এক ঝলক (২৮ ফেব্রুয়ারি ২০২৫)

১ / ১৮
পানিতে ভেসে বেড়াচ্ছে হাঁস। তংপ্রুপাড়া, বান্দরবান, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
২ / ১৮
দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্প যাত্রাপালা প্রায় বিলুপ্তির পথে। বর্তমান প্রজন্মকে সেই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পাবনায় যাত্রাপালার আয়োজন করা হয়। ‘আলোমতি প্রেমকুমার’ যাত্রাপালাটি উপভোগ করেন দর্শকেরা। মুক্তমঞ্চ, স্বাধীনতা চত্বর, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৮
পোষা ছাগলগুলো নিয়ে রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছেন এক নারী। নিকলীর মজলিশপুর এলাকা, কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ১৮
খেত থেকে লাঙল দিয়ে আলু তুলছেন কৃষক। ভেলানগর, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৮
আমের মুকুলে মৌমাছির আনাগোনা। সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের সাম্পারি রিসোর্ট প্রাঙ্গণ, রাঙামাটি, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
সাজেকে আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি ও রিসোর্ট কটেজের ধ্বংসাবশেষ দেখছেন স্থানীয় লোকজন। সাজেক রুইলুই পর্যটনকেন্দ্র, বাঘাইছড়ি, রাঙামাটি, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৮
পাহাড়ের পাদদেশ থেকে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন দুই তরুণী। সাজেক রুইলুই মোন আদাম এলাকা, বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৮
সারা বছরের তুলনায় পবিত্র রমজান মাসে মুড়ির চাহিদা বেড়ে যায়। চাহিদা মেটাতে মুড়ির কারখানায় শ্রমিকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। আশরাফাবাদ এলাকা, কামরাঙ্গীরচর চর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৯ / ১৮
খুলনায় শেষ হয়েছে মাসব্যাপী একুশে বইমেলা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব নিয়ে বইমেলায় আসেন। গণগ্রন্থাগার প্রাঙ্গণ, খুলনা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৮
বোরো ধানের খেতে সার দিচ্ছেন কৃষক ফিরোজ শেখ। সমেশপুর, কৈজুরী, ফরিদপুর, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৮
বসন্তে ফোটা শিমুল ফুলে রঙিন হয়েছে গাছ। লাল রঙে বেড়েছে চারপাশের সৌন্দর্য। পসরা, কৈজুরী, ফরিদপুর ২৮ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
মাঠ থেকে আলু তোলার মৌসুম চলছে। আলু তুলে বাড়িতে নিয়ে যাচ্ছেন একদল কৃষক। দুপচাঁচিয়া, বগুড়া, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রির জন্য সারা দেশে পাঠানো হয় পাবনার চরাঞ্চলে উৎপাদিত কলা। পবিত্র রমজানের আগমন উপলক্ষে চাহিদা বাড়ায় বর্তমানে কিছুটা বেড়েছে কলার দাম। মানভেদে প্রতি হালি কলা পাইকারিতে বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়। বড়বাজার, পাবনা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৮
পবিত্র রমজান মাসে ইফতারির অন্যতম অনুষঙ্গ খেজুরের চাহিদা বেড়ে যায়। রমজানের আগে তাই বাজারে খেজুরের বেচাকেনা বেড়েছে। মান ও প্রকারভেদে খুচরায় প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। বড়বাজার, পাবনা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
চা-বাগানের মেঠো পথ ধরে গরু নিয়ে যাচ্ছেন এক নারী চা-শ্রমিক। সিলেট, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৮
মৌসুমের প্রথম চা–পাতা চয়ন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। চা–গাছ থেকে পাতা সংগ্রহ করছেন নারী শ্রমিকেরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৮ ফেব্রুয়ারি
ছবি: শিমুল তরফদার
১৭ / ১৮
শোভা ছড়াচ্ছে রঙিন অশোক ফুল। মৌলভীবাজার, ২৮ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১৮ / ১৮
জমি থেকে শর্ষেগাছ নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। মিঠাপুকুর, রংপুর, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম