একঝলক (২০ জানুয়ারি, ২০২৪)

১ / ২১
রাঙামাটির বিভিন্ন স্থানে উৎপাদিত আনারস বিক্রির জন্য আনা হয়েছে। এসব আনারস পাইকারি দরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে। সমতা ঘাট, রাঙামাটি, ২০ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
সিলেটের সুরমা নদী। বর্ষায় পানিতে টইটম্বুর থাকলেও শুষ্ক মৌসুমে এর বুকে জেগে ওঠে চর। সুরমার নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে চলছে খননকাজ। টুকেরবাজার এলাকা, সিলেট, ২০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
নিজের বাগান থেকে তেজপাতা সংগ্রহ করে বিক্রির জন্য বাজারে এনেছেন এই নারী। রাঙামাটি, ২০ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
শীতের সকালে জমিতে মই দিচ্ছেন এক ব্যক্তি। বাদেয়ালী গ্রাম, সিলেট, ২০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৫ / ২১
খেত থেকে মিষ্টিকুমড়া তুলে ঝুড়িতে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক। গোয়ালন্দ, রাজবাড়ী ২০ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৬ / ২১
দুই দিকে শর্ষেখেত। মাঝখানের মেঠো পথ ধরে হেঁটে পড়তে যাচ্ছে এক কিশোর। কামালবাজার এলাকা, সুরমা, সিলেট, ২০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ২১
বাগান থেকে গাছ কেনার পর ঘোড়াটানা গাড়িতে করে তা করাতকলে নিয়ে যাওয়া হচ্ছে। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৮ / ২১
দাউদকান্দির তিনপাড়া এলাকায় নিজের জমিতে টমেটোগাছের পরিচর্যা করছেন কৃষক দম্পতি সাইফুল ইসলাম ও কোহিনুর বেগম। কুমিল্লা, ২০ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২১
সন্তোষী এলাকায় নিজের খেতের মুলা তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন কৃষক সরোয়ার মোল্লা। নগরকান্দা, ফরিদপুর, ২০ জানুয়ারি
ছবি : আলীমুজ্জামান
১০ / ২১
গমখেতে ইউরিয়া সার ছিটিয়ে দিচ্ছেন কৃষক। সাপানিয়া, বরিশাল, ২০ জানুয়ারি
ছবি: সাইয়ান
১১ / ২১
শিশুর জন্য সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকান থেকে শীতবস্ত্র কিনছেন এক ব্যক্তি। বাদুরতলা এলাকা, কুমিল্লা, ২০ জানুয়ারি
ছবি: এম সাদেক
১২ / ২১
সকালের রোদে রেললাইনের ওপর খেলনা ঘোড়ার গাড়ি চালানোর চেষ্টা শিশুটির। একটু দূরে বসে শিশুর খেয়াল রাখছেন মা। দৌলতপুর, খুলনা, ২০ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২১
শীত বেড়ে যাওয়ায় সড়কের পাশে পুরোনো কম্বল কিনছেন অনেকে। প্রতিটি কম্বল মানভেদে ৫০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছাতিপট্টি এলাকা, কুমিল্লা, ২০ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৪ / ২১
সাতসকালে শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছেন তাঁরা। খলেয়া এলাকা, রংপুর, ২০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্বাপর সহিংসতা পরিস্থিতির প্রতিবাদে মহানগর ও জেলা পূজা উদ্‌যাপন পরিষদের মানববন্ধন। পিকচার প্যালেস মোড়, খুলনা , ২০ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২১
ঘনকুয়াশা ও শীত উপেক্ষা করে হেঁটে কাজে ছুটছেন শ্রমিকেরা। পাগলাপীর, রংপুর, ২০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
সাতক্ষীরার ইকরামুল ইসলাম মৌবাক্স এনে বসিয়েছেন পাবনার এক শর্ষেখেতের পাশে। সাধারণত ৫ থেকে ৭ দিন পরপর মধু সংগ্রহ করা হলেও শীতের কারণে রোদ না থাকায় ১৫ দিন পর তা সংগ্রহ করা হচ্ছে। খোদাইরপুর, পাবনা, ২০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
নদীর ঘাটে পড়ে আছে মৎস্যজীবীর নৌকা। সেখানে ধোয়ামোছার কাজ করছেন নদীপারের মানুষ। টুকেরবাজার এলাকা, সিলেট, ২০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
বীজ উৎপাদনের জন্য সূর্যমুখী ফুলের চাষ করেছে বিএডিসি। ফুলে ফুলে ঘুরছে পাখি। বিএডিসি খামার, টেবুনিয়া, পাবনা, ২০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২০ / ২১
শীতে চা-বাগানে পাতা তোলা কাজ কম। এই সময়ে চা-গাছের পাতা ছেঁটে দেওয়া হয়। দা দিয়ে চা-গাছের মাথা ছেঁটে দিচ্ছেন নারী শ্রমিক। তারাপুর চা-বাগান, সিলেট, ২০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
জমিতে একই সঙ্গে গম ও শর্ষে চাষ করেছেন এই কৃষক। খেতের আগাছা পরিষ্কার ও পরিচর্যায় ব্যস্ত তিনি। খোদাইরপুর, পাবনা, ২০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ