একঝলক (২২ আগস্ট ২০২৩)

১ / ১১
কুমারদের কাছ থেকে মাটির তৈরি টব কিনেছেন নার্সারির মালিকেরা। সেসব টব ভ্যানে করে নার্সারিতে নেওয়া হচ্ছে। ২২ আগস্ট, মমিনপুর এলাকা, সদর উপজেলা, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১১
বিক্রির জন্য ফুলের মালা গাঁথছেন জান্নাতি খাতুন। ২২ আগস্ট, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
ছবি: সোয়েল রানা
৩ / ১১
বরিশাল নগরে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে মশকনিধন, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালুসহ বিভিন্ন দাবিতে সমাবেশ। এই কর্মসূচির আয়োজক রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এবং বাসদ বরিশাল। ২২ আগস্ট, অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল
ছবি: সাইয়ান
৪ / ১১
কৃষকের কাছ থেকে কেনার পর ক্যারেটে করলা সাজানো হচ্ছে। ২২ আগস্ট, নওহাটা, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১১
বাড়ি থেকে বের হওয়ার জন্য সড়ক নেই। তাই জমির আল ধরে সাইকেল নিয়ে বের হতে হয়। ২২ আগস্ট, কামদেবপুর এলাকা, সদর উপজেলা, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১১
বাঁধাকপির বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। বীজতলায় বেড়ে ওঠা চারায় পানি দিচ্ছেন একজন। ২২ আগস্ট, মাহমুদপুর, বিরামপুর পৌর এলাকা, দিনাজপুর
ছবি: প্রথম আলো
৭ / ১১
সকাল মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই পরীক্ষাকেন্দ্রে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ২২ আগস্ট, চৌহাট্টা এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১১
পশুপাখি থেকে গাছ বাঁচাতে ব্যবহার করা হয় এ রকম খাঁচা। ২২ আগস্ট, আড়ংঘাটা, ডুমুরিয়া, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
বিক্রির জন্য নৌকায় করে হাটে আনা হয়েছে পেয়ারা। ২২ আগস্ট, শতদশকাঠি, ঝালকাঠি
ছবি: সাইয়ান
১০ / ১১
আগুনে পুড়ে গেছে বসতঘর। ধ্বংসস্তূপ থেকে জিনিসপত্র বের করছেন এক নারী। ২২ আগস্ট, জুড়ান মোল্লার পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী
: এম রাশেদুল হক
১১ / ১১
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে লাল–সবুজ সোসাইটির কর্মসূচি। ২২ আগস্ট, চাষাঢ়া প্রেসক্লাবের সামনে, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ