী এলাকার মানুষেরা চরাঞ্চলে কাজ শেষে বাড়িতে ফিরছেন। শহড়াবাড়ি খেয়াঘাট এলাকা, ধুনট, বগুড়া, ২৫ মেছবি: সোয়েল রানা
৯ / ২১
প্রচণ্ড গরমে রসালো তালশাঁসের চাহিদা বেড়েছে বেশ। প্রথমদিকে প্রতিটি তাল ৩০ টাকায় বিক্রি হলেও জোগান বাড়ায় তা কমে এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। রায়বাহাদুর গেট, পাবনা, ২৫ মেছবি: হাসান মাহমুদ
১০ / ২১
গ্রামের মাঠে ভুট্টা শুকাতে দিয়েছেন এক কৃষক। কবিচন্দ্রদি, দাউদকান্দি, কুমিল্লা, ২৫ মেছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২১
তিলের খেতের ধারেই বেঁধে রাখা জেলেদের মাছ ধরার নৌকা। সেই পথ ধরে হেঁটে যাচ্ছে কিশোরেরা। শহড়াবাড়ি চরাঞ্চল, ধুনট, বগুড়া, ২৫ মেছবি: সোয়েল রানা
১২ / ২১
ধান সেদ্ধ করার কাজ চলছে। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ মেছবি: এম রাশেদুল হক
১৩ / ২১
পদ্মায় পানি বাড়তে শুরু করায় চাহিদা বাড়তে শুরু করেছে মাছ ধরার চাঁইয়ের। তাই বিক্রির জন্য মাগুরা থেকে চাঁই সংগ্রহ করে পদ্মাপাড়ে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৫ মেছবি: আলীমুজ্জামান
১৪ / ২১
কারখানায় রং ও রাসায়নিক পরিবহনে ব্যবহৃত পলিথিনের ব্যাগগুলো ধোঁয়া হচ্ছে খালের পানিতে। বিভিন্ন রকম দূষণে মৃতপ্রায় কাশীপুর খালটি। কাশীপুর ব্রিজ-সংলগ্ন এলাকা, নারায়ণগঞ্জ, ২৫ মেছবি: দিনার মাহমুদ
১৫ / ২১
গরমে হাঁসফাঁস করছে মানুষ। প্রাণিকুলও স্বস্তিতে নেই। প্রখর রোদ আর গরমে ক্লান্ত হয়ে গাছের ডালে হাত-পা ছেড়ে শুয়ে আছে একটি বানর। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ২৫ মেছবি: আনিস মাহমুদ
১৬ / ২১
প্রচণ্ড গরমের মধ্যে বেকারি পণ্য বিক্রি করতে বেরিয়েছেন এক ব্যক্তি। হারাটি এলাকা, রংপুর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
প্রচণ্ড রোদ-গরমে মাঠ থেকে ফসল টেনে আনতে গিয়ে গাড়িয়াল মাথায় ছাতা নিয়ে চলেছেন। খোদাইরপুর, পাবনা, ২৫ মেছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
টলটলে পুকুরের ওপরে উড়ছে শামুকখোল পাখি। শুকানচকি এলাকা, রংপুর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
১৯ / ২১
পদচারী–সেতু থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন পথচারীরা। বাংলামোটর মোড়, ঢাকা, ২৫ মেছবি: দীপু মালাকার
২০ / ২১
যমুনা নদীতে মাছ শিকার করছেন মৎস্যশিকারিরা। শহড়াবাড়ি খেয়াঘাট এলাকা, ধুনট, বগুড়া, ২৫ মেছবি: সোয়েল রানা
২১ / ২১
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি মালবাহী ট্রাক মেট্রোরেলের পিলারে ধাক্কা খায়। আগারগাঁও এলাকা, ঢাকা, ২৫ছবি: তানভীর আহাম্মেদ