একঝলক (৫ সেপ্টেম্বর ২০২২)

১ / ৩০
পদ্মায় জেগে ওঠা চরে চলাচলের পথগুলো সম্প্রতি পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে। গবাদিপশুর জন্য চর থেকে কাটা ঘাস নিয়ে এভাবেই পানি ডিঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। পদ্মাঘাট, পাবনা, ৫ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ৩০
বাস মালিক সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়া প্রত্যাহার, যাত্রী হয়রানি বন্ধ, লাইসেন্সধারী চালক দ্বারা গাড়ি চালানোসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে চরকাউয়ার সাত রুটের যাত্রীরা। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ৫ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৩ / ৩০
সাজেক যাওয়ার পথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি তিন দিন পরও উদ্ধার করা হয়নি। সড়কের পাশে পড়ে থাকা এ গাড়ির জন্য যান চলাচলে ঝুঁকি বেড়েছে। মাচালং সেতু, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ৫ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৩০
চাহিদামতো সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকেরা। নান্দিনা বাজার, জামালপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
৫ / ৩০
সারা বছর পাট বহন করেন এই কাঠের নৌকায়। নৌকাটি মেরামতের কাজ চলবে দুই মাস। মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। দেয়ারা, দিঘলিয়া, খুলনা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৩০
শরতের কাশফুলে ছেয়ে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের আশপাশের পাহাড়গুলো। এখানে এসে কেউ সেলফি তুলছেন আবার কেউ ঘুরে বেড়াচ্ছেন। কুমিল্লা, ৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৭ / ৩০
তিন বছর আগে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু এখনো নির্মাণকাজ শেষ না হওয়ায় গোয়ালন্দ ও ফরিদপুরের ২০ হাজারের বেশি মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৮ / ৩০
নতুন রূপে সেজেছে খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের নন্দন কানন। আলুটিলা, খাগড়াছড়ি, ৪ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ৩০
ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও সড়ক পানিবন্দী হয়ে পড়েছে। পানি মাড়িয়ে চলাচল করছে লোকজন। শাহজালাল উপশহর, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ৩০
প্রতিদিন সকাল ছয়টায় বিভিন্ন স্থান থেকে শ্রমিকেরা জড়ো হন কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে। এখান থেকে দরদাম করে তাঁদের নিয়ে যাওয়া হয় কাজের জন্য। সরঞ্জাম নিয়ে কাজের অপেক্ষায় শ্রমিকেরা। কান্দিরপাড়, কুমিল্লা, ৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১১ / ৩০
বাড়ির পাশের কুমার নদে মশারি দিয়ে তৈরি উছা জালে মাছ ধরছেন এক নারী। বিল মামুদপুর, ফরিদপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১২ / ৩০
খাবারের সন্ধানে নদীর ধারে হেঁটে চলেছে সাদা বক। পেছনে বিশ্রাম নিচ্ছে দুটি পানকৌড়ি। সদিরাজপুর, দোগাছি, পাবনা, ৫ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ৩০
পাবনার হোসিয়ারি শিল্পের সুনাম দেশব্যাপী। এলাকায় সুতার দোকান দিয়ে বসেছেন আক্তার হোসেন। সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে দীর্ঘদিন ঘরে বসে থাকার পর এই ব্যবসায় নেমেছেন তিনি। স্কুলপাড়া, বাংলাবাজার, পাবনা, ৫ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ৩০
সুলভ মূল্যে খোলাবাজারে বিক্রি হওয়া (ওএমএস) চাল কিনতে নিম্নবিত্ত মানুষের ভিড়। চাল কিনতে এসে তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে নারীদের। গৈদারটেক, মিরপুর, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
১৫ / ৩০
কেন্দ্রীয় শহীদ মিনারে খ্যাতিমান গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কফিনে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৬ / ৩০
রাজধানীতে প্রচণ্ড দাবদাহের মধ্যে নামা হঠাৎ বৃষ্টিতে নগরবাসী কিছুটা স্বস্তি পায়। তবে এতে বিড়ম্বনায় পড়েন খেটে খাওয়া মানুষেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৭ / ৩০
সিজিপিএ বাতিল করে ‘ক্যারি অন প্রসেস’ বহালের দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩১তম ব্যাচ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া, ৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৮ / ৩০
প্রচণ্ড গরমের দুপুর শেষে নেমে এল স্বস্তির বৃষ্টি। সে বৃষ্টিতে ভিজতে ভিজতেই স্কুল থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। গিলাতলা, খুলনা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ৩০
‘পার্কিং নিষেধ’, সাইনবোর্ড দেওয়ার পরও শত শত মোটরসাইকেল ও গাড়ি নগরের ব্যস্ততম রাস্তা আটকে পার্ক করে রাখা হয়েছে। ছোট বাজার, ময়মনসিংহ
ছবি: আনোয়ার হোসেন
২০ / ৩০
ঘেরে মাছ খেতে এসেছে গুইসাপটি। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ৩০
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে যাতায়াতে ভোগান্তির শেষ নেই এলাকার বাসিন্দাদের। সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, জগাইরগাঁও, সুনামগঞ্জ, ৫ সেপ্টেম্বর
ছবি: খলিল রহমান
২২ / ৩০
শরতের মেঘলা দিনে নাটাই হাতে দল বেঁধে ঘুড়ি ওড়ানোয় ব্যস্ত শিশু–কিশোরেরা। তাদের কেউ ঘুড়ি ওড়াচ্ছে, কেউ আবার সঙ্গ দিচ্ছে। ঝালোপাড়া, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৩ / ৩০
বৃষ্টিতে ভিজে গেছে ফুটপাতে বিক্রির জন্য রাখা হকারের কাপড়। বৃষ্টি থামার পর সড়ক বিভাজকে বেশ কিছু ভেজা ট্রাউজার শুকাচ্ছেন এ হকার। জিন্দাবাজার, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩০
জলাশয় থেকে লাল শাপলা তুলে বিক্রির জন্য শহরে ছুটছেন আবদুর রহমান। মৌসুমের এ সময়টাতে এই শাপলা বিক্রি করে সংসার চালান তিনি। এই শাপলা সবজি হিসেবে বেশ সমাদৃত। মেডিকেল পাকারমাথা, রংপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২৫ / ৩০
শীতল হাওয়ার জন্য গরমে হাতপাখার কদর রয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া থেকে হাতপাখা আনা হয়েছে সিলেটে। ভ্যানে করে পাইকারি দোকানে দেওয়া হয় এসব হাতপাখা। বাঁশ, বেত ও কাপড় দিয়ে তৈরি করা হাতপাখাগুলো দোকানে বিক্রি হয় ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত। ঝালোপাড়া, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৬ / ৩০
তিস্তা চুক্তি সই ও নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে রংপুর নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ কেন্দ্রীয় কমিটি। প্রেসক্লাব, রংপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২৭ / ৩০
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত উড়ালসড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। আগ্রাবাদ, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
২৮ / ৩০
রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরের হালিশহর ওয়াপদা এলাকায়। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। হালিশহর ওয়াপদা, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
২৯ / ৩০
নগরে কিছুক্ষণ বৃষ্টির পর রাস্তায় জমে যায় পানি। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নগরবাসী। গ্রীন রোড, ৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৩০ / ৩০
প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি পেয়েছে নগরবাসী। কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়তে হয় তাদের। শান্তিনগর, ৫ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন