পানি শুকিয়ে যাওয়া পুকুরে মাছ ধরছে শিশু–কিশোরেরা। হিলড়া গ্রাম, মির্জাপুর, টাঙ্গাইল, ১৮ এপ্রিল ২০২৫ছবি: প্রথম আলো
২ / ১৭
পাবনা শহরের দু–একটি সিএনজি স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেই সমস্যার শুরু হয়ে যায়। দীর্ঘ সময় লম্বা লাইনে অপেক্ষার পর গ্যাস পান ক্রেতারা। মেরিল বাইপাস, পাবনা, ১৮ এপ্রিল ২০২৫ছবি: হাসান মাহমুদ
৩ / ১৭
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। কয়েক দিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মণ, বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। হাজিরহাট, পাবনা, ১৮ এপ্রিল ২০২৫ছবি: হাসান মাহমুদ
৪ / ১৭
গোখাদ্য হিসেবে ভুট্টাগাছের ডগা কেটে নিচ্ছেন এক গৃহবধূ। ভাসানচর এলাকা, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৮ এপ্রিল ২০২৫ছবি: আলীমুজ্জামান
৫ / ১৭
বাড়ির পাশে কুমার নদের একাংশে বেড় জাল দিয়ে ঘিরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন দুই জেলে। জ্ঞানদে এলাকা, মাচ্চার, সদর উপজেলা, ফরিদপুর, ১৮ এপ্রিল ২০২৫ছবি: আলীমুজ্জামান
৬ / ১৭
বাড়ির সামনে তিস্তার চর। সেখানে দড়ি লাফ খেলায় মেতেছে একদল শিশু। গঙ্গাচড়া, রংপুর, ১৮ এপ্রিল ২০২৫ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৭
তিস্তার চরে আগাম জাতের বোরো ধান পাকতে শুরু করেছে। সেই ধান কেটে নৌকায় পার করে আনছে এক কৃষক পরিবার। রাজবল্লভ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৮ এপ্রিল ২০২৫ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৭
মাছরাঙা পাখিটি কাপ্তাই হ্রদের মাঝে থাকা বাঁশের খুঁটিতে বসে আছে। দীঘলছড়ি, রাঙামাটি, ১৮ এপ্রিল ২০২৫ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৭
মা ও মেয়েশিশু কাপ্তাই হ্রদে ছোট চিংড়ি ও মাছ আহরণের পর জেগে ওঠা চরে বসে খাবার সেরে নিচ্ছেন। রাজদ্বীপ পূর্ব এলাকা, রাঙামাটি, ১৮ এপ্রিল ২০২৫ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৭
কাপ্তাই হ্রদের পানি কমছে। হরেক রকমের মাছ আটকায় জালে। ঘোনায় কাচকি জাল ফেলেছে কয়েকজন জেলে। তৈমিদুং গ্রাম, রাঙামাটি, ১৮ এপ্রিল ২০২৫ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৭
গাছে গাছে ঝুলছে দৃষ্টিনন্দন জামরুল ফুল। সেই ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছি। শ্রীপুর, গাজীপুর, ১৮ এপ্রিল ২০২৫ছবি: সাদিক মৃধা
১২ / ১৭
পাবনার চাটমোহর উপজেলা থেকে সদরে কৃষিকাজ করতে এসেছেন তাঁরা। ৬০০ টাকা দিনমুজরির পাশাপাশি তাঁদের খাবার জোগান দেন গৃহস্থ। কাজের ফাঁকে দুপুরের খাবার খাচ্ছেন এসব দিনমজুর। গাছপাড়া, পাবনা, ১৮ এপ্রিল ২০২৫ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৭
রাজধানীর ব্যস্ততম সড়ক মিরপুর রোড। এই সড়কের কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত এলাকায় চলছে ভূগর্ভস্থ উচ্চগতির বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপনের কাজ। এ জন্য খোঁড়া হয়েছে সড়ক। এতে সড়ক সরু হয়ে যানজট যেমন বেড়েছে তেমনি চলাচলকারীরা ঝুঁকি নিয়ে চলছেন। দুর্ভোগে পড়েছে মানুষ, ১৮ এপ্রিল ২০২৫ছবি: জাহিদুল করিম
১৪ / ১৭
বাংলাদেশের সড়ক-মহাসড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে বেডফোর্ড ট্রাক। এসব ট্রাকের বয়স ৪০ থেকে ৬০ বছরের ওপরে হলেও এখনো চলা থামেনি। ফিটনেসবিহীন এসব গাড়ির রূপ আর রং নতুন করা হলেও পুরোনো ইঞ্জিন সারাই করতে গলদঘর্ম হতে হচ্ছে মেকানিকদের। দ্বীপনগর, গাবতলী, ১৮ এপ্রিল ২০২৫ছবি: দীপু মালাকার
১৫ / ১৭
সংস্কারের অভাবে পয়োনিষ্কাশনের লাইন অবরুদ্ধ থাকায় গতকালের সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সকালে সিটি করপোরেশনের কর্মীরা এসে লাইন পরিষ্কার করেন। ধোলাইখাল, ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ছবি: দীপু মালাকার
১৬ / ১৭
গত কয়েক দিন বৃষ্টি হচ্ছে। ফেলে রাখা টায়ারে জমেছে পানি। যা মশার উপযোগী আবাসস্থল। তাই আশঙ্কা থাকছে মশার উপদ্রব বেড়ে যাওয়ার। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা, ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ছবি: জাহিদুল করিম
১৭ / ১৭
পদচারী–সেতু থাকার পরও সড়ক বিভাজকের ভেতর দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। নিউ মার্কেট এলাকা, ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ছবি: শুভ্র কান্তি দাশ