একঝলক (১ মার্চ ২০২৫)

১ / ৯
শিমুল ফুলে খাবার খেতে এসেছে নানা জাতের পাখি। পশ্চিম চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১ মার্চ
ছবি: সাইয়ান
২ / ৯
আকাশে ডানা মেলে উড়ছে এক জোড়া চিল। নূরনগর, খুলনা, ১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৯
চুপটি বসে দোয়েল পাখি। আলমনগর, খুলনা, ১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৯
টমেটোর ভরা মৌসুম চলছে। মাঠে মাঠে কৃষকেরা ব্যস্ত সময় পার করেছেন। খেত থেকে টমেটো তুলছেন কৃষক। দাউদকান্দি, কুমিল্লা, ১ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ৯
বসন্তে গাছের পুরোনো পাতা ঝরে গিয়ে ডালে ডালে নতুন পাতা আসতে শুরু করেছে। প্রকৃতি সাজছে নতুন রূপে। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১ মার্চ
ছবি: সাইয়ান
৬ / ৯
সিলেটের সবচেয়ে বড় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজার নগরের কালীঘাট বাজার। পবিত্র রমজানের আগে পাইকারি ও খুচরা বিক্রেতার সমাগমে জমজমাট হয়ে ওঠে বাজারটি। কালীঘাট বাজার, সিলেট, ১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৭ / ৯
নগরের পাইকারি বাজার কালীঘাটে তেজপাতা বিক্রি করতে এসেছেন বিক্রেতা। কালীঘাটে, সিলেট, ১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৮ / ৯
পাহাড়ের আঁকাবাঁকা পথে এভাবেই ঝুঁকিপূর্ণভাবে যাত্রী নেওয়া হয় নিষিদ্ধ চাঁদের গাড়িতে। বাঘাইছড়ি, রাঙামাটি, ১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ৯
পাহাড়ি এক তরুণ ঘরের ছাউনিতে ব্যবহারের জন্য বন থেকে শণ আনছেন। সাজেক রুইলুইপাড়া, রাঙামাটি, ১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা