একঝলক (২৭ ডিসেম্বর ২০২৪)

১ / ১৩
যাযাবর বেদে সম্প্রদায়ের লোকজন সাধারণত নদীতে নৌকায় থাকেন। কিন্তু শীতকালে নদীতে পানি কমে গেল জীবিকা নির্বাহের জন্য তাঁরা স্থলভাগে চলে আসেন। এ সময় তাঁরা দেশের বিভিন্ন জায়গায় এমন ছাপরায় থাকেন। গোয়াইনঘাট, সিলেট, ২৭ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৩
পথের ধারে ফুটে থাকা ফুলের ওপর বসেছে মৌমাছি ও প্রজাপতি। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ২৭ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৩ / ১৩
শীতে কম্বলের বেচাকেনা বেড়ে যায়। ফুটপাতে নানান রকমের কম্বল নিয়ে বসেছেন বিক্রেতা। এখানে ২৫০ থেকে শুরু করে প্রায় ২ হাজার টাকা দামের কম্বল পাওয়া যায়। বন্দরবাজার, সিলেট, ২৭ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
নৌকা তৈরি করছেন কারিগর। রিজার্ভ বাজার, রাঙামাটি, ২৭ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৩
ঝিলিমিলি বেলুন শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে বর্তমানে বেশ জনপ্রিয়। বিক্রির জন্য বেলুন নিয়ে ঘুরছেন বিক্রেতারা। প্রতিটি বেলুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ২৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
বাঁশ–বেতের তৈরি পণ্য তৈরি শেষে রোদে শুকাতে দিচ্ছেন এক কারিগর। কাপ্তানবাজার, কুমিল্লা, ২৭ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৭ / ১৩
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিক্ষার্থীরা। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ২৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৩
তিস্তা নদীতে নৌকা ভাসিয়ে মাছ শিকারের জন্য নেমেছেন এক ব্যক্তি। গঙ্গাচড়া, রংপুর, ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
পদ্মা নদীর পারে ধলার মোড়ে ঘুড়ি উৎসবকে ঘিরে বসেছে মেলা। মেলায় মাটির খেলনার পসরা সাজাচ্ছেন এক দোকানি। ডিক্রির চর, ফরিদপুর, ২৭ ডিসেম্বর
ছবি: আলিমুজ্জামান
১০ / ১৩
বাবা কাজ করছেন চরাঞ্চলে। তাঁর জন্য খাবার নিয়ে নৌকার অপেক্ষায় কিশোর। গঙ্গাচড়া, রংপুর, ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
জমিতে দেওয়ার জন্য নদী থেকে পানি নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। মাধাইনগর, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৭ ডিসেম্বর
ছবি: সাজেদুল আলম
১৩ / ১৩
তিন দিনের ‘জয়নুল উৎসব ২০২৪’ উদ্বোধনের দিনে মেলায় আগত শিশুরা বায়োস্কোপ দেখছে। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ ডিসেম্বর
ছবি: জাহিদুল করিম