একঝলক (২০ মার্চ ২০২৫)

১ / ৯
রঙ্গন ফুলে বাহারি প্রজাপতি । মোন পাহাড়ের ছড়া, রাঙামাটি, ২০ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৯
শিকার ধরার অপেক্ষায় গভীর বনে বাজপাখি। বসন্ত মোন পাড়া, রাঙামাটি, ২০ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৯
সাতসকালে বাড়ির সামনে খেলায় মেতেছে কয়েকটি শিশু। চিলমন, রংপুর, ২০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
দল বেঁধে বীজতলায় ধানের চারা তুলছেন কৃষিশ্রমিক। সারাই, কাউনিয়া, রংপুর, ২০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
জামগাছজুড়ে এসেছে ফুল। শিবগঞ্জ, বগুড়া, ২০ মার্চ
ছবি: সোয়েল রানা
৬ / ৯
পথের ধারে ফুটে আছে বাগানবিলাস। গোকুল, বগুড়া, ২০ মার্চ
ছবি: সোয়েল রানা
৭ / ৯
শুকনা গাছের সারিতে ঘুঘু পাখি। মানসিক হাসপাতাল এলাকা, হিমাইতপুর, পাবনা, ২০ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৮ / ৯
এখনই উড়ে যাবে চড়ুই পাখিটি। বন্দরবাজার, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
চৈত্রের সকালে হঠাৎ মেঘলা আকাশ। তারপর শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। শহীদ রিদ্দিক সড়ক, গোপালপুর, পাবনা, ২০ মার্চ
ছবি: হাসান মাহমুদ