একঝলক (১৭ নভেম্বর, ২০২২)

১ / ১৭
ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলস্টেশন চত্বরে প্রতি বৃহস্পতিবার বসে কবুতরের হাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতার ভিড় বাড়তে থাকে। লক্ষ্মীপুর রেলস্টেশন চত্বর, ফরিদপুর, ১৭ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
২ / ১৭
চলনবিলের আমন ধান কাটা-মাড়াই ঘিরে উপজেলার নয়াবাজারে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ শ্রমিকের হাট। গুরুদাসপুর, নাটোর, ১৭ নভেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ১৭
জমি থেকে কাঁচা টমেটো তুলে এনে পাকানোর জন্য ইথোফেন স্প্রে করা হয়। যদিও নিয়ম টমেটো গাছে থাকা অবস্থায় ৩৯ শতাংশ পাকার পর এই স্প্রে নির্ধারিত মাত্রায় করা যায়। এখন ইথোফেনের কারণে টমেটো পাকা মনে হলেও ওগুলোতে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায় না। এসব টমেটো প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছয় ঘাঁটি, গোদাগাড়ী, রাজশাহী ১৭ নভেম্বর
ছবি শহীদুল ইসলাম
৪ / ১৭
সড়কের ওপর ধানমাড়াইয়ে ব্যস্ত নারী-পুরুষেরা। নীলকণ্ঠ, রংপুর, ১৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
নিষেধ অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে ব্যাটারিচালিত রিকশা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১৭ নভেম্বর
ছবি: এম সাদেক
৬ / ১৭
মাছ শিকারের আশায় খালের দুই পাশে জাল পাতা হয়েছে। নান্দাইল, বামনী খাল, ময়মনসিংহ, ১৭ নভেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ১৭
চালের কুঁড়াবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের টাটকপুর এলাকায় পৌঁছানোর পর ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ভেতরে আটকে পড়েন চালক ‌উত্তম কুমার (৩২)। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের সামনের অংশ কেটে চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন। বিরামপুর, দিনাজপুর, ১৭ নভেম্বর
ছবি: প্রথম আলো
৮ / ১৭
মৌলভীবাজারের হাকালুকি হাওরে জালে ধরা পড়া বোয়াল মাছ। জুড়ী, মৌলভীবাজার, ১৭ নভেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
৯ / ১৭
বিলে পানি শুকিয়ে যাওয়ায় মাছ শিকারের অপেক্ষায় একঝাঁক বক। হাকালুকি হাওর, জুড়ী, মৌলভীবাজার, ১৭ নভেম্বর
ছবি: কল্যাণ প্রসূন।
১০ / ১৭
চা-বাগানে মেশিনের সাহায্যে পানি দেওয়া হচ্ছে। জেরিন চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৭ নভেম্বর
ছবি: শিমুল তরফদার
১১ / ১৭
কেবল পুরুষ হরিণের শিং থাকে। হরিণের শিং অনেক সময় পড়ে যায় পরে আবার গজায়। সুন্দরবন, খুলনা, ১৪ নভেম্বর
ছবি- হাসান মাহমুদ
১২ / ১৭
চট্টগ্রামের সন্দ্বীপের রহমতপুর সৈকতে একটি রেস্তোরাঁ আর্জেন্টিনা পতাকার রঙে সাজানো হয়েছে। চট্টগ্রাম, ১৭ নভেম্বর
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৩ / ১৭
ফুলবাড়ীতে মাদক ও বাল্যবিবাহ বন্ধে চার শতাধিক শিক্ষার্থীর শপথ। কুড়িগ্রাম, রংপুর, ১৭ নভেম্বর
ছবি: সফি খান
১৪ / ১৭
বরেন্দ্রভূমির এক পেয়ারাবাগানে পরিচর্যার কাজ করছেন এক সাঁওতাল নারী। ঝিলিম, চাঁপাইনবাবগঞ্জ, ১৬ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৫ / ১৭
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বগুড়ার আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ শোভাযাত্রা বের করেন। আলতাফুন্নেছা খেলার মাঠ ,বগুড়া শহর, ১৭ নভেম্বর
ছবি: প্রথম আলো
১৬ / ১৭
ওএমএস চাল কিনতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন। মুরাদপুর মোড়ে, চট্টগ্রাম, ১৭ নভেম্বর
ছবি: জুয়েল শীল
১৭ / ১৭
কয়েক দিন ধরে সিএনজি গ্যাসপাম্পগুলোতে গ্যাসের চাপ কম। তাই গ্যাস পেতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় সিএনজিচালিত অটোরিকশার চালকদের। চট্টগ্রাম, ১৭ নভেম্বর
ছবি: জুয়েল শীল