শোলার তৈরি ভেলায় ভেসে কুমার নদে দুরন্তপনায় মেতে উঠেছে দুই শিশু। দেওরা, গেরদা, ফরিদপুর, ২৮ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
১৮ / ২৪
বাঁশের বিভিন্ন ধরনের গৃহস্থালি সরঞ্জাম তৈরিতে ব্যস্ত এক নারী। বামনপাড়া, মেহেরপুর, ২৮ জানুয়ারিছবি: আবু সাঈদ
১৯ / ২৪
কাক ও চিলের হাত থেকে বাঁচাতে মশারির ভেতর রাখা হয়েছে মুরগির ছানাকে। উত্তর পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ২৮ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২০ / ২৪
মহাসড়কের পাশে থামানো সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের বাইরে পুকুরে ছিটকে পড়ে মালবাহী ট্রাক। এতে এক মাদ্রাসাশিক্ষার্থীসহ দুজন নিহত হয়। বড় তাকিয়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ২৮ জানুয়ারিছবি: ইকবাল হোসেন
২১ / ২৪
শীতের সকালে ঘোড়া দিয়ে জমির কাদাপানিতে মই দিচ্ছেন এই চাষি। গঙ্গাচড়া, রংপুর, ২৮ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২২ / ২৪
গাছের ওপর বসে আছে কয়েকটি শামুকখোল পাখি। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ২৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানাছবি: সাদিক মৃধা
২৩ / ২৪
বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানের ফেলা ময়লা পানি জমে আছে সড়কে। চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গৌরীপুর দক্ষিণ বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
২৪ / ২৪
টিএমএসএস চিড়িয়াখানা থেকে বেশ কয়েক দিন আগে বানরটি পালিয়ে বেড়াচ্ছে। উৎসুক মানুষেরা খাবারও দিচ্ছেন। মেহেরুন্নেছা মার্কেট এলাকা, বগুড়া, ২৮ জানুয়ারিছবি: সোয়েল রানা