একঝলক (২০ মার্চ, ২০২৩)

১ / ২১
রোজা শুরু হওয়ার আগেই চড়া খেজুরের বাজার। ক্রেতাদের অভিযোগ, আগের তুলনায় বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। পল্টন এলাকা, ২০ মার্চ
ছবি: দীপু মালাকার
২ / ২১
বর্ষা শুরুর আগেই নদীতে মাছ ধরার জন্য নৌকা বানাচ্ছেন জেলেরা। একেকটি নৌকা বানাতে খরচ হয় এক লাখ টাকা থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা। সাঁড়াঘাট, ঈশ্বরদী, পাবনা, ২০ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৩ / ২১
তালপাতা, কাশবনের পাতা, খড়কুটো দিয়েই উঁচু তালগাছ, নারকেল, কড়ই, খেজুরগাছে বাসা বাঁধে বাবুই পাখি। ঝড়-বাদলে ঠাঁই নেয় নিজেদের তৈরি বাসায়। খাবারের খোঁজে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। খাবার শিকারের এক ফাঁকে বিদ্যুতের তারে বিচরণ করছে একঝাঁক বাবুই পাখি। পিঠাকরা গ্রাম, সদর, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
ফেলে দেওয়া সবজি দিয়ে রান্নাবাটি খেলায় মেতেছে শিশুরা। জিমখানা এলাকা, নারায়ণগঞ্জ, ২০ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৫ / ২১
হাওরজুড়ে সবুজ বোরো ধানখেত। খেতের মধ্যে খানিক জায়গায় জমে আছে পানি। সেখানে পরিত্যক্ত নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছে দুই শিশু। উফতার হাওর, সদর উপজেলা, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৬ / ২১
তরমুজের এখন ভরা মৌসুম। বরিশালের বরগুনা থেকে বিক্রির জন্য ট্রাকে করে তরমুজ এনেছেন ইউনুছ মিয়া। একেকটি তরমুজ আকারভেদে ৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। নিমসার বাজার, বুড়িচং, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: এম সাদেক
৭ / ২১
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোরগলড়াইয়ে লড়ছে শিক্ষার্থীরা। খাগড়াছড়ির দীঘিনালা অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের মাঠ, ২০ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
৮ / ২১
টানা দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ওএমএসের পণ্যবাহী ট্রাক থেকে ১৫০ টাকায় পাঁচ কেজি চাল কিনে বাড়ি ফিরছেন দুই নারী। ঝালোপাড়া এলাকা, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ২১
কৃষিজমিতে সেচে অনিয়ম দূর করা, কৃষক পরিচয়পত্র প্রদান, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাঁপাইনবাবগঞ্জ। বেলা ১১টা, ২০ মার্চ
ছবি: আনোয়ার হোসেন
১০ / ২১
বাজারে আসতে শুরু করেছে বেল। প্রতিটি বেল আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকায়। লিবার্টি মোড়, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: এম সাদেক
১১ / ২১
ভারতে নতুন খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদ এবং তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে নগরে বাসদ জেলা শাখা বিক্ষোভ মিছিল করে। প্রেসক্লাব এলাকা, রংপুর, ২০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
রংপুরে দুই দিন থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শিশুকে ছাতার আড়ালে নিয়ে পথ চলছেন এক বাবা। সরদারপাড়া, রংপুর, ২০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে এক হনুমান। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, ২০ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২১
সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন দুজন। চলন্ত অবস্থায় মুঠোফোন ব্যবহার করছেন সাইকেলচালক। ব্যস্ত সড়কে এমন অসচেতনতায় ঘটে দুর্ঘটনা। কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
কৃষক আল আমিন নিজের আবাদ করা ৩০ শতক জমির বাঙ্গি বাজারে বিক্রির জন্য খেত থেকে সংগ্রহ করছেন। ভেলানগর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২১
শিশুসন্তানকে সাইকেলে চড়িয়ে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন এক বাবা। নিয়ামত এলাকা, রংপুর, ২০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
সড়কের ধারে বুনো ফুলে বসেছে সুন্দর প্রজাপতি। পুলেরঘাট এলাকা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ২০ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২১
রোজার আগে বাড়তির দিকে রয়েছে নিত্যপণ্যের দাম। বাড়তি দামে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। অনেকে ওএমএসের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছেন। মনোহরপুর এলাকা, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: এম সাদেক
১৯ / ২১
ব্যবসায়ী মো. জিয়া শিকদার ঢাকার যাত্রাবাড়ীর স্বপন মিয়ার আড়তে প্রতি ক্যারেট ( ২৭ কেজি) টমেটো ৪০০ থেকে ৬৫০ টাকায় বিক্রির জন্য প্রস্তুত করছেন। গ্রামের মাঠ থেকে তিনি পাইকারি দামে টমেটোগুলো কিনেছেন। টামটা, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
২০ / ২১
দুই দিনের বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকার সড়কে কাদাপানি জমেছে। কাদা পেরিয়ে পথ চলেছেন মানুষ। কালীঘাট, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
পাইকারি দোকান থেকে হাঁসের ডিম কিনে খুচরা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। খুচরা বাজারে প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা। মহাজনপট্টি, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ