একঝলক (১৪ মে ২০২৪)

১ / ২৮
রেললাইনের পাশে দোকানপাট বসানোর নিষেধাজ্ঞা অমান্য করে খোদ সাইনবোর্ড ঢেকেই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ট্রেন এলে তাঁরা ছাতা টেনে ধরে দোকান রক্ষা করেন। জুরাইন, মে
ছবি: দীপু মালাকার
২ / ২৮
সিলেট শহরের কাজীটুলায় সড়কের পাশের কৃষ্ণচূড়াগাছে ফুটেছে ফুল। সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৮
বাজারে উঠতে শুরু করেছে রসে ভরা মৌসুমি ফল তালশাঁস। তবে দাম বেশ চড়া। আকৃতিতে ছোট হলেও প্রতিটি শাঁস ১০ টাকা বা একটি তাল বিক্রি হচ্ছে ৩০ টাকায়। স্বাধীনতা চত্বর, পাবনা, ১৪ মে
ছবি: হাসান মাহমুদ
৪ / ২৮
কেরানীগঞ্জের কদমতলী থেকে টিফিন ক্যারিয়ারে করে ঢাকার বিভিন্ন দোকানে ভাত বিক্রি করতে আসছেন কেরামত আলী। একজনের দুপুরের খাবার জন্য তিনি নেন ৬০ টাকা। বাবুবাজার, ১৪ মে
ছবি: দীপু মালাকার
৫ / ২৮
ছানাকে খাওয়াচ্ছে এক মা চড়ুই পাখি। ভাটকান্দি এলাকা, বগুড়া, ১৪ মে
ছবি: সোয়েল রানা
৬ / ২৮
বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তারের জঞ্জাল এখন শহরাঞ্চলের চিরচেনা দৃশ্য। সেখানেই আপন মনে বাসা বেঁধেছে শালিক। বালিয়াহালট, পাবনা, ১৪ মে
ছবি: হাসান মাহমুদ
৭ / ২৮
ব্যস্ত সড়ক খুঁড়ে রেখে দীর্ঘদিন ধরে চলছে পয়োনালা সংস্কারের কাজ। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশনা দিয়ে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু ভোগান্তিতে চলাচলকারীরা। সৈয়দ নজরুল ইসলাম সরণি, বংশাল, ১৪ মে
ছবি: দীপু মালাকার
৮ / ২৮
পাকা বটফল খাওয়ার আশায় বসন্তবাউরি পাখি। দাঁড়াইল বাজার, গাবতলী, বগুড়া, ১৪ মে
ছবি: সোয়েল রানা
৯ / ২৮
কয়েক দিনের শীতল আবহাওয়ার পর আবার বেড়েছে গরম। বৈশাখের শেষ দিন সিলেটে তপ্ত দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরছে তিন শিক্ষার্থী। চলার পথে নানাভাবে রোদ আড়াল করার চেষ্টা। ঝালোপাড়া এলাকা, সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৮
কচুরিপানার ভিড়ে বুড়িগঙ্গা নদীতে চলাচলে বিপাকে পরে মাঝিরা। মিটফোর্ড ঘাট এলাকা, ১৪ মে
ছবি: দীপু মালাকার
১১ / ২৮
বাঁশের ঝুড়ি বুনছেন পাহাড়ি নারী। আম, কাঁঠাল, লিচুসহ হরেক রকমের মৌসুমি ফল বহনে এ ঝুড়ির চাহিদা রয়েছে বেশ। ঘিলাছড়ি নিচপাড়া এলাকা, নানিয়ারচর, রাঙামাটি, ১৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৮
ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সঙ্গে তিন চাকার যানবাহন বেপরোয়া গতিতে চলছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তিলক এলাকা, কাশিপুর, বরিশাল, ১৪ মে
ছবি: সাইয়ান
১৩ / ২৮
সড়কের ওপর ময়লা–আবর্জনা ও নির্মাণসামগ্রী ফেলে রাখায় চলাচলে ভোগান্তি। রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায়। ১৪ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২৮
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দর্শনদেউড়ি এলাকায় নর্দমার সংস্কারকাজ করছে সিলেটে সিটি করপোরেশন। সড়কে নর্দমার ময়লা-আবর্জনা ও নির্মাণসামগ্রী ফেলে রাখায় ভোগান্তি নিয়ে চলছে মানুষ ও যানবাহন। সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৮
ঢাকার পাইকারি সবজি বাজারে বিক্রির জন্য কৃষকের কাছ থেকে কেজি শজনে ৭৫–৮০ টাকায় কিনেছেন ব্যবসায়ী আতাউর রহমান। নওহাটা হাট, পবা, রাজশাহী, ১৪ মে
ছবি: শহীদুল ইসলাম
১৬ / ২৮
রাজধানীর সবচেয়ে প্রশস্ত সড়ক ১৪ লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়ে চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে প্রায়ই বেশি গতিতে গাড়ি ও বাইক চলছে। গতিসীমা রোধে গুলশান ট্রাফিক পুলিশের আজ বিকেলে সেখানে অভিযান চালায়
ছবি: সাজিদ হোসেন
১৭ / ২৮
পাহাড়ের পোড়ামাটিতে জুম ধানসহ বিভিন্ন ফসলের বীজ বুনছেন জুমচাষি পাহাড়ি দম্পতি। বড়াদম এলাকা, রাঙামাটি, ১৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২৮
খড়কুটোর আগুনে ধান সেদ্ধ করছেন এই গৃহিণী। নয়াপাড়া এলাকা, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৮
প্রচণ্ড রোদে মা ও মেয়ে এক ছাতার নিচে আড়াল হয়ে সড়কে ধান শুকাতে দিচ্ছেন। কামদেবপুর এলাকা, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৮
সকাল থেকে মাঠে চরানো গরু নিয়ে বাড়ি ফিরছেন মালিক। গফ্ফার সড়ক, ডুমুরিয়া, খুলনা, ১৪ মে
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২৮
রোদ আর গরম উপেক্ষা করে জমিতে ধান কাটতে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। পানবাজার এলাকা, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৮
মহাসড়কে গাড়ির গতি পরিমাপ করছেন রাজশাহীর ট্রাফিক সার্জেন্ট। কোট মোল্লাপাড়া এলাকা, রাজশাহী, ১৪ মে
ছবি: শহীদুল ইসলাম
২৩ / ২৮
ক্লাসের ফাঁকে গরমে অস্থির শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে থাকা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। মমিনপুর এলাকা, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
২৪ / ২৮
রাজধানীর তাঁতীবাজারে খাওয়ার পানির সংকট। তাই পানির জন্য কলসি নিয়ে একটি বাড়ির পাশে সারিতে দাঁড়িয়েছেন নারীরা। সেখানে মোটরে মাটির নিচ থেকে পানি তোলা হয়। পান্নিটোলা এলাকা, ঢাকা, ১৪ মে
ছবি: আশরাফুল আলম
২৫ / ২৮
কুমিল্লা লালমাই পাহাড়ের কাঁঠাল নিয়ে সড়কের পাশে বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। প্রতিটি কাঁঠাল আকারভেদে ৮০ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি করছেন। বড় ধর্মপুর এলাকা, কুমিল্লা, ১৪ মে
ছবি: এম সাদেক
২৬ / ২৮
খেতের বোরো ধান কেটে ভ্যানে করে বাড়ি ফিরছেন দুই কৃষক। বড় মানিকদি এলাকা, তালমা, নগরকান্দা, ফরিদপুর, ১৪ মে
ছবি: আলীমুজ্জামান
২৭ / ২৮
চট্টগ্রাম থেকে আনা লিচু বিক্রি করতে বসেছেন বিক্রেতা। ১০০ লিচু ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। উকিলপাড়া এলাকা, নারায়ণগঞ্জ, ১৪ মে
ছবি: দিনার মাহমুদ
২৮ / ২৮
ধান কেটে নিয়ে গেছেন চাষি। সেখানে পড়ে থাকা ধানের ছড়া খুঁজছেন এই বয়স্কা নারী। পালপাড়া এলাকা, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম