এক ঝলক (১৬ এপ্রিল ২০২৩)

১ / ১২
বৈশাখের শুরুতেই প্রখর রোদে তিস্তা নদীতে পানি শুকিয়েছে। নদীর মাঝখানের চর থেকে বালুমাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ১৬ এপ্রিল।
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
দিন দিন হারিয়ে যাচ্ছে বেতের তৈরি ফার্নিচার। তবে কিছু শৌখিন মানুষ শখের বসে বেতের ফার্নিচার অর্ডার দিয়ে থাকেন। তেমনি একটি অর্ডার দেওয়া ‘লাভচেয়ার’টি ৩০ হাজার টাকায় তৈরি করা হচ্ছে। জিলা স্কুল রোড, কুমিল্লা, ১৬ এপ্রিল।
ছবি: এম সাদেক
৩ / ১২
তিস্তার চরে আগাম বোরোধান কাটা শুরু হয়েছে। ধান কেটে চরেই নদীর ধারে মাড়াই করছেন চাষিরা। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ১৬ এপ্রিল।
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
ঘাটে অপেক্ষায় থাকা এক তরুণ রোদ সহ্য করতে না পেরে গামছা মুড়িয়ে বসে আছেন। জয়দেব এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ এপ্রিল।
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
বৈশাখের খরতাপে হাঁসফাঁস অবস্থা সবার। অসহনীয় রোদ আর প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছে পাখিকুলও। তপ্ততা থেকে বাঁচতে পাইপ ছড়িয়ে পড়া পানিতে গা ভিজিয়ে শীতল হওয়া চেষ্টায় কবুতর। রেলওয়ে স্টেশন, সিলেট, ১৬ এপ্রিল।
ছবি: আনিস মাহমুদ
৬ / ১২
বসন্তে শিমুল ফুল ভরা ছিল গাছ। গ্রীষ্মে এই সময়ে ফল চৌচির হয়ে বেরিয়ে এসেছে শিমুল তুলা। বৈশাখী বাতাসে উড়ে যাচ্ছে তুলা। পিরোজপুর এলাকা, সিলেট, ১৬ এপ্রিল।
ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
গরমে প্রশান্তির জন্য পুকুরের জলে নেমে শরীর ডুবিয়ে স্থির হয়ে আছে এক কিশোর। জেলা পাড়া, গোপালপুর, পাবনা, ১৬ এপ্রিল।
ছবি: হাসান মাহমুদ
৮ / ১২
মুজিবনগর আম্রকানন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার এই আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। মেহেরপুর মুজিবনগর, ১৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
বৈশাখের দুপুরে আমবাগানে চিপসের প্যাকেটে খাবার খুঁজছে কাঠবিড়ালিটি। মুজিবনগর, মেহেরপুর, ১৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
বৈশাখের খরতাপে অতিষ্ঠ জনজীবন। এমন দিনে কোলের শিশুসন্তানকে নিয়ে বাইরে বের হয়েছেন এক অভিভাবক। রোদ থেকে রক্ষায় শিশুর মাথায় দিয়েছেন রুমাল। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া শহর, ১৬ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১১ / ১২
প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অসহনীয় হয়ে পড়েছে। তাই চাহিদা পড়েছে চার্জার ফ্যানের। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ১৬ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১২ / ১২
প্রচণ্ড গরমের মধ্যে পদ্মা নদীর শীতল পানিতে গোসল করতে এসে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, ডিগ্রিচর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ১৬ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান