একঝলক (১৯ মার্চ ২০২৩)

১ / ১৪
গরম পড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে ডাবের। স্থানীয় এক পাইকার ডাব কিনে নিয়ে যাচ্ছেন নৌকায়। পুরান পাড়া, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১৯ মার্চ।
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৪
চান্দের গাড়িতে নেওয়া হচ্ছে পণ্য। কিজিং আদাম এলাকা, কুদুকছড়ি, রাঙামাটি, ১৯ মার্চ।
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৪
প্রায় ১৩ বিঘা জমিতে ইস্পাহানি জাতের আলু রোপণ করেছিলেন কৃষক আবদুস সালাম। মাঠ থেকে আলু তুলে সড়কে স্তূপ করে রেখেছেন। ভাটগ্রাম, নন্দীগ্রাম উপজেলা, বগুড়া, ১৯ মার্চ।
ছবি: সোয়েল রানা
৪ / ১৪
খাবার খাচ্ছে চড়ুই পাখি। ফরাজি পাড়া, খুলনা, ১৯ মার্চ।
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৪
রোজায় ইফতারে বাঙালিদের প্রধান খাদ্য মুড়ি। মুড়ি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। কুমিল্লা বিসিক শিল্প নগরী, ১৯ মার্চ।
ছবি: এম সাদেক
৬ / ১৪
বৃষ্টির মধ্যেও ওএমএসের পণ্য কিনতে মানুষের ভিড়। বন্দরবাজার, সিলেট, ১৯ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৪
গ্রামের পথে মাছ বিক্রি করতে সাইকেলে ছুটছেন দুই বিক্রেতা। শেখপাড়া, রংপুর, ১৯ মার্চ।
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৪
আলু তোলা শেষে ঘোড়ার গাড়িতে করে হিমাগারে সংরক্ষণ করতে যাচ্ছেন কৃষকেরা। ময়নাকুঠি, রংপুর, ১৯ মার্চ।
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৪
পাহাড়ি কাঠের তৈরি সাম্পান মেরামত করছেন এক কারিগর। হ্রদের পানি কমে গেলে এই নৌকার কদর কমে। রিজার্ভ বাজার বোট ঘাট, রাঙামাটি, ১৯ মার্চ।
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৪
খুলনা বিআইডিসি সড়কের পয়োনিষ্কাশনব্যবস্থা পুনর্নির্মাণের কাজ চলছে। তাই পুরোনো ড্রেনের পানি ফেলা হচ্ছে সড়কের ওপর। দুর্ভোগে পড়েছেন মানুষ। পিপলস মোড়, খুলনা, ১৯ মার্চ।
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৪
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর দাবিতে প্রতিবাদী অনশনে যুবক হুমায়ূন আহমেদ ওরফে রুমেল। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১২ / ১৪
রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পিচ্ছিল হয়ে পড়েছে। সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পেয়ারাবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের সীতাকুণ্ডে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে। বক্তারপাড়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৯ মার্চ
ছবি: প্রথম আলো
১৩ / ১৪
ফ্ল্যাটের বারান্দায় ভিডিও ক্যামেরা নিয়ে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৯ মার্চ
ছবি: দিনার মাহমুদ
১৪ / ১৪
চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে ভাঙার জন্য আনা স্ক্র্যাপ জাহাজ থেকে লাইফবোটগুলো সংগ্রহ করা হয়েছে। সেগুলো মেরামত করে বিক্রি করা হয়। এই লাইফবোট দুটি বিক্রির পর ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। সোনাইছড়ি, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৯ মার্চ
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস