বাড়ির আঙিনায় বাগানে নানা জাতের ফুল ফুটে আছে। সেখানে গোলাপ যেন সব ফুলের মধ্যমণি। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২৪ মার্চছবি: সাদিক মৃধা
২ / ২০
বাড়ির উঠানে আপনমনে জোলাভাতি খেলায় মগ্ন এক শিশু। কাফুরা এলাকা, গেরদা, ফরিদপুর, ২৪ মার্চছবি: আলীমুজ্জামান
৩ / ২০
হারভেস্টার যন্ত্রের সাহায্য কৃষকের গম কেটে মাড়াই করে দেওয়া হচ্ছে। এ কাজে যন্ত্রের মালিক কৃষকের কাছ থেকে বিঘাপ্রতি তিন হাজার টাকা নিচ্ছেন। কাফুরা এলাকা, গেরদা, ফরিদপুর, ২৪ মার্চছবি: আলীমুজ্জামান
৪ / ২০
ডিঙিনৌকা মেরামতে ব্যস্ত কারিগরেরা। বড়, মাঝারি ও ছোট ডিঙিনৌকা ডাঙায় তোলা হয়েছে শুষ্ক মৌসুমে। কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গেছে। নৌকায় মালামাল বহন কমেছে বিধায় মালিকপক্ষ নৌকা মেরামত করে নিচ্ছে। বর্ষায় হ্রদের পানি বেড়ে গেলে তখন নৌকার কদর বাড়বে। ঝুলুক্কে পাহাড়ঘাট, রাঙামাটি, ২৪ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
ব্যস্ত মহাসড়কে ট্রাক থামিয়ে তোলা হয় গাছের গুঁড়ি। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বড়তাকিয়া বাজার এলাকা, মিরসরাই, ২৪ মার্চছবি: ইকবাল হোসেন
৬ / ২০
রোজায় ইফতারে বেলের শরবত অনেকের কাছে প্রিয়। তাই এ সময়ে বেড়েছে বেলের চাহিদা ও দাম। রাঙামাটি সদরের কুতুকছড়ি হাটে বেলের বেচাকেনাও বেড়েছে। কুতুকছড়ি, রাঙামাটি, ২৪ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২০
চৈত্রের এই সময় পুকুরের পানি শুকিয়েছে। তাই পুকুরের ভেতর কাটা নালার পানিতে থাকা মাছ তুলে নিচ্ছেন জেলেরা। বর্ষার পানি এলে আবার মাছ ছাড়া হবে এখানে। দ্বীপচর, পাবনা, ২৪ মার্চছবি: হাসান মাহমুদ
৮ / ২০
নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিলে পেঁয়াজের আকৃতি বাড়ে। নিজের পেঁয়াজের খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। কদিন পরই তোলার জন্য পরিপক্ব হবে এসব পেঁয়াজ। রাধাকান্তপুর, পাবনা, ২৪ মার্চছবি: হাসান মাহমুদ
৯ / ২০
বগুড়া-ঢাকা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যানবাহন। এতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। হামছায়াপুর এলাকা, শেরপুর, বগুড়া, ২৪ মার্চছবি: সোয়েল রানা
১০ / ২০
গ্রামাঞ্চলের কৃষিজমিতে ইটভাটা তৈরির প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। চরাঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। পরিবেশের জন্য হুমকি হলেও এসব দেখার যেন কেউ নেই। চর সদিরাজপুর, দোগাছি, পাবনা, ২৪ মার্চছবি: হাসান মাহমুদ
১১ / ২০
চৈত্র মাস এলেই শুরু হয় নিপুণ কারিগর বাবুই পাখির বাসা তৈরির কাজ। জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে বাচ্চা দেয় বাবুই পাখিরা। বানাসুয়া বাজার এলাকা, কুমিল্লা, ২৪ মার্চছবি: এম সাদেক
১২ / ২০
আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা উৎসব। উৎসব সামনে রেখে আবিরের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। রাজগঞ্জ বাজার এলাকা, কুমিল্লা, ২৪ মার্চছবি: এম সাদেক
প্রকৃতিতে গরম বাড়ছে। তাই নদীর তীরে বসবাসকারীদের অনেকে কীর্তনখোলা নদীর পানিতে গোসল করতে এসেছেন। রসুলপুর, বরিশাল, ২৪ মার্চছবি: সাইয়ান
১৫ / ২০
আগাছা প্রতিরোধে বিশেষ পদ্ধতিতে মরিচের চারা রোপণ করছেন চাষিরা। জমি উঁচু করে সেখানে পলিথিন দেওয়া হয়েছে। সেই পলিথিন ফুটো করে মরিচের চারা রোপণ করা হচ্ছে। মোলংহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৪ মার্চছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে নিজ হাতে তৈরি করা রংবেরঙের নকশিকাঁথা বিক্রি করতে এসেছেন সিরাজুল ইসলাম। একেকটির দাম প্রকারভেদে ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। সূত্রাপুর এলাকা, রংপুর, ২৪ মার্চছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
ধানখেতের আগাছা পরিষ্কার করছেন কৃষক গৌরাঙ্গ চন্দ্র সরকার। উন্নত জাতের নেপিয়ার ঘাসগুলো গবাদিপশুর জন্য নিজ বাড়ি নিয়ে যাবেন। দৌলতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ মার্চছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২০
কলা কেটে সাইকেলে বাড়ি ফিরছেন একজন। এ কলাকে স্থানীয়ভাবে ঠইটো কলা বলা হয়। পশ্চিম বিল পাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২৪ মার্চ।ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২০
ঠেলায় করে আনারস বিক্রির জন্য বেরিয়েছেন বিক্রেতা। সেখান থেকে আনারস কিনতে দরদাম করছেন দুই শ্রমিক। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ২৪ মার্চছবি: আনিস মাহমুদ
২০ / ২০
ফেরি করে প্যান্ট ও শার্টের কাপড় বিক্রির জন্য জন্য বেরিয়েছেন তিনি। নগরের বিভিন্ন এলাকায় ঘুরে এসব বিক্রি করবেন। মেন্দিবাগ এলাকা, সিলেট, ২৪ মার্চছবি: আনিস মাহমুদ