একঝলক (৭ জানুয়ারি ২০২৬)

১ / ২৫
পাতার আড়ালে চুপচাপ বসে আছে মাছরাঙা পাখি। ডুমুরিয়া, খুলনা, ৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৫
কিশোরী ফেলানী খাতুনসহ বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন ও গুম এবং বাংলাদেশের ওপর ভারতীয় শাসকগোষ্ঠীর আগ্রাসী ভূমিকার প্রতিবাদে সমাবেশ করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৭ জানুয়ারি
ছবি: মীর হোসেন
৩ / ২৫
জেঁকে বসেছে শীত। সূর্যের দেখা নেই। এমন ঠান্ডা দিনে নদীর পাড়ে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন শ্রমিকেরা। তাইজউদ্দিন মুন্সির ডাঙ্গী, ফরিদপুর, ৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৪ / ২৫
পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের মধ্যে মিল থেকে চাল নিয়ে আড়তের দিকে চলছেন এক ব্যবসায়ী। লাইব্রেরি বাজার সড়ক, পাবনা, ৭ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৫ / ২৫
শীতের বিবর্ণ রং ধারণ করেছে বোরো ধানের চারা। তাই সেচ দিচ্ছেন এই কৃষক। দীঘলকান্দি, সারিয়াকান্দি, বগুড়া, ৭ জানুয়ারি
ছবি সোয়েল রানা
৬ / ২৫
শীতের সকালে জবুথবু হয়ে শিকারের আশায় বসে আছে মাছরাঙা পাখি। পৈলানপুর, পাবনা, ৭ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৭ / ২৫
যমুনা নদীর তীরে ডুবে রাখা নৌকা থেকে মাছ শিকার করছেন এই নারী। সারিয়াকান্দি, বগুড়া, ৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৮ / ২৫
বাজারে আসতে শুরু করেছে চেরি আম। খোসাসহ খাওয়া যায় এই আম। দোকানে চেরি আম সাজিয়ে রাখছেন বিক্রেতা। কান্দিরপাড়, কুমিল্লা, ৭ জানুয়ারি
ছবি: আবদুর রহমান
৯ / ২৫
খাল বেয়ে ডোঙায় চলেছে একটি পরিবার। ডাকাতিয়া বিল, খুলনা, ৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
মরক্কো থেকে সমুদ্রপথে এসেছে টিএসপি সার। লাইটার জাহাজ থেকে ট্রাকে সার তুলছেন শ্রমিকেরা। ৪ নম্বর ঘাট, খুলনা, ৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৫
খেজুর রসের হাঁড়ি থেকে রস খাচ্ছে একটি পাখি। চারঘাট, রাজশাহী, ৭ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১২ / ২৫
সকাল থেকে কুয়াশাচ্ছন্ন চারপাশ, হঠাৎ একচিলতে রোদের উঁকি। এই রোদে গা গরম করে নিচ্ছে ঘুঘু পাখি। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ৭ জানুয়ারি
ছবি: সাদিক মৃধা
১৩ / ২৫
ফুলের ওপর নীল ভ্রমর। বাঁকছড়ি, রাঙামাটি, ৭ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৫
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, ৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৫
সাপ্তাহিক হাট থেকে প্রয়োজনীয় পণ্য কিনে ডিঙিনৌকায় বাড়ি ফিরছেন তাঁরা। বাঁকছড়ি, রাঙামাটি, ৭ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২৫
হাওর–বিল ও মাছের আড়ত থেকে সংগ্রহ করা পুঁটি মাছে লবণ মেশানো হচ্ছে। এরপর মাছগুলো রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করা হবে। ঘাসিটুলা, সিলেট, ৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৫
কুয়াশা থেকে রক্ষার জন্য বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ জানুয়ারি
ছবি: সাজেদুল আলম
১৮ / ২৫
শৈত্যপ্রবাহের মধ্যেও জীবিকার তাগিদে কাজ করছেন দিনমজুর শ্রমিকেরা। পৈলানপুর, পাবনা, ৭ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৫
শীতের সকালে পার্কে এসে রাইডে চড়ে আনন্দে মেতেছে দুই ভাই–বোন। সুরভি উদ্যান, রংপুর, ৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৫
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ। সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ৭ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
২১ / ২৫
পাইকারি বাজার এসেছে মৌসুমি ফল বরই। নানা জাতের বরই বিক্রির জন্য রেখেছেন ব্যবসায়ীরা। সিটি বাজার, রংপুর, ৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৫
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুর্গম চরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে প্রথম আলো বন্ধুসভা। নন্দলালপুর, দিয়ারা নারিকেলবাড়ীয়া, ফরিদপুর, ৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৫
শিশিরভেজা লাউ ফুল। ভুলিরপাড়, কুমিল্লা, ৭ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
২৪ / ২৫
পাকা বট ফল খেতে গাছে কাঠশালিক পাখি। ডলুপাড়া, বান্দরবান, ৭ জানুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
২৫ / ২৫
শৈত্যপ্রবাহে বিভিন্ন বয়সী মানুষের শীতের পোশাকের চাহিদা বেড়েছে। তাই স্বল্প মূল্যে অনেকেই সড়কের পাশে পোশাক কিনতে ভিড় করছেন। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ৭ জানুয়ারি
ছবি: সাইয়ান