একঝলক (২৮ জানুয়ারি ২০২৬)

১ / ২৪
বাগানে ঝুলে আছে লাল বাসর লতা ফুল। কাঁচিঝুলি, ময়মনসিংহ, ২৮ জানুয়ারি
ছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২৪
রাজশাহীতে বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ডগ স্কোয়াডের সদস্যদের নিরাপত্তা তল্লাশি। হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৮ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
৩ / ২৪
পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো ‘উলুফুল’ বা ঝাড়ুফুল পাইকারি দরে কিনে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। মারমা বাজার, বান্দরবান, ২৮ জানুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৪ / ২৪
দুটি কুকুরছানা খেলায় মেতেছে। তালতলী বাজার, চরবাড়িয়া, বরিশাল, ২৮ জানুয়ারি
ছবি: সাইয়ান
৫ / ২৪
প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। খুব সকালে পলো ও জাল হাতে গ্রামের ছোট-বড়—সবাই নেমে পড়েন উৎসব মুখর পরিবেশে মাছ ধরতে। বালিখলা ফেরিঘাট, কিশোরগঞ্জ, ২৮ জানুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ২৪
সরই ইউনিয়নের লুলাইনপাড়া ও ক্যজুপাড়া এলাকায় গণসংযোগ ও পথসভা করেন বান্দরবান আসনের বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী। লামা, বান্দরবান, ২৮ জানুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৭ / ২৪
সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাজীবাছা নদী দিয়ে ট্রলারে মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৪
ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভাষণ দেবেন। সে উপলক্ষে চলছে মাঠের প্রস্তুতি। বগুড়া, ২৮ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ২৪
চিকন ডালে উড়ে এসে বসেছে সুইচোরা পাখি। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৪
খামার থেকে ডিম আনার পর সাজিয়ে রাখা হচ্ছে। এখান থেকে খুচরা ব্যবসায়ীরা ডিম কিনে নিয়ে যাবেন। বঙ্গবীর রোড, সিলেট, ২৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১১ / ২৪
ডিঙিনৌকাভর্তি জাল নিয়ে দাঁড় টেনে মাছ ধরতে চলছেন একদল জেলে। আর্জেন্টিনা সেতু, রাঙামাটি, ২৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৪
যন্ত্রের সাহায্যে ইট ভাঙা হচ্ছে। এসব ইটের টুকরা নির্মাণকাজে ব্যবহার করা হয়। সিলেট, ২৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৪
কাপ্তাই হ্রদের পানি কমে জেগেছে চর। সেখানে শাকসবজি চাষ ও গবাদিপশু পালনে মানুষের আয়ের উৎস বেড়েছে। লেমুছড়ি, রাঙামাটি। ২৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৪
সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। শুষ্ক মৌসুমে ধুলাবালুর কারণে ভোগান্তি নিয়ে চলতে হয় লোকজনকে। তেমুখী, সিলেট, ২৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৪
শর্ষের ওপর জমেছে শিশিরবিন্দু। নতুন বসতি, মানিকগঞ্জ, ২৮ জানুয়ারি
ছবি: আবদুল মোমিন
১৬ / ২৪
নারী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। ক্লে রোড, খুলনা, ২৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৪
শোলার তৈরি ভেলায় ভেসে কুমার নদে দুরন্তপনায় মেতে উঠেছে দুই শিশু। দেওরা, গেরদা, ফরিদপুর, ২৮ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২৪
বাঁশের বিভিন্ন ধরনের গৃহস্থালি সরঞ্জাম তৈরিতে ব্যস্ত এক নারী। বামনপাড়া, মেহেরপুর, ২৮ জানুয়ারি
ছবি: আবু সাঈদ
১৯ / ২৪
কাক ও চিলের হাত থেকে বাঁচাতে মশারির ভেতর রাখা হয়েছে মুরগির ছানাকে। উত্তর পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ২৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৪
মহাসড়কের পাশে থামানো সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের বাইরে পুকুরে ছিটকে পড়ে মালবাহী ট্রাক। এতে এক মাদ্রাসাশিক্ষার্থীসহ দুজন নিহত হয়। বড় তাকিয়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ২৮ জানুয়ারি
ছবি: ইকবাল হোসেন
২১ / ২৪
শীতের সকালে ঘোড়া দিয়ে জমির কাদাপানিতে মই দিচ্ছেন এই চাষি। গঙ্গাচড়া, রংপুর, ২৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৪
গাছের ওপর বসে আছে কয়েকটি শামুকখোল পাখি। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ২৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
ছবি: সাদিক মৃধা
২৩ / ২৪
বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানের ফেলা ময়লা পানি জমে আছে সড়কে। চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গৌরীপুর দক্ষিণ বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
২৪ / ২৪
টিএমএসএস চিড়িয়াখানা থেকে বেশ কয়েক দিন আগে বানরটি পালিয়ে বেড়াচ্ছে। উৎসুক মানুষেরা খাবারও দিচ্ছেন। মেহেরুন্নেছা মার্কেট এলাকা, বগুড়া, ২৮ জানুয়ারি
ছবি: সোয়েল রানা