১ / ১৮
সামাদ শেখ ও তারক বিশ্বাস গ্রামে গ্রামে ঘুরে ৩০ থেকে ৪০ টাকায় ডাব কেনেন। পরে তা ২০ টাকা লাভে বিক্রি করেন। আজগরা, তেরোখাদা, খুলনা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
হাওরের ডুবন্ত সড়কের ওপর দিয়ে গরুর পাল নিয়ে হেঁটে যাচ্ছে এক রাখাল। গুরুই, নিকলী, কিশোরগঞ্জ, ৫ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১৮
পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনে খুচরা বিক্রির জন্য বাছাই করছেন বিক্রেতা। সিলেটের খুচরা বাজারে পেঁয়াজের কেজি ৭০ টাকা। তোপখানা, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৮
ঘেরের পাশে চাষ করা শসা বিক্রি জন্য পাল্লায় ওজন করা হচ্ছে। প্রতি মণ শসা ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করবেন তাঁরা। বিপ্রো আজগরা, তেরখাদা, খুলনা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৮
প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা খেলনা গাড়ি নিয়ে খেলছে এক শিশু। শোনপচা, কানাইপুর, ফরিদপুর, ৪ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৮
কৃষক ওহাব শেখ নিজের ২০ শতাংশ জমিতে ১০ হাজার টাকা খরচ করে মরিচের চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। বিক্রির আশায় মেয়ে সাদিয়া আক্তারকে সঙ্গে নিয়ে খেত থেকে মরিচ তুলছেন তিনি। বর্তমান বাজারে প্রতি কেজি মরিচ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোলাকুণ্ড, কানাইপুর, ফরিদপুর, ৪ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৮
সিলেট নগরের কিনব্রিজের সংস্কার চলমান থাকায় সেতুটি বন্ধ রয়েছে। সেতু বন্ধ থাকায় নৌকায় নদী পার হয় এলাকাবাসী। নদী পার হওয়ার সময় যাত্রীবাহী নৌকা নদীর মাঝখানে বিকল হয়ে পড়ে। নদীর স্রোতে যাত্রীসহ নৌকা চলে যায় কাজীরবাজার এলাকায়। পরে আরেকটি নৌকার সহযোগিতায় যাত্রীবাহী নৌকাটিকে ঘাটে আনা হয়। সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
পানির অভাবে দূরদূরান্ত থেকে পাট জাগ দিতে এখানে এসেছেন কৃষকেরা। জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর পর পাটকাঠি নিয়ে ঘোড়ার গাড়িতে করে ফিরবেন কৃষকেরা। দেবগ্রামের মুন্সী বাজার, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৮
প্রখর রোদে আইসক্রিম বিক্রির জন্য বেরিয়েছেন এক আইসক্রিমওয়ালা। আইসক্রিম কিনছে এক শিশু। ভার্থখলা, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
নৌকা নিয়ে মাছ শিকারে নেমেছেন এক মৎস্যজীবী। সুরমা নদী, মাছিমপুর, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
প্লাস্টিকের তৈরি পাটি ফেরি করে বিক্রির জন্য বেরিয়েছেন এক বিক্রেতা। এ পাটি ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হবে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৮
জমিতে নিড়ানির কাজ করছেন কৃষিশ্রমিক। বাড়ি থেকে তাঁর জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছেন এই কিশোর। পদাগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৮
সিলেটে বেড়েছে তাপমাত্রা। শরতের প্রখর রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা সবার। রোদ থাকায় পাত্র দিয়ে মুখ ঢেকে গন্তব্যে যাচ্ছেন এক নারী। শাহজালাল, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
কৃষকের ঘরে উঠছে নতুন পাট। সাপ্তাহিক হাটে বিক্রি আশায় পাট নিয়ে যাচ্ছেন কৃষকেরা। হাটে প্রতি মণ পাট ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভাটিকানাইপুর, কানাইপুর, ফরিদপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৮
শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমীকে সামনে রেখে বিশেষ পূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত এক কুমার। আদর্শপাড়া, রংপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
শরতের নীল আকাশে মেঘের ভেলা। নৌকায় পাল তুলে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। লাহারহাট ফেরিঘাট, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ৫ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৭ / ১৮
ড্রাগন ফল বিক্রির আশায় সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। প্রতি কেজি ড্রাগন ফল ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন তিনি। জলেশ্বরীতলা, বগুড়া, ৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৮ / ১৮
নিরাপদ ট্রাফিক সপ্তাহ চলছে। ব্যাটারিচালিত অবৈধ রিকশার দাপটে অতিষ্ঠ শহরবাসী। এতে শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় যানজট লেগেই থাকে। সাতমাথা, বগুড়া, ৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা